
পুজোয় পছন্দসই শাড়ি, সালোয়ারের সঙ্গে ব্যাগ, জুতো, গয়না তো কিনতেই হবে। আর শাড়ি-গয়না যে মেয়েদের দুর্বলতা তা তো সকলেই জানেন। যতই থাকুক না কেন আরও চাই। এই শাড়ি, গয়না উপহার পেলেও মেয়েরা ভীষণ খুশি হয়ে যায়। এক একটা শাড়ির সঙ্গে, এক একটা জামার সঙ্গে এক এক রকমের গয়না পরা চাই। সব সময় তো সবার পক্ষে সোনার গয়না পরা সম্ভব নয়। আর তাই অক্সিডাইজ, এডি, স্টোন সেটিং গয়না, ইমিটেশন-সহ একাধিক ফ্যান্সি গয়না বেছে নেন অনেকেই। ঝুমকো দুল থেকে শুরু করে চোকার এসব বেশ চলছে। যদিও বরাবরই এসব ফ্যাশনে ইন থাকে। হ্যান্ডলুমের শাড়ির সঙ্গে অক্সিডাইজের ঝুমকা খুব সুন্দর লাগে। অন্যদিকে সিলভারের চেন, স্টোনসেটিং দুল এসব দেখতেও বেশ ভাল লাগে। এখন আবার অনেকে হাতেও গয়না বানান। আর তাই অনলাইন থেকে দোকান সর্বত্রই পেয়ে যাবেন মনের মত গয়না।
একটা শাড়ি কেনা হলে সঙ্গে সঙ্গেই বেরিয়ে যে কোনও একটা পছন্দের গয়না কেনা হয়ে যায়। দক্ষিণাপন, গড়িয়াহাট, হাতিবাগান-সর্বত্রই শাড়ির দোকানের পাশে রয়েছে হার, দুলের দোকান। পুজোয় এই গয়নাগাটি কিনতে গিয়েও অন্তত হাজার টাকা খরচ হয়েই যায়। এছাড়াও পুজো মানেই উপহার বিনিময়। সারা বছর বিয়ে, জন্মদিনে যতই উপহার আদান-প্রদান হোক না কেন পুজোর সময় এই উপহার দেওয়ার মধ্যে অন্যরকম একটা মজা থাকে। নিকটাত্মীয়কে সকলেই কিছু না কিছু উপহার দেন। সেই তালিকায় থাকে এই গয়নাও। এবার অবিশ্বাস্য কম দামে এই সব গয়না কিনে নিন কলকাতার এই দোকান থেকে। দাম শুনলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন।
বড়বাজারের ত্রিপল পট্টিতে রয়েছে নিউ কোলকাতা জুয়েলারি, ভিখারাম চাঁদমলের যে বড় মিষ্টির দোকান রয়েছে তার উপরে রয়েছে এই দোকানটি। পছন্দের হেয়ার অ্যাকসেসরিজ থেকে শুরু করে কানের দুল, হার সবই পেয়ে যাবেন এখানে। কানের দুল পাবেন মাত্র ১ টাকায়, স্টোনসেটিং হার-দুল পেয়ে যাবেন ১০ টাকায়। শুনতে অবাক লাগছে? এখানে হোলসেলে মাল কিনতে হবে। একপিস বা দু পিস নিলে হবে না। যাঁরা ব্যবসা শুরু করতে চাইছেন বা যাঁরা কোথাও কাউকে উপহার দিতে চান তাঁরা অবশ্যই নিয়ে যান এখান থেকে। অনলাইনে কিনতে হলে মিনিমাম ৫ হাজার টাকার জিনিস কিনতেই হবে। ৪০-৪৫ টাকায় এমন সব চোকার এখানে পাবেন যা অন্য কোথাও পাবেন না। এখানে সর্বোচ্চ গয়নার দাম হল ২৫০ টাকা। আর তাই দেরী না করে এখনই আসুন, ঝটপট গয়না কিনে নিয়ে যান এই দোকান থেকে।