Tridha Choudhury’s Bikini Look: দিশা বা জাহ্নবী নয়, নিওন হলুদ বিকিনিতে নেটদুনিয়ার ঘুম কাড়লেন এই বং বিউটি!

Tridha Choudhurys Hot Look: বর্তমানে পরিবারকে সঙ্গে নিয়ে ছুটি কাটাতে ব্যস্ত ত্রিধা চৌধুরী। সেখানে গিয়েও ভক্তদের ঘুম কেড়েছেন। হলুদ রঙের বিকিনিতে আত্মবিশ্বাসের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন বোল্ড ছবি।

Tridha Choudhurys Bikini Look: দিশা বা জাহ্নবী নয়, নিওন হলুদ বিকিনিতে নেটদুনিয়ার ঘুম কাড়লেন এই বং বিউটি!

| Edited By: দীপ্তা দাস

Jun 28, 2022 | 11:54 PM

ওটিটির দৌলতে বাঙালি সুন্দরী ত্রিধা চৌধুরীকে (Tridha Choudhury) নতুন প্রজন্মের প্রায় সকলেই চেনেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। ইন্সটাগ্রামে ফলোয়ারের সংখ্যা বলিউডের প্রথম সারির নায়িকাদের থেকে কম নয়। আশ্রম সিরিজের (Aashram) অত্যন্ত জনপ্রিয় ও বোল্ড চরিত্র ববিতা ভাবী তথা ত্রিধা চৌধুরীর গ্ল্যামার এখন সকলকে টেক্কা দিচ্ছেন। সুপারহট ছবি সোশ্যাল মিডিয়ায় দিতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। সম্প্রতি ইন্সটাগ্রামে নিওন হলুদ রঙের বিকিনিতে আগুন ছড়িয়েছেন এই বঙ্গতনয়া। এখনও পর্যন্ত ২.৫ মিলিয়ন ভক্ত তাঁর এই হট ছবিতে লাইক করেছেন। সিরিজের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও তিনি বেশ সক্রিয়। শর্টস, মিনি ড্রেসের পাশাপাশি বিকিনিতেও কামাল করেছেন এই বাঙালি কন্যা। তবে এই প্রথম নয়, এর আগেও খোলামেলা পোশাক পরে তাক লাগিয়েছিলেন তিনি।

বর্তমানে পরিবারকে সঙ্গে নিয়ে ছুটি কাটাতে ব্যস্ত ত্রিধা চৌধুরী। সেখানে গিয়েও ভক্তদের ঘুম কেড়েছেন। হলুদ রঙের বিকিনিতে আত্মবিশ্বাসের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন বোল্ড ছবি। আশ্রম সিরিজে ববি দেওলের সঙ্গে সাহসী চরিত্রে অভিনয় করে সকলের নজর কেড়েছেন ত্রিধা। এবার ছুটি কাটাতে গিয়েও সাহসী ও বোল্ড ছবি প্রকাশ্যে আনলেন তিনি। কখনও স্যুইমিং পুলে, কখনও পাহাড় বা বিদেশের কোনও বিলাসবহুল রিসর্টে, সব জায়গাতেই বোল্ড লুকে আগুন ছড়িয়েছেন। ইন্সটাগ্রামে ভাইরাল হয়ে যাওয়া ছবি দেখলেই বোঝা যায়, তিনি জাহ্নবী বা দিশা পাটনির সেক্সি আউটফিটের রক স্টাইল থেকে কম কিছু যান না। জনপ্রিয় এই নায়িকা ইন্সটার ক্যাপশনে লিখেছেন, “Finally managed to master the Disappearing Act’.

ওটিটি স্পেসে অন্যতম জনপ্রিয় মুখ এই বাঙালি কন্যা। বাঙালি পরিচালক সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত বাংলা সিনেমায় প্রথম প্রকাশ করেন। এরপর আর পিথনে তাকাতে হয়নি। বিভিন্ন সিনেমায় তাঁকে দেখা যেতে শুরু করে। কম দৃশ্যে অভিনয় করেও ভক্তদের মন জয় করে নিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় সুপার হট ত্রিধার বিভিন্ন স্টাইলিশ আউটফিট ও সেক্সি লুকে মুগ্ধ নেটিজে়নরা। এবারেও তিনি নিরাশ করেননি। বরং ছুটি কাটাতে গিয়ে নিজের সেক্সি শরীরী ভাষা যেভাবে প্রকাশ করেছেন তাতে চোখ সরিয়ে ফেলার উপায় নেই।