মরসুমের নয়া ট্রেন্ড, ওয়ার্ক ফ্রম হোমেতেও দারুণ হিট ওভারসাইজড ডেনিম!
লুকের পার্থক্য থাকলেও, স্টাইলিশও বটে। নরম ফেব্রিক কিন্তু শরীরের সঙ্গে ফিট নয়,এমন পোশাকে মজেছে এখনকার প্রজন্ম।
গরমে যত হালকা সুতির পোশাক পরা সম্ভব, তত স্বাস্থ্য ও ত্বকের জন্য বেশি ভাল। তাই ঢিলেঢালা পোশাকের উপর বেশি ট্রেন্ড দেখা গিয়েছে এবছর। যে পোশাকে স্বাচ্ছন্দ্য ও আরামদায়ক, সেই পোশাককেই বেছে নিতে প্রস্তুত সেলেব থেকে টিনেজাররা। তাতে লুকের পার্থক্য থাকলেও, স্টাইলিশও বটে। নরম ফেব্রিক কিন্তু শরীরের সঙ্গে ফিট নয়,এমন পোশাকে মজেছে এখনকার প্রজন্ম।
করোনার জেরে এখন ঘরবন্দি মানুষ। তাই বাইরের থেকে অনলাইন ক্লাস বা অফিসের মিটিংয়ের জন্য সবকিছু বাড়ি থেকেই করতে হচ্ছে। তাই ওয়ার্ক ফ্রম হোমের কারণে মানুষ ঢিলেঢালা ও আরামদায়ক পোশাক পরতে বেশি পছন্দ করছেন। মহিলা ও পুরুষ উভয়েই এখন লুজ পিটে মজেছে। ওভারসাইজড ডেনিমের জ্যাকেট বা জিনস এখন নয়া ট্রেন্ড।
আরও পড়ুন: পোশাকের সঙ্গে ম্যাচিং হেয়ার ক্লিপ! নয়া ট্রেন্ডে মজেছে সেলেব থেকে নয়া প্রজন্ম
স্বাচ্ছন্দ্যের জন্য গ্রাহকরা এখন এমন পোশাকের উপরই বেশি ঝুঁকছেন। গ্রসারি কিনতে বা দোকানে সামান্য কেনাকাটা বা ব্যাঙ্কে যাওয়া ছাড়া মানুষে বাইরে বের হচ্ছেন কম। মহিলারা পছন্দ করছেন বুট কাট জিনস। লুজার ফিট এই ধরনের ফুল লেন্থ জিনস বা ট্রাউজারের সঙ্গে যে কোনও উজ্জ্বল রঙের শার্ট বা টিশার্ট পরতে পারেন।
যদি এখনও আপনার ওয়ারড্রোবে এই ওভারসাইডড জিন্স বা জ্যাকেট না থাকে, তাহলে একবার অন্তত ট্রাই করতে পারেন। ঘরোয়া অনুষ্ঠানে আপনার নয়া ট্রেন্ডের আউটপিটে চমকে যাবে সবাই।