Subhashree Ganguly: সযত্নে আগলে রেখেছেন গর্ভস্থ সন্তানকে, লালে রাঙা শুভশ্রীর চাহনিতে উপচে পড়ছে গ্ল্যামার

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Nov 03, 2023 | 5:15 PM

Fashion and Elegance: ক্যালেন্ডার বলছে আজ শুভশ্রীর জন্মদিন। অন্য রকম একটি জন্মদিন কাটাচ্ছেন শুভশ্রী। এই মুহূর্তে আটমাসের অন্তসত্ত্বা তিনি। পুজোয় ঠাকুর দেখেছেন, মজা করেছেন, সিঁদুর খেলায় অংশ নিয়েছেন আবার বাড়িতে সুন্দর করে সবাইকে নিয়ে বিজয়ার বৈঠকেরও আয়োজন করেছেন

Subhashree Ganguly: সযত্নে আগলে রেখেছেন গর্ভস্থ সন্তানকে, লালে রাঙা শুভশ্রীর চাহনিতে উপচে পড়ছে গ্ল্যামার
কেমন লাগছে শুভশ্রীকে

Follow Us

আর মাত্র কয়েকদিন পরই রাজ-শুভশ্রীর বাড়িতে আসছে নতুন অতিথি, বাড়ছে পরিবারের সদস্য সংখ্যা। জুন মাসে হঠাৎ করেই নিজেদের দ্বিতীয় প্রেগন্যান্সির কথা ঘোষণা করেন এই তারকা দম্পতি।  অনেকেই প্রথমে অবাক হয়েছিলেন তাঁদের এমন পোস্ট দেখে। যখন তুঙ্গে স্বামী-স্ত্রী-র কেরিয়ার, একের পর এক সাফল্য, এক সন্তানকে নিয়ে সুখের সংসার তাঁদের। ভুল ভাঙেন রাজ চক্রবর্তী।. তিনি বলেছিলেন, দুজনেই তাঁরা বাচ্চা খুব ভালবাসেন, আগে থেকেই পরিকল্পনা করা ছিল যে তাঁরা ইউভানের তিন বছর বয়স হলে তার জন্য খেলার সঙ্গী আনবেন। ইভানের জন্মের সময় শুভশ্রীর প্রেগন্যান্সির জার্নি ছিল একরকম আর এবার সম্পূর্ণ আলাদা। নিয়মিত ভাবে বাড়ির কাজ করছেন, শ্যুটিং করছেন, ছেলেকে সামলাচ্ছেন আর সেই সঙ্গে নিজের ফটোশ্যুটও করছেন।

ক্যালেন্ডার বলছে আজ শুভশ্রীর জন্মদিন। অন্য রকম একটি জন্মদিন কাটাচ্ছেন শুভশ্রী। এই মুহূর্তে আটমাসের অন্তসত্ত্বা তিনি। পুজোয় ঠাকুর দেখেছেন, মজা করেছেন, সিঁদুর খেলায় অংশ নিয়েছেন আবার বাড়িতে সুন্দর করে সবাইকে নিয়ে বিজয়ার বৈঠকেরও আয়োজন করেছেন। শুভশ্রী কয়েক বছরে নিজেকে অনেক দিক থেকে গ্রুম করেছেন। যেরকম অভিনয় তাঁর শাণিত হয়েছে তেমনই ফ্যাশনের দিক থেকেও এসেছে একাধিক পরিবর্তন। শুভশ্রী অনেক রকম পোশাকে ফটোশ্যুট করেন। এর সব পোশাকে তাঁকে যেমন লাগে দেখতে তেমনই থাকে আভিজাত্যে ভরা। সম্প্রতি লাল রঙের একটি লেহঙ্গা চোলি পরেছেন

ন্যুডলস স্ট্রিপের টপ, লাল ওড়না, হাতে চুড়ি, ক্যানে ম্যাচিং ঝুমকো, লাল টিপে খুব ভাল দেখতে লাগছে শুভশ্রীকে। সামনেই আলোর উৎসব। দীপাবলিতে এই লাল, হলুদ, কমলা, গোলাপি এসব রং দেখতে খুব ভাল লাগে। আর লাল রঙে উষ্ণতা থাকে অনেক বেশি। আলো-লেন্সে এমন পোশাকেও খুব ভাল লাগে দেখতে। শুভশ্রীর মেকআপ, কপালের ছোট্ট লাল টিপ সবটা এত সুন্দর যে তার থেকে কোনও রকমে চোখ ফেরানো যাচ্ছে না। লাল ওড়নার সযত্নে আগলে রেখেছেন বেবি বাম্প, এমন মধুর একটা মুহূর্তে সত্যিই এই লাল রঙের কোনও জুড়ি নেই। মেকআপ, পোশাক এতটাই নিখুঁত যে কিছুতেই চোখ সরানো যাচ্ছে না তাঁর থেকে। জন্মদিনে অভিনেত্রীর জন্য রইল অনেক শুভেচ্ছা।

Next Article