কলকাতার উপকন্ঠে এক মফঃস্বলে তাঁর বেড়ে ওঠা। সেখান থেকেই অভিনেত্রী হিসেবে তাঁর যাত্রা শুরু। মডেলিং দিয়ে তাঁর হাতেখড়ি। এখনও সুযোগ পেলে তাঁকে দেখা যায় বিভিন্ন অ্যাড শ্যুটে। জনপ্রিয় বাংলা সিরিয়াল, সিনেমায় অভিনয়ের মাধ্যমেই বাঙালির ড্রইং রুমের চেনা মুখ হয়ে ওঠা। গত ৬ মাস হল ভালবাসার তিলোত্তমাকে ছেড়ে তিনি বাসা বেঁধেছেন আরব সাগরের তীরে। সেখানে নতুন করে বাসা বেঁধেছেন, কাজ করছেন চুটিয়ে। আবার দিব্যি খোশ মেজাজে ঘুরেও বেড়াচ্ছেন। তিনি হলেন অভিনেত্রী অদ্রিজা রায়। খুব ছোট বয়স থেকেই কাজ করছেন তিনি। খ্যাতি তাঁর ঝুলিতে। ক্যালেন্ডারের পাতা বলছে বর্তমানে তাঁর বয়স ২৪। আর প্রতি বছর, জন্মদিনে নিজের মত করে পছন্দের ডেস্টিনেশনে উড়ে যান তিনি। প্রিয়জনদের সঙ্গে সেখানেই করেন জন্মদিন উদযাপন।
এই মুহূর্তে তাঁকে দেখা যাচ্ছে একটি জনপ্রিয় চ্যানেলের সিরিয়ালে। ‘দুর্গা অউর চারু’- ধারাবাহিকে তিনি রয়েছেন নামভূমিকাতেই। যদিও টিআরপি বলছে, ওই ধারাবাহিকের রেটিং ভাল না, কিন্তু অদ্রিজার হ্যাপেনিং জীবন বুঝিয়ে দিচ্ছে তিনি মেলেছেন রঙিন ডানা। এই সিরিয়ালে অদ্রিজার বিপরীতে রয়েছেন অভিনেতা কুনাল সিং। কুনালের সঙ্গেও দারুণ সম্পর্ক রয়েছে অদ্রিজার। ঘুরতে যেতে খুবই ভালবাসেন অদ্রিজা। আর নায়িকার ইনস্টাগ্রামই বলে দিচ্ছে ঘোরার সঙ্গে তাঁর জীবনে ছবি তোলাও কতটা গুরুত্বপূর্ণ। বরাবরই অদ্রিজা স্লিম অ্যান্ড ট্রিম। শরীরের কোথাও তাঁর অতিরিক্ত মেদ নেই। এই গরমে অদ্রিজা তাই সমুদ্রের নীল জলে নিজেকে ভাসিয়েছেন মনোকিনিতে।
ফ্লোরাল প্রিন্টের এই মনোকিনিতে খুব ভাল দেখতে লাগছে অদ্রিজাকে। খোলা চুল, চোখে সানগ্লাস এর এতেই ভীষণ সুন্দর লাগছে অদ্রিজাকে। কোনও ভাবেই চোখ ফেরানো যাচ্ছে না তাঁর থেকে। এছাড়াও অরেঞ্জ শেডের আরও একটি মনোকিনি পরেছেন তিনি। এমন দুই পোশাকেই খুব রিল্যাক্স আর কুল লাগছে তাঁকে।
কিছুদিন আগে মলদ্বীপে বেড়াতে গিয়েছিলেন অদ্রিজা। সেখানেও বিকিনিতে ভীষণ সুন্দর দেখাচ্ছিল তাঁকে। গরমে হিট অদৃজার এই বিকিনি লুক। ফ্যাশনে তিনি বলে বলে গোল দেন যে কোনও বলিউড নায়িকাকে। অদৃজার এই ছবি আপনিও দেখেছেন কি?