
বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় চর্চায় স্বস্তিকা-শোভনের সম্পর্ক। যদিও তাঁরা নিজেরা কোনওদিনই সম্পর্ক নিয়ে বিশেষ মুখ খোলেননি। সোশ্যাল মিডিয়ায় তাঁদের নিজেদের দিকে তির্যক মন্তব্যে অনেকেই আঁচ করতে পেরেছিলেন যে সবকিছু আর আগের মত নেই। জন্মদিনের সকালে স্বস্তিকা নিজেই জানালেন যে ‘হ্যাপি নোটে’ই তাঁরা এই সম্পর্কে ইতি টেনেছেন। সম্পর্কে ইতি টানলেও স্বস্তিকার শাড়ি প্রেম এখনও অটুট। সোশ্যাল মিডিয়াতে প্রায়শই নিজের বিভিন্ন ফটোশ্যুটের ছবি শেয়ার করেন তিনি। ওয়েস্টার্নের সঙ্গে ইন্ডিয়ানও থাকে। তবে স্বস্তিকাকে সবচেয়ে বেশি ভাল লাগে শাড়িতে। শাড়ি নিয়ে তিনি নানা এক্সপেরিমেন্টও করে থাকেন। কখনও জিন্সের সঙ্গে শাড়ি পরেন, কখনও শাড়ির সঙ্গে বেল্ট এছাড়াও ব্লাউজ নিয়ে নানা এক্সপেরিমেন্টও করেন স্বস্তিকা। জন্মদিনটা এবার তিনি মা-বাবার সঙ্গে বাড়িতেই কাটাবেন।
আর তাই জন্মদিনে রইল স্বস্তিকার কিছু প্রিয় শাড়ি লুক। সিরিয়াল শেষ হয়েছে বেশ কয়েক বছর আগেই তবুও রাধিকাকে কিন্তু ভোলেননি দর্শক। সেই সিরিয়ালেও শাড়ির ডিজাইনার হিসেবেই দেখা গিয়েছিল স্বস্তিকাকে। ক্রপ টপ দিয়ে শাড়ি অনেকদিনই ইন। স্বস্তিকা এবার শাড়ি পরলেন রিপড জিন্স আর ক্রপ টপ দিয়ে। ডিজিটাল প্রিন্টের একটি শাড়ি দারুণ স্টাইল করে ড্রেপ করলেন তিনি। চোখে হলুদ সানগ্লাস, পায়ে বুট। একহাতে চুড়ি, অন্য হাতে আংটি আর হলুদ সানগ্লাস। এই লুকে খুব সুন্দর দেখতে লাগছে স্বস্তিকাকে। ইন্দোওয়েস্টার্ন কায়দায় শাড়ি এখন অনেক মেয়েই পরেন। ফিউশন এই সব শাড়ি রাতের পার্টিতে বেশ লাগে।
শাড়িতে আর ডিপ ভি কাটের ব্লাউজে বেশ কিছু সাহসী লুকও রয়েছে স্বস্তিকার। ভেলভেটের ডিপ ভি নেক ব্লাউজের সঙ্গে ট্রান্সপারেন্ট শাড়ি পরেছেন স্বস্তিকা। একেবারে সরু পাড়ের ডিজাইনার এই শাড়ির সঙ্গে মাঝে পার্টিং করে বিনুনি খোঁপা করেছেন স্বস্তিকা। যেমনটা দেখা যেন সাতের দশকের নায়িকাদের। এই লুকে যেমন ক্লাসি টাচ রয়েছে তেমনই একেবারে আধুনিকতার ছোঁয়াও রয়েছে। এর সঙ্গে মেকআপও কিন্তু একেবারে যথাযথ।
স্বস্তিকা আগের থেকে বেশ খানিকটা ওজন কমিয়েছেন। তাঁর লুকে পুরনো দিনের নায়িকাদের একটা সুন্দর ছাপ রয়েছে। গাঢ় সবুজ ভেলভেটের শাড়ির সঙ্গে মসলিনের একটি শাড়ি পরেছেন তিনি। আর শাড়ির সঙ্গে মাথায় টেনে খোঁপা করে গোলাপ ফুল দিয়েছেন। চোখে টানা কাজল। সব মিলিয়ে মোটেও চোখ সরছেনা তাঁর থেকে। স্বস্তিকার ইনস্টাগ্রামে একবার ঢুঁ মারলে তাঁর শাড়ি প্রেমে মন গলতে বাধ্য আপনারও।