ডিসেম্বরের শহরে শীতের অবস্থা মন্দ নয়। জাঁকিয়ে ঠাণ্ডা এখনও না পড়লেও শীতের অনুভূতি টের পাওয়া যাচ্ছে। আলমারি থেকে পুরনো জ্যাকেট, সোয়েটার, কম্বল সব ইতিমধ্যে নামানো হয়ে গিয়েছে। টুপি, জ্যাকেট, সোয়েটারে ফ্যাশান বছরের এই একটিমাত্র সময়েই হয়। শীতের স্থায়িত্ব আম্াদের রাজ্যে মেরেকেটে ২ মাস। আর তাই হাতে যেটুকু সময় পাওয়া যাচ্ছে সেই সময়টুকুই উপভোগ করুন। সারা বছর এখন প্রচুর ফ্যাশানেবল ড্যাকেট, সোয়েট শার্ট, সোয়েটার এসব পাওয়া যায়। শীতের পোশাকের এই এক জ্বালা। সংখ্যায় কম থাকে। আর রোজ একই পোশাক পরতে মোটেই ইচ্ছে করে না। এদিকে গাদা গাদা টাকা খরচা করে বছরভর তো আর জ্যাকেট, পুলওভার কেনা যায় না! তাই চিন্তা দূর করে শীতের ফ্যাশান হোক সস্তাতেই।
প্রতি বছর সোয়েটার, জ্যাকেটে এক একটা রং থাকে ট্রেন্ডিংয়ে। কয়েক বছর ধরে টানা ফ্যাশানে রয়েছে লং কোট, সোয়েটার জ্যাকেট। শেষ ২ বছরে সেই তালিকায় যুক্ত হয়েছে পঞ্চু। সোয়েট শার্ট, জ্যাকেট , সোয়েটার ক্রপ টপ এসব তো আছেই। শীতকাল মানেই পার্টি, অনুষ্ঠান, নিমন্ত্রণ এসব লেগেই থাকে। এবার এক জামা পরে তো আর রোজ রোজ যাওয়া যায় না। এদিকে সোশ্যাল মিডিয়াতে ছবি দেওয়া তো চাই-চাই। এবার সেই মুশকিল আসান নিয়েই হাজির আমরা। রইল সস্তায় সোয়েটার দোকানের খোঁজ। শহরের আনাচ-কানাচে ঘুরলেই পেয়ে যাবেন মনের মত সব সোয়েটার, জ্যাকেট। আর দাম শুরু মাত্র ১০০ টাকা থেকেই।
কলকাতার অন্যতম ফ্যাশান স্ট্রিট হল এসপ্ল্যানেড। এখানে সারা বছরই নানা কিছু পাওয়া যায়। বলা যায় সারা ভারতের প্রায় সব জায়গায় যা কিছু পাওয়া যায় সেই সব কিছুই মেলে কলকাতাতে। শীত পড়তেই বাজারে হরেক সোয়েটারের পসরা সাজিয়ে এসেছেন ভুটিয়ারা। এসপ্ল্যানেডের মোড়ে মোড়ে বাহারি টুপি, সোয়েটার, জ্যাকেট, প্যান্ট ঝুলছে। দাম শুরু মাত্র ১০০ টাকা থেকে। যদি দরাদরিতে দক্ষ থাকেন তাহলে আরও কম দামেও পেতে পারেন। স্টোল, টুপি, স্কার্ফের দারুণ কিছু কালেকশন পাবেন এই মার্কেটেই।
সস্তায় জ্যাকেট আর স্টাইলিশ পুলওভারে ফ্যাশান করতে চান? তাহলে আপনাকে একবার অবশ্যই আসতে হবে গড়িয়াহাটে। গড়িয়াহাটের দুই পাড়েই রয়েছে প্রচুর দোকান। ভিড় থেকে নিজের পছন্দমতো মণিমুক্তো খুঁজে নিতে পারলেই হল। ৫০০ টাকার মধ্যে পছন্দসই ২ টো জ্যাকেট হবেই।
মেটিয়াবুরুজ, ওয়েলিংটন আর ফ্যান্সি মার্কেটে অনেক পুরনো দোকান রয়েছে। যেখানে প্রতি বছর শীতে একাধিক কালেকশন আসে। আর সেই সব কালেকশনই নজরকাড়া। দেখলে মনে হবে খুব নামী-দামী ব্র্যান্ডের। তবে দাম একেবারে সাধ্যের মধ্যেই। শীত পড়তে শুরু করেছে। দেরি না করে চটপট কিনে আনুন পছন্দের শীতের জামা।