তাঁর হাসিতেই লুকিয়ে মন খারাপের ওষুধ। যদিও অন্যের মন পড়ে ফেলার অদ্ভুত একটা দক্ষতা রয়েছে তাঁর। অভিনয় তাঁর পেশা। একই সঙ্গে মনোবিদ হিসেবেও নামডাক রয়েছে তাঁর। টলিউডে একমাত্র তিনিই যিনি অভিনয়ের পাশাপাশি কাউন্সেলিংকেও পেশা হিসেবে নিয়েছেন। তিনি সন্দীপ্তা সেন। যেমন তাঁর শক্তিশালী অভিনয় তেমনই খুব সুন্দর গুছিয়ে কথা বলতে জানেন তিনি। ইদানিং ফ্যাশান নিয়েও বেশ সচেতন হয়েছেন সন্দীপ্তা। তাঁর ইনস্টাগ্রাম পোস্ট থেকেই সহজে বোঝা যায়। একই সঙ্গে জোরদার শরীরচর্চা করেন তিনি। অভিনয়ের পাশাপাশি একজন দক্ষ শিল্পীও তিনি। ফলে সারা বছরই ডায়েট আর শরীরচর্চার মধ্যে থাকেন তিনি। যে কোনও রকম ওয়েস্টার্ন পোশাকে যেমন তাঁকে ভাল লাগে তেমনই শাড়িতে দেখতেও খুব সুন্দর লাগে।
ঘুরে বেড়াতে খুবই ভালবাসেন সন্দীপ্তা। তাঁর যেন ঠিক পায়ের তলায় সরষে। এর আগে অধিকাংশ সময়ই সোলো ট্রিপে যেতেন তিনি। এই বছর সন্দীপ্তার কাছে খুবই বিশেষ। নতুন সম্পর্কের সূচনা হয়েছে সৌম্য বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। দুজনেই ঘুরতে ভালবাসেন। এই বছর পুজোতেই ইউরোপ ভ্রমণ সেরে এসেছেন তাঁরা। এছাড়াও এদিক-ওদিক ঘুরতে যাওয়া তো আছেই। সন্দীপ্তার অধিকাংশ ফটোশ্যুই শাড়িতে। সিরিয়াল থেকে আপাতত কিছুদিনের বিরতি তাঁর। চুটিয়ে কাজ করছেন সিনেমা থেকে ওয়েব সিরিজে। বেশ কিছু সিরিজে তাঁর অভিনয়ও বেশ প্রশংসিত হয়েছে। পেয়েছেন পুরস্কারও।
এমনই এক পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সন্দীপ্তা হাজির হয়েছিলেন কালো রঙের ফুলস্লিভ টপ আর সাদা ববি প্রিন্টের শাড়িতে। গোলগলা কালো টপটির সঙ্গে সাদা এই শাড়িচি দেখতে বেশ লাগছে। শাড়ির পাড়ে রয়েছে গোল্ডেনের ডিটেলিং। আর ব্লাউজের হাতায় গোল্ডেন ডিটেলিং দেখতেও বেশ ভাল লাগছে। কানে স্টোনের ছোট্ট ফ্লাওয়ার মোটিফ স্টাড ইয়াররিং, কপালে ছোট্ট কালো টিপ পরেছেন। চুল একটু নীচু করেই বেঁধেছেন সন্দীপ্তা। আর এই লুকে তাঁকে যেন আরও বেশি ক্লাসি লাগছে। মেকআপের মধ্যে শুধুমাত্র চোখে যত্ন করে আইলাইনার লাগিয়েছেন আর রহালকা বেস। ঠোঁটে লাগিয়েছেন লিপগ্লস। শাড়ির আঁচলটিও দারুণ কায়দা করে নিয়েছেন। আজকালকার মেয়েরা এইভাবে শাড়ি পরতে খুবই ভালবাসেন। সন্দীপ্তার এই ছিমছাম সুকই বরাবর নজর কাড়ে। আর এমন সাজে তাঁকে দেখতেও লাগছে খুব সুন্দর। শীতের যে কোনও অনুষ্ঠানে শাড়ির সঙ্গে এমন সাজে হাজির হতে পারেন আপনিও।