সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে ফ্যাশনের এক বিশেষ মঞ্চ হিসেবে ব্যবহার করছেন সেলেব্রিটি থেকে সাধারণরা। কারণ অনলাইনে হিট হলেই যে কোনও মানুষই এখন সুপারহিট সিনেমার মত খেতাব পেয়ে যাচ্ছেন। সম্প্রতি সোশ্যাল প্ল্যাটফর্মে ফ্যাশনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে সাড়া ফেলে দিয়েছেন ভূমি পেদনেকার। প্যাস্টেল ব্রাউন শেডের একটি ব্র্যালেট ও স্কার্ট পরে ইন্টারনেটে আগুন ঝরিয়েছেন এই দুরন্ত অভিনত্রী। তাঁর এই স্টাইলিশ ও বোল্ড ফ্যাশনে বোল্ট হয়ে গিয়েছেন ভক্তরা। ইন্সটাতে ছবি পোস্ট করার পরই মন্তব্য করেছেন তাহিরা কাশ্যপ. পত্রলেখা, টিসকা চোপড়া থেকে শুরু আরও বলিউডের সেলিব্রিটিরা।
দেশজুড়ে ওমিক্রনের দাপটের মধ্যে গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে একটি ফটো ইন্সটাতে পোস্ট করেছেন পতি পত্নী অউর ওহ সিনেমার নায়িকা। ছবির ক্যাপশনে ব্যবহার করেছেন গুলাম সিনেমার আমির খান ও রানি মুখোপাধ্য়ায়ের সুপারহিট গান আতি ক্যায় খাণ্ডালা গানের স্টাইল। এই কঠিন পরিস্থিতিতে মানুষকে নিরাপদে থাকতে ও অবশ্যই মাস্ক ব্যবহার করতে অনুরোধ জানিয়েছেন।
অ্যাই ক্যায় বলি তু! অ্যায় ক্যায় ম্যায় বলু! মুখোশ পেহনো, সেফ রাহো!
বরনা ঘুমেঙ্গে, ফিরঙ্গে, নাচেঙ্গে, গায়েঙ্গে না অ্যাশ করেঙ্গে অর ক্যায়! ছবির ক্যাপশনে এমনটাই লিখেছেন ভূমি। তবে ছবির সঙ্গে করোনাভাইরাসের কোনও ভূমিকা নেই। তা তিনি নিজের ফ্যাশন স্টেটমেন্ট হিসেবেই পোস্ট করেছেন। ব্রাউন শেডের ব্র্যালেট পরে আপাতত সোশ্যাল মিডিয়ায় আগুন ঝরিয়ে ফেলেছেন তিনি। ডিপ নেকলাইন ও মিডরিফ-বারিং ক্রপডের এই আউটফিটটি বেশ মানিয়েছে ভূমিকে। সঙ্গে মানানসই ন্যুড বাদামি রঙের স্কার্ট পরেছেন তিনি। গায়ে দিয়েছেন মানানসই চকোলেট ব্লাউন ক্রপড শ্রাগ। যাতে পুরো স্টাইলটাই বেশ হট লুক রয়েছে।
এবার আসা যায়ক মেকআপে। ঢেউ খেলানো হেয়ারস্টাইল, ন্যুড বাদামি লিপশেড, স্মোকি আইশ্যাডো, কাজলরেখা চোখ, ব্লাশিং গাল আর সঠিক কনট্যুরের ছোঁয়ায় লুক আরও বোল্ড হয়ে উঠেছে।
এই ছবিটি পোস্ট করার পর এক লাখেরও বেসি লাইক ও বেশ কয়েকটি মন্তব্য পড়েছে। তাঁর এই নয়া অবতারের লুককে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বলি ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন তারকাও।
আরও পড়ুন: