দীর্ঘদিন টিআরপি তালিকায় নিজের স্থান ধরে রাখার পর অবশেষে দর্শকমহল থেকে বিদায় ধুলোকণার। ১২ ডিসেম্বর ধূলোকণার শেষ পর্ব সম্প্রচারিত হয়েছে। ৫০০ পর্ব পেরিয়ে শেষ হল ধূলোকণা। এই ধারাবাহিক বন্ধের বিষয়ে আগে থেকে অবশ্য তেমন কোনও খবর ছিল না কলাকুশলীদের কাছে। এমন খবরে প্রথমে তাঁরাও হতবাক হয়েছিলেন। ফুলঝুরির সঙ্গে লালনের তীব্র ঝগড়া ঝামেলা দিয়েই শুরু এই সিরিয়ালের। এরপর লালন আর ফুলঝুরির প্রেমই দর্শকের কাছে হয়ে ওঠে আকষর্ণের কেন্দ্রবিন্দু। তবে অন্তিম পর্বে এসে ফের দূরে চলে যায় লালন আর ফুলঝুরি। মধ্যিখানে অবশ্য লাল আর ফুলঝুরির অশান্তিতে দর্শকরাও খেপে গিয়েছিলেন। ন্যারা সিরিয়াল, এসব হয় নাকি এমন সব মন্তব্যও করেছিলেন। তবে সিরিয়াল শেষ হওয়ার পর থেকে ফুলঝুরিকে ড্রইং রুমে মিস করছেন দর্শকরা।
টেলিভিশন দিয়েই যাত্রা শুরু ফুলঝুরি মানালি দের। দর্শকমহলে আগে তিনি পরিচিত ছিলেন মৌরি হিসেবেই। এরপর একাধিক চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। মধ্যিখানে বড় পর্দায় দুটো সিনেমায় অভিনয় করলেও মানালি আবারও ফিরে এসেছেন তাঁর ঘর ছোটপর্দায়। মানালি বরাবরই খুব সাধারণ। তাঁর সাজ-গোজও খুবই সাধারণ। সাবেকি সাজ যে তাঁর বিশেষ পছন্দের তা বোঝা যায় মানালির ছবি দেখলেই।
যদিও দর্শক ধূলোকণায় তাঁকে একেবারে অন্যরূপে দেখেছেন। চুলে বেণী, সালোয়ার- সব সময় মুখ চলছে। তাঁর প্রথম সিরিয়াল ‘বউ কথা কউ’। এই সিরিয়ালের মৌৈরি চরিত্রটি তাঁকে বিশেষ জনপ্রিয়তা দিয়েছিল। গ্রামের মেয়ে মৌরির প্রেমে মজেছিলেন দর্শক। মৌরির চরিত্র ছিল দর্শকের খুবই কাছের। এরপর নকশী কাঁথায় মানালির অভিনীত শবনম চরিত্রটি ছিল দর্শকদের খুব কাছের। এই ধূলোকণায় এসে দর্শক যেন ফিরে পেয়েছিলেন আবার আগের সেই মৌরিকেই। ধীরে ধীরে ফুলঝুরিও জায়গা করে নে, দর্শকের মনে। এখানেও খোঁপা করা, ফুল দেওয়া শাড়ি পরা লুকেই দেখা গিয়েছে ফুলঝুরিকে। লালনের সঙ্গে বিয়ের বেশ কিছুদিন পর ফুলঝুরির লুকেও পরিবর্তন আসে। একটা সময় পর লালনের সঙ্গে পাল্লা দিয়ে ফুলঝুরিও গায়িকা হয়ে ওঠে। সেই সময় ফুলঝুরির প্রতিটি শাড়ি, সাজ দারুণ রুচির পরিচয় দেয়। পরবর্তীতে তাঁকে এই সিরিয়ালে দেখানো হয়েছে একটু রেট্রো লুকে। সেমি পালাজো প্যান্টের সঙ্গে কলার দেওয়া অ্যাসেমিট্রিক কাটের কুর্তিতেও খুব সুন্দর নজর কেড়েছেন তিনি। মফফসলের মেয়েদের কাছে খুবই জনপ্রিয় তাঁর সব লুক। আপনিও দেখেছেন কি?