
শীত মানেই পার্টি-আড্ডা আর পিকনিকের মরশুম। এছাড়াও শীত বমানেই জমিয়ে খাওয়া দাওয়া। শীত পড়তেই বাজারে আসতে শুরু করে রঙ বেরঙের সবজি আর ফল। শীত যতই রুক্ষ্ম আর শুকনো হোক না কেন খাবার প্লেট দেখে কিন্তু মোটেই তা মনে হয় না। আবার শীতে বাড়ে রোগ জ্বালা। তাই সেদিক দিয়েও সাবধানে থাকবে হবে। ফ্যাশনের জন্য সেরা সময়ও হল এই শীত।
শাড়ির সঙ্গে লং কোট, বাহারি জ্যাকেট থেকে শুরু করে লং বুট- এই শীতে পরা যায় সব কিছুই। ফ্যাশন নিয়ে অনেক রকম পরীক্ষা-নিরীক্ষার জন্য সেরা সময় এই শীত। আমাদের দেশে মনোরকম আবহাওয়া থাকে মাত্র এই দু-তিনমাস। নিম্নচাপের গেরোয় এখন বছরভর শুধুই বৃষ্টির ভ্রুকুটি। গরম তো আছেই। তাই পছন্দের জর্জেট, ক্রেপ, সিল্ক অধিকাংশ সময়ই বাক্সব্দী হয়ে পড়ে থাকে আলমারিতে। এই সময় নিমন্ত্রণও বেশি থাকে। ফলে সাজগোজেরও দারুণ সুযোগ থাকে।
শীত পড়তেই ত্বকে টান ধরছে, চামড়া শুকিয়ে যাচ্ছে ঠোঁট ফাটছে। চুল পড়া তো রয়েইছে। শীতের এই শুকনো আবহাওয়া যেমন মন খারাপ করিয়ে দেয় তেমনই মনে করিয়ে দেয় অনেক স্মৃতি। তবে তাই বলে শীতের ফ্যাশনের রং যেন ফ্যাকাশে না হয়। দেখে নিন ট্রেন্ডিংয়ে কোন কোন রং রয়েছে এবার শীতের ফ্যাশনে।
ট্রেন্ডিং এ প্রথমেই রয়েছে খয়েরি। লালচে খয়েরি (Brown) এবার রয়েছে একেবারে উপরের দিকে। এ বছরের উইন্টার কালারের (most fashionable colour of winter) এর তকমা পেয়েছে এই রং। আজকাল অনেকেই বেনারসিতে এই রং পছন্দ করছেন। খয়েরিং বিভিন্ন শেডস ও এবার ইন।
টমেটো ক্রিম- ঠিক টমেটোর মত লাল নয়, ক্রিম আর টমেটোর মিশ্রণের এই রং কিন্তু এখন ট্রেন়্ডিং। সোয়েটার জ্যাকেটে খুবই হিট এই রং। এছাড়াও শীতের ফ্যাশনেবল প্যান্টের রঙের মধ্যেও ঠাঁই নিয়েছে টমেটো ক্রিম।
লাল- গত বছরের মত এবারও শীতের হট রং লাল। শীতের দিনে লাল রং বাড়তি উষ্ণতা এনে দেয়। লাল শাড়ি, জ্যাকেট কিংলবা সোয়েটার… সবগুলিই কিন্তু সমান আকর্ষণীয়।
ম্যাজেন্টা- কয়েক বছর ধরেই তালিকায় রয়েছে এই রংটি। এবার শীতেও আছে ম্যাজেন্টা। তবে লালা-এর মত অত রমরমা নয় ম্যাজেন্টার।
সিলভার আর পিংকের চাহিদাও রয়েছে এই বছর শীতের ফ্যাশনে
গোলাপি- গোলাপি রং যেমন মিষ্টি তেমনই চোখেরও আরাম দেয়। ছেলে-মেয়ে নির্বিশেষে সবাইকেই এই হালকা গোলাপি রভে ভালো লাগে। গোলাপির উপর ফ্লোরাল প্রিন্টের পাঞ্জাবি অনেকেই বেছে নিচ্ছেন বিয়েবাড়ির জন্য।
সিলভার– সিলভারের মধ্যে একটা অন্যরকম আভিজাত্য রয়েছে। আজকাল অনেকেই বিয়ের অনুষ্ঠানেও সিলভার বেছে নিচ্ছেন। বিশেষত রিসেপশনে এই রঙের শাড়ি পরছেন। এছাড়াও সিলভার পঞ্চু টপ শীতের ফ্যাশনে ট্রেন্ডিং। সাদা আর সিলভারের কম্বিনেশও কিন্তু দারুণ ফ্যাশনেবল।
গোল্ডেন- গোল্ডেন আর গোল্ডেনের বিভিন্ন শেড গত বছর থেকেই বেশ ইন শীতের ফ্যাশনে। গোল্ডেন পীচ, গোল্ডেন পিংক এসব রঙের চাহিদা এবছরও রয়েছে। বিশেষত জ্যাকেটে ভীষণ চলছে এই গোল্ডেনের শেড।