টলিপাড়ায় শুভশ্রী গঙ্গোপাধ্যায় এমন একটি নাম যিনি সব কিছু সমান তালে অনায়াসে ব্যালন্স করতে পারেন। বাড়ি, সংসার, সন্তান. বাডডির সব সদস্যদের খেয়াল রাখা, বন্ধুদের সঙ্গে সময় কাটানো, ছোট্ট ইউভানের পড়াশোনা-সব দিকেই তাঁর তীক্ষ্ণ নজর। এর মধ্যে হু হু করে ছুটছে তাঁর কেরিয়ার গ্রাফও। একাধিক মহলে প্রশংসিত শুভশ্রীর অভিনয়। ইন্দুবালার ভূমিকায় শুভশ্রীর লুক-অভিনয় সকলের নজর কেড়ে নিয়েচে। এর জন্য তিনি পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। একটি রিয়্যালিটি শো দিয়েছে যাত্রা শুরু তাঁর। প্রথম পরিচয় ছিল বাণিজ্যিক ছবির নায়িকা হিসেবেই। বর্তমানে তিনি নিজেকে যেভাবে ভেঙেছেন-গড়েছেন তা কুর্ণিশ করার মতো। শুধু অভিনয় নয়, শুভশ্রী ইদানিং প্রচুর ফটোশ্যুটও করছেন। তাঁর এই সাফল্যের ভাগীদার হিসেবে শুভশ্রী সব সময় তাঁর পরিবার, স্বামী রাজ চক্রবর্তী এবং ছেলে ইউভানকে কৃতিত্ব দেন
ছোট্ট ইউভান এবার বড় দাদা হতে চলেছে। দুদিন আগেই ইনস্টাপোস্টের মাধ্যমে অভিনেত্রী তাঁর দ্বিতীয় সন্তানের আগমন বার্তা দিয়েছেন। বছরশেষেই ইউভানের খেলার সাথী আসছে চক্রবর্তী পরিবারে। ইউভানের জন্মের সময়ও ম্যাটারনিটি লুকে চমকে দিয়েছিলেন শুভশ্রী। ওজন বেড়েছিল স্বাভাবিক ভাবেই। সেই বাড়তি ওজন দারুণ ভাবে ঝরিয়ে তিনি এখন একেবারে ফিট অ্যান্ড স্লিম। শুভশ্রী যে রকম পোশাক নির্বাচন করেন, তাঁর মেকআপ প্রতিটি জিনিসই ভীষণ নিঁখুত। কিছুতেই চোখ ফেরানো যায় না। শাড়ি হোক বা গাউন কিংবা ওয়েস্টার্ন ড্রেস- সবেতেি যেন অসাধারণ তিনি। ফ্যাশন, অভিনয় সব দিকেই তিনি নিজেকে সুন্দর করে গ্রুম করেছেন। আবারও শুভশ্রীর ম্যারাটনিটি ফটোশ্যুটের অপেক্ষায় সকলে।
তবে সম্প্রতি শুভশ্রী তাঁর ইনস্টাগ্রামে হলুদ রহের মনোক্রোম্যাটিক আউটফিটে দারুণ কিছু ছবি শেয়ার করেছেন। রাফেল স্লিভের এই লং কুর্তা সেটে অনবদ্য লাগছে তাঁকে। ডিপ নেকের এই কুর্তার সঙ্গে দারুণ একটি ঝুমকো পরেছেন। আর এই দিকে নজর গিয়েছে তাঁর টলিউডের ঘনিষ্ঠ বন্ধুদেরও। হাতে আংটি, মানানসই মেকআপ চোখে টানা কাজল-শুভর থেকে চোখ ফেরায় কার সাধ্যি। তাঁর টিমের সঙ্গেই এই ফটোশ্যুটটি করেছেন তিনি। ডিজাইনার দেবারুণের কালেকশন থেকে এই সুন্দর এমব্রয়ডারি করা কুর্তা সেটটি বেছে নিয়েছেন। কেমন লাগছে নায়িকাকে?