আর মাত্র কয়েকটা দিন। অবিশ্বাস্য দামে ক্লিয়ারেন্স সেল চলছে সর্বত্র। শুধু পুরনো জামাকাপড় নয়, নতুন জামাও বিক্রি হচ্ছে এই সেলে। গরমের দিনে যত হালকা পোশাক হয় ততই ভাল। কারণ এই সময় ঘাম খুব বেশি হয়। আর বাইরে বেশিক্ষণ থাকতে হলে তখন আরামদায়ক পোশাকই ভাল। চৈত্র সেলে সবচাইতে বেশি বিক্রি হয় সুতির কুর্তি, জামা, পালাজো, বিভিন্ন প্যান্ট, সুতির স্লিভলেস টপ, বেডশিট, সুতির ছাপা শাড়ি, পাঞ্জাবি, টি-শার্ট, শার্ট এই সব। গরমের দিনে রোজ জামাকাপড় কাচতে হয় বলে একটু বেশিই কাপড়জামার প্রয়োজন হয়। আর তাই এই সেলের বাজারে কিনে রাখাই ভাল। এছাড়াও চৈত্র সেলে যে জামে পোশাক পাওয়া যায় বছরের অন্য কোনও সময় তা পাওয়া যায় না। যে কারণে পুজোর শপিংও অনেকেই চৈত্র সেরে করে রাখেন।
আজকাল সব মেয়েই কাজের প্রয়োজনে বাড়ির বাইরে বেরোন। শাড়ি অধিকাংশই পরেন না। ফলে জিন্সই তাঁদের ভরসা। এবার গরমের দিনে জিন্স একটানা পরে থাকতে খুব কষ্ট হয়। ঘাম বেশি হয়। তাই গরমের দিনে সুতির ট্রাউজার্স, পালাজো, সিগারেট প্যান্ট এসব অনেকেই পরেন। সুতির কুর্তার সঙ্গে এই সব প্যান্ট দেখতেও বেশ ভাল লাগে। এখন আলাদা করে কুর্তি আর লেগিংস কিনতে হয় না। সেটেই তা পাওয়া যায়। পয়লা বৈশাখের দিন পরার জন্য নিজের জন্য এমন এক-দু সেট জামা কিনে রাখতেই পারেন। এছাড়াও উপহার হিসেবে তা দিতে পারেন। দেখে নিন কলকাতার কোন মার্কেটে আপনি পাবেন এই কুর্তির সেট।
কলকাতার দক্ষিণাপণে সবচাইতে ভাল কুর্তির সেট পাবেন। আর সুতির এই কুর্তির দাম পড়বে মাত্র ৫০০ টাকা। অর্থাৎ ৫০০ টাকাতেই পেয়ে যাবেন কুর্তি আর পালাজো। এর চাইতে বেশি দামেও পাবেন। তবে সর্বোচ্চ দাম ৯০০ টাকা। গড়িয়াহাটের বেশ কিছু দোকানেও পেয়ে যাবেন এমন সেট। এরপর সোজা চলে যান বড়বাজারে। খুব ভাল কালেকশন পাবেন এখানে। দামও কিন্তু বেশ কম। ২৫০ টাকার মধ্যেও তা পেয়ে যাবেন। উত্তর কলকাতায় হাতিবাগান, উত্তরা মার্কেট, শ্যামবাজারেও কিন্তু রয়েছে এমন কুর্তি সেটের প্রচুর কালেকশন। কম দামে পছন্দসই কুর্তি সেট কিনতে অবশ্যই একবার ঘুরে আসুন এই উত্তরা মার্কেট থেকে। সেই সঙ্গে পেয়ে যাবেন পছন্দের দুল, ব্যাগও। হাতে মাত্র ৪ দিন। চৈত্র সেলের কেনাকাটা সেরে ফেলুন এখনই।