কাছেপিঠে টয়লেট নেই! এই নয়া ডিজাইনের জিনসে কাজ সারলে চাপমুক্ত হবেন দ্রুত

Jun 09, 2021 | 5:59 PM

২০২১ সালে যত অদ্ভূত-বিচিত্র পোশাকের প্রকাশ ঘটছে। বিচিত্র ফ্যাশানের জন্য এ বছর সোশ্যাল মিডিয়ায় বহু ভিডিয়ো ভাইরাল হয়েছে। এমনকি এমন এমন ডিজাইনের পোশাক সামনে এসেছে, যা আন্তর্জাতিক ডিজাইনারদেরও হার মানিয়েছে।

কাছেপিঠে টয়লেট নেই! এই নয়া ডিজাইনের জিনসে কাজ সারলে চাপমুক্ত হবেন দ্রুত
প্রতীকী ছবি

Follow Us

এ বছরের সবচেয়ে নতূনত্ব কী?যদি আপনি বিচিত্র ফ্যাশানের দিকেঝোঁক দেন, তাহলে এই একটি জিনস আপনি কেনার চেষ্টা করবেনই ।

ডেনিমপ্রেমীদের জন্য এই পোশাক খুবই প্রিয় ও জনপ্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। নয়া ট্রেন্ড হিসেবে ইন্টারনেটে এখন ঝড় তুলেছে ওয়েট ডেনিম! নোংরা জিনস, ছেঁড়া জিনস তো দেখা যায়, কিন্ত জল শুষে নেবে এমন ডেনিম, সত্যিই অবিশ্বাস্য!

আ্তর্জাতিক ডেনিম ব্যান্ড এমনই একটা জিনস ডিজাইন করেছে, যা প্রাকৃতিক কৃতকর্মকে অনায়াসে শোষণ করে নেবে। তার জন্য ন্যাচারাল ওয়েট স্পটও চিহ্নিত করা হয়েছে। বাইরে বেরিয়ে ধারেকাছে কোনও ওয়াশরুম না খুঁজে পেলে প্যান্টের মধ্যেই কৃতকর্ম সারলে, তাতে প্যান্ট ভিজলেও, আপনার কখনও ভিজে বলে মনে হবে না। ওয়েট প্যান্টস ডেনিম ব্র্যান্ডের ওয়েবসাইটে এই বিচিত্র জিন্স সম্পর্কে আলোচনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, এই প্যান্ট সর্বজনীন নয়। একমাত্র যাঁদের সত্যিকারের ইউরিনারি ইনকনটিনেন্স রয়েছে, তাঁরা যাতে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে না পড়েন, তাঁদের জন্যই এই দুর্দান্ত ওঅভিনব জিন্স ডিজাইন করা হয়েছে।

সংস্থার সিইও ইন্সটাগ্রামে পণ্যের বিজ্ঞাপনের জন্য একটি নয়া ট্রেন্ড ধরার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন। শহর ও শহরাঞ্চলে বহু প্রবীণের মনে এখনও ফ্যাশান চেতনা বিদ্যমান। তাঁদের জন্যই অনলাইনে এই বিশেষ জিন্স বিক্রি করার কথা ভাবা হয়েছে।

আরও পড়ুন: মরসুমের নয়া ট্রেন্ড, ওয়ার্ক ফ্রম হোমেতেও দারুণ হিট ওভারসাইজড ডেনিম!

Next Article