Ishaa Saha: কাঁধখোলা রেট্রো স্টাইল ব্লাউজে মোহময়ী ইশা, লাল শাড়িতে নজর কাড়লেন নেটিজেনদের

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Jun 20, 2023 | 8:51 PM

Ishaa Saha's Styling: এই  লাল হ্যান্ডলুম শাড়ির সঙ্গে তিনি লোকাট টিউব শেপের একটি ব্লাউজ পরেছেন। আর এই ব্লাউজ দিয়েই শা়ড়ির মনোক্রম ভেঙেছেন। শাড়ি তে কোনও নকশা নেই, ব্লাউজও সাদামাটা

Ishaa Saha: কাঁধখোলা রেট্রো স্টাইল ব্লাউজে মোহময়ী ইশা, লাল শাড়িতে নজর কাড়লেন নেটিজেনদের
কেমন লাগছে ইশাকে

Follow Us

কলেজ পড়ুয়া থেকে শুরু করে ২৪-৩৫ বছর বসীদের খুবই মনে ধরে অভিনেত্রী ইশা সাহার স্টাইল। ইশার চোখ, মুখ, এক্সপ্রেশন, পোশাক সিলেকশন সবই ভীষণ রকম ইউনিক। এখনকার কলেজ  পড়ুয়ারা ঠিক এমন পোশাকই পছন্দ করেন। কখনই অতিরিক্ত মেকআপ নয় বরং ছিমছাম লুকই পছন্দ তাঁর। শাড়ি হোক  কিংবা ওয়েস্টার্ন- সলিড বেস অর্থাৎ এক রঙা পোশাকই তাঁর বিশেষ পছন্দের। অনেকেই অভিযোগ করেন এখনকার মেয়েরা শাড়ি পরতে পছন্দ করেন না। তবে ইশা এক্ষেত্র একেবারেই ব্যতিক্রমী। বরং শাড়ি নিয়ে একাধিক এক্সপেরিমেন্ট করেন তিনি। কখনও জিন্সের সঙ্গে কখনও জ্যাকেটের সঙ্গে আবার কখনও মনোক্রোম্যাটিক শাড়িতেও দেখা যায় তাঁকে। তবে ইশার স্টাইলিং বরাবরই ছকভাঙা। শাড়ি-মেকআপ সবই তাক লাগিয়ে দেওয়ার মতো। সম্প্রতি ইশা তাঁর বেশ কিছু ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। আর এখানে তাঁকে দেখা গেল সাধারণ সুতির লাল শাড়িতে। সাধারণ এই শাড়িতে কোনও রকম গয়না ছাড়াই অসাধারণ হয়ে উঠেছেন ইশা।

এই  লাল হ্যান্ডলুম শাড়ির সঙ্গে তিনি লোকাট টিউব শেপের একটি ব্লাউজ পরেছেন। আর এই ব্লাউজ দিয়েই শা়ড়ির মনোক্রম ভেঙেছেন। শাড়ি তে কোনও নকশা নেই, ব্লাউজও সাদামাটা। এই শাড়ির সঙ্গে খুব সুন্দর করে তিনি মেকআপ করেছেন।  দারুণ করে এঁকেছেন চোখও। সব মিলিয়ে দেখতে ভারী সুন্দর লাগছে ইশাকে। তাঁর সাজের মধ্যে ফুটে উঠেছে সুন্দর আভিজাত্য। আর ইশা এত সুন্দর করে ক্যামেরায় পোজ দিয়েছেন তাতেই কাত সোশ্যাল মিডিয়ার অনুরাগীরা।

শাড়িটি এত সুন্দর ভাবে ইশা পরেছে যেখানে তার মেদহীন টোনড ফিগারও দারুণ ভাবে ফ্লন্ট হয়েছে। কাজল কালো চোখই ইশাকে যেন আরও বেশি মোহময়ী করে তুলেছে। আর এই শাড়ির সঙ্গে ইশা একটিই মাত্র গয়না পরেছেন। তা হল সেপটাম। এর জন্যই ইসাকে আরও বেশি মিষ্টি লাগছে। স্টাইলিং-এ এই ছোট্ট ছোট্ট ডিটেলিং গুলোর জন্যই ইশার সাজ এত কাছের অষ্টাদশীদের।

Next Article
Recycling And Fashion: মায়ের ফেঁসে যাওয়া সিল্কের শাড়ি ফেলে দেওয়ার আগে একবার ভাবুন, স্কার্ফ-ব্যাগে দিব্যি স্টাইল করতে পারবেন