পুজো আর হাতে গোনা কয়েকটা দিন মাত্র বাকি। এদিকে থেকে থেকে আকাশের মুখভার। কখনও রোদ উঠছে তো কখনও বৃষ্টি। মাঠ-ঘাট ভর্তি জল-কাদায়। পুজোর বাজারেও শেষ মুহূর্তের কেনাকাটা তুঙ্গে। আবার এমনও অনেকে আছেন যাঁদের এখনও কেনাকাটাই শুরু হয়নি। তবে ট্রেন্ড দেখে অনেকেই ঠিক করে নিয়েছেন যে পুজোয় এবার কোনদিন কী পরবেন। যদিও পুজোর দিনে ট্র্যাডিশন্যাল শাড়িতেই সবথেকে ভাল লাগে দেখতে। সেই সঙ্গে ফ্যাশন তো আছেই। অভিনেত্রী অপরাজিতা ঘোষ সম্প্রতি তাঁর পুজো শ্যুট সেরে ফেলেছেন আর সেই সব ছবিও তিনি শেয়ার করেছেন আমাদের সঙ্গে। রইল তারই কিছু ঝলক। ডিজাইনার জন সেনগুপ্তর পোশাক আর ভাবনায় সেজেছেন অপরাজিতা।
পুজো শুরু ষষ্ঠীর সন্ধ্যেতে বেলতলায় বোধন দিয়ে। ষষ্ঠীর দিন আপরাজিতা একটি বাই-লেয়ার্ড ড্রেস পরেছেন। একেবারে সুতির উপর কালো-ধূসরের চেক আর প্যাচ ওয়ার্কে খুব ভাল দেখতে লাগছে এই ড্রেসে। নজর কাড়ছে ড্রেসটির উপরের অংশে প্যাচওয়ার্ক। প্ল্যাটফর্ম হিল আর স্মার্টওয়াচে খুব সুন্দর পোজ দিয়েছেন তিনি। এমন পোশাক পরে আসতে পারেন অফিসেও।
সপ্তমীর দিন পুজো শুরু। এবার পুজো পড়েছে শনি-রবিবারে। আর এই দুদিন সকলেরই ছুটি থাকে। মেরুন রঙের একটি ট্র্যাডিশন্যাল সিল্কের শাড়ি পরেছেন তিনি। এর সঙ্গে অ্যাসেমেট্রিক কাটের ড্রেসি ব্লাউজ পরেছেন। এই শাড়ি আর ব্লাউজে একদম অন্যরকম লুক এসেছে। এতে দেখতেও লাগছে ভীষণ অন্যরকম। ট্র্যাডিশন্যাল আর মর্ডান এই দুই রকম লুকই বজায় থাকবে।
অষ্টমীর দিন ট্র্যাডিশন্যাল পোশাক ছাড়া অন্য কোনও কিছুই ভাল লাগে না। অষ্টমীর সন্ধ্যার জন্য পান্না সবুজ রঙের একটি সিল্ক শাড়ি পরেছেন। ন্যুডলস স্লিভের কালো এমব্রয়ডারির কাজ করা একটি ব্লাউজের সঙ্গে হ্যান্ড এমব্রয়ডারি করা এই সিল্কটি খুব সুন্দর করে পরেছেন। এতে দেখতে লাগছে ভীষণ সুন্দর। সেই সঙ্গে আত্মবিশ্বাসীও। এমন ভাবে শাড়ি পরলে ব্যক্তিত্বও দারুণ ভাবে প্রকাশ পায়।
নবমীর সন্ধ্যা মানেই শেষের পথে পুজো। আবারও সেই এক বছরের প্রতীক্ষা। আর তাই এই দিনটায় সুন্দর করে সাজতেই হবে। সেরা শাড়িটা তোলা থাকে এই দিনটার জন্যেই। এদিনের জন্য অপরাজিতা বেছে নিয়েছেন কো-অর্ড সেট। জ্যাকোয়ার্ড সার্কুলার স্কার্টের সঙ্গে খুব সুন্দর এমব্রয়ডারি করা দোপাট্টা। দারুণ দেখতে এই কো-অর্ড সেটের ব্লাউজটিও। একেবারে সাধারণ মেকআপে এর সঙ্গে কানে কমলা-অক্সি়ডাইজের ঝুমকা পরেছেন অপরাজিতা। হাতে বড় আংটি। সব দিনগুলোর চাইতে নবমীর যে মাহাত্ম্যই আলাদা তা বারে বারে বুঝিয়ে দিয়েছেন অপরাজিতা।
দশমী মানেই পুজো শেষ। মিষ্টিমুখ আর কুশল বিনিময়ে শুভ বিজয়া বলার পালা। আবার অপেক্ষা করে থাকা কাছে-পিঠের উৎসবের জন্য। আসলে পুজো মানেই মিলনক্ষেত্র। এই পুজোতেই একে অপরের সঙ্গে দেখা হয়। অফ হোয়াইটের উপর কপারের অ্যাপ্লিক করা সুন্দর একটি শাড়ি পরেছেন অপরাজিতা। সঙ্গে বার্গেন্ডি রঙের অ্যান্টি-ফিটেড লো-ব্লাউজ। গলায় মাটির ছোট্ট মালা। অপরাজিতার এই সাজও ভীষণ রকম আভিজাত্যপূর্ণ। এই শ্যুটে অপরাজিতাকে সাজিয়েছেন মাহি দেবনাথ, লেন্সবন্দি করেছেন সিদ্ধার্থ পাল।