AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bipasha Basu: সোশ্যাল মিডিয়ায় উজ্জ্বল এবার বিপাশা বসু! অসাধারণ ফ্যাশন স্টেটমেন্টে মন ভরালেন ভক্তদের

ব্ল্যাক গ্ল্যামারাস লেডির সৌন্দর্য ও ফ্যাশন স্টেটমেন্ট সকলেরই নজর কাড়ে। কথা বলছি বলিউডের সফল মডেল-অভিনেত্রী বিপাশা বসুর কথা।

Bipasha Basu: সোশ্যাল মিডিয়ায় উজ্জ্বল এবার বিপাশা বসু! অসাধারণ ফ্যাশন স্টেটমেন্টে মন ভরালেন ভক্তদের
বিপাশা বসু
| Edited By: | Updated on: Sep 22, 2021 | 9:41 AM
Share

পর্দায় প্রায় দেখাই যায় না তাঁকে। কিন্তু ফ্যাশন দুনিয়ায় তিনি বরাবর চর্চিত। ব্ল্যাক গ্ল্যামারাস লেডির সৌন্দর্য ও ফ্যাশন স্টেটমেন্ট সকলেরই নজর কাড়ে। কথা বলছি বলিউডের সফল মডেল-অভিনেত্রী বিপাশা বসুর কথা।

সিনেমার পর্দায় বোল্ড -হট ও স্টাইলিশ পোশাকের জন্য বেশ সুনাম ছিল এই বাঙালি কন্যার। সম্প্রতি রাজধানীতে একটি ইভেন্টের জন্য তাঁকে সুন্দর ভারতীয় পোশাকে ধরা গিয়েছে। Eeshaa Amiin-এর স্টাইল করা পোশাক পরেছিলেন তিনি। উজ্জ্বল কমলা ও গোলাপির মিশ্রণে মিলার জ্যাকেট, সঙ্গে একটি কলার দেওয়া পোশাক বেছে নিয়েছিলেন তিনি। বোহো চিক স্টাইলের অসাধারণ ড্রেসের সঙ্গে মানানসই সিলভার নেকপিস ও চাঙ্কি ব্যাঙ্গেলস পরেছিলেন। হেয়ার স্টাইলে হালকা কার্লের টাচে মোহময়ী বিপাশা আপাতত সোশ্যাল প্ল্যাটফর্মে সকলের নজর কেড়েছেন। দীর্ঘ সময়ের পর ফের নিজের ছন্দে ফিরে এসে খুশি ফ্যানরা।

View this post on Instagram

A post shared by Eshaa Amiin (@eshaamiin1)

সম্প্রতি ইন্সটাগ্রামে সেই ফ্য়াশন স্টেটমেন্টের নানান ঝলক শেয়ার করেছেন।

শুধু ওই ইভেন্টের নয়, নানা অনুষ্ঠানে নিজের স্টাইল ও ফ্যাশনেবল পোশাক নিয়ে ছবি শেয়ার করেছেন তিনি।

আরও পড়ুন: Pooja Hegde: বিয়ের জন্য স্টাইলিশ লুকের জন্য পূজার ম্যাঙ্গো লিফ শাড়ি পারফেক্ট!