তাঁর পায়ের তলায় সর্ষে। সময় পেলেই একদিন পুরী তো অন্যদিন গোয়া। এয়ারপোর্ট থেকে সটান শ্যুটিং ফ্লোরে ফিরতেই অভ্যস্ত ছোট পর্দার এই জনপ্রিয় নায়িকা। তিনি দেবচন্দ্রিমা সিংহ রায়। ক্যামেরার ওপারে তিনি চিঠি নামেই পরিচিত। শ্যুটিং এর চাপ সামলে একাধিক কাজ করেন দেবচন্দ্রিমা। নিজের একটি ভ্লগিং চ্যানেল রয়েছে। বাড়িতে তাঁর দুই পোষ্য রয়েছে। তাদের দেখভাল এবং নিজের যাবতীয় কাীজ একাই সামলান তিনি। সঙ্গে একাধিক ফটোশ্যুট তো আছেই। বাকিদের মতই শপিং করতে খুবই ভালবাসেন দেবচন্দ্রিমা। কোথাও ঘুরতে যাওয়ার আগে নতুন করে নিজের ওয়াড্রোব গুছিয়ে ফেলেন তিনি। থাকে আলাদা ‘লুক’ পরিকল্পনাও। সেই সব লুকে খুব যে আড়ম্বর থাকে, তা একেবারেই নয়। খুব সাধারণ সাজ পোশাকেই বাজিমাৎ করতে জানেন নায়িকা। কালেকশনে তাঁর একাধিক জ্যাকেট আর বুট রয়েছে।
যেহেতু পাহাড় দেবডন্দ্রিমার প্রথম পছন্দ এবং তিনি পাহাড়ে ঘুরতে যেতে বেশি পছন্দ করেন তাই ত্াঁর আলমারি ঠাসা শীতের পোশাকে। নায়িকার শরীরে কোথাও বাড়তি মেদের ছিঁটেফোঁটা নেই। তার জন্য অবশ্য তিনি প্রচুর মেহনতও করেন। কড়া ডায়েট, জিম সবই মেনে চলেন তিনি। শীতের জায়গায় বেড়াতে গেলে ভরসা বাহারি জ্যাকেটই। আর জ্যাকেটে উজ্জ্বল রং এখন ট্রেন্ডিং। লাল, ফলুরোসেন্ট সবুজ, সাদা, প্যাস্টেল শেডস এসবই এখন ফ্যাশানে ট্রেন্ডিং। আর এই সব রঙের কালেকশন রয়েছে দেবচন্দ্রিমার কাছে। পাহাড়ের দুধ সাদা বরফে লাল জ্যাকেটে দারুণ দেখতে লাগছে দেবচন্দ্রিমাকে। গত বছর তাঁর জন্মদিন উদযাপনে গিয়েছিলেন কাশ্মীরে। টিউলিপ বাগান থেকে কপিকলাপাতা রঙের হাইনেক সোয়েটার আর গোলাপি জিন্সে দারুণ দেখতে লাগছিল তাঁকে। আবার হিমাচলের স্পিতি ভ্যালিতে বরফের সঙ্গে নিজেকেও মুড়ে দিয়েছিলেন সাদা জ্যাকেটে। সঙ্গে সাদা জিন্স আর সাদা বুটে বকফ ঢাকা হিমাচলের সঙ্গেই নিজেকে মুড়ে ফেলেছিলেন নায়িকা।
আমাদের রাজ্যে শীতের স্থায়িত্ব বড়ই কম। আর তাই যে ২ মাস শীত থাকে সেই মাসগুলোতে সকলেই চান নিজের মত করে আনন্দ উপভোগ করে নিতে। শীতের ফ্যাশান হয় শুধুমাত্র জ্যাকেট, সোয়েটার আর বাহারি টুপিতেই। আর তাই শীতের এই সব ফ্যাশানেবল পোশাক পরার আগে অতিরিক্ত মেদ ঝরিয়ে নিতে পারলেই ভাল। উজ্জ্বল রঙের জ্যাকেটে যে কোনও কাউকে দেখতে সুন্দর লাগে। চাইলে এনন ফ্যাশান করতে পারেন আপনিও