Priyanka Sarkar: কালো মনোক্রোম্যাটিক লুকে পুজোর আড্ডার জন্য প্রস্তুত প্রিয়াঙ্কা, নজর এড়ালো না হাতের একগাছা চুড়িও

Puja Look: মনোক্রোম- বেশ কয়েক বছর ধরেই ফ্যাশনে ইন। গত বছর থেকে প্রচুর মানুষ মনোক্রোমের দিকে ঝুঁকেছেন। সম্প্রতি অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার  তাঁর বেশ কিছু ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। আর সেই সব ছবিতে প্রিয়াঙ্কাকে দেখা গিয়েছে কালো রঙের একটি শাড়িতে। কালো রঙের হ্যান্ডলুমের এই শাড়ির সঙ্গে কালো স্লিভলেসে হল্টারনেক একটি ব্লাউজ পরেছেন তিনি

Priyanka Sarkar: কালো মনোক্রোম্যাটিক লুকে  পুজোর আড্ডার জন্য প্রস্তুত প্রিয়াঙ্কা, নজর এড়ালো না হাতের একগাছা চুড়িও
কেমন দেখতে লাগছে প্রিয়াঙ্কাকে

| Edited By: রেশমী প্রামাণিক

Oct 03, 2023 | 2:37 PM

গুণতে গুণতে দিন প্রায় শেষের দিকে।  যত দিন গড়াচ্ছে ততই যেন আকাশের মুখভার চলছে। গত সপ্তাহ থেকে শুরু হয়েছে একনাগাড়ে বৃষ্টিপাত আর সেই বৃষ্টিতে কিছুতেই থামতে চাইছে না। বৃষ্টি হলেও থেমে নেই পুজোর বাজার। ছাতা মাথায় জল-কাদা এড়িয়েই সকলে বাজার করতে যাচ্ছেন। শাড়ি, ব্লাউজ, গয়না, জামা, জুতো, ব্যাগ সব দোকানেই এখন প্রচুর ভিড়। দিন মিলিয়ে চলছে কেনাকাটা। অষ্টমীর স্পেশ্যাল শাড়ি তো কেনা হল তবে তার সঙ্গে জবরদস্ত একটা ব্লাউজ তো চাই। সেই ব্লাউজ বানাতেই পছন্দের দর্জির দোকানে এখন লম্বা লাইন। সপ্তমীর মধ্যে ব্লাউজ, সালোয়ার, কুর্তি চাই সক্কলের। তাই রাত জেগে সকল কর্মী একটানা কাজ করে চলেছেন। ওদিকে প্যান্ডেল বাঁধার কাজও প্রায় শেষের দিকে। কুমোরটুলিতেও প্রস্তুতি তুঙ্গে

মনোক্রোম- বেশ কয়েক বছর ধরেই ফ্যাশনে ইন। গত বছর থেকে প্রচুর মানুষ মনোক্রোমের দিকে ঝুঁকেছেন। সম্প্রতি অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার  তাঁর বেশ কিছু ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। আর সেই সব ছবিতে প্রিয়াঙ্কাকে দেখা গিয়েছে কালো রঙের একটি শাড়িতে। কালো রঙের হ্যান্ডলুমের এই শাড়ির সঙ্গে কালো স্লিভলেসে হল্টারনেক একটি ব্লাউজ পরেছেন তিনি। একেবারে নো মেকআপ লুক। চোখের উপরের পাতায় খুব হালকা করে কাজল লাগালেও আর অন্যরকম কোনও মেকআপ ব্যবহার করেননি। এমনকী লিপস্টিকও না। সুন্দরী প্রিয়াঙ্কাকে এমন লুকে যেন আরও অনেক বেশি সতেজ লাগছে।

এই কালো শাড়ি পরে গঙ্গার পাড়ে আঁচল এলিয়ে বসে রয়েছেন প্রিয়াঙ্কা। দু হাতে তাঁর দু গাছা চুড়ি, কালো-সিলভার মিশিয়ে। সব মিলিয়ে ভীষণ ভাবে নজর কাড়ছে প্রিয়াঙ্কার এই লুক। আমাদের রোজের ব্যস্ত জীবনের পর অতিরিক্ত সাজগোজ, ঝকমকে পোশাক দেখতে মোটেই ভাল লাগে না। আর পরলেও সেই আরাম থাকে না। পুজোর দিনে বন্ধুদের সঙ্গে আড্ডায় এমন শাড়ি বাছুন। পরতে সুবিধে আর সকলের নজর থাকবে আপনার দিকেই। এমন শাড়িতে খরচাও বিশেষ নেই। আজকাল শাড়ি তেমন পরা হয় না বলে অনেকেই শাড়ির জন্য বিশেষ খরচ করতে চান না। ১০০০ টাকার বিনিময়েই পেয়ে যাবেন এমন শাড়ি। স্লিভলেস ব্লাউজের সঙ্গে এই রকম শাড়ি দেখতেও খুব ভাল লাগে। পকেট ফ্রেন্ডলি স্মার্ট লুক পেতে এমন শাড়ি পরতে পারেন আপনিও। আর কালো রঙে সকলকেই খুব সুন্দর লাগে দেখতে, সকাল বা সন্ধ্যে যখনই পরবেন তখনই লাগবে ঝক্কাস।