সময় পেলেই ঘুরতে বেড়িয়ে যান মধুমিতা সরকার। পায়ের তলায় তাঁর সরষে। অধিকাংশ সময় সোলো ট্রাভেলই করেন তিনি। আর পছন্দ হল পাহাড়। এমনিতে বছরভর কড়া ডায়েট আর শরীরচর্চার মধ্যে থাকেন তিনি। ফিটনেসে তাঁর সঙ্গে এঁটে ওঠা বেশ চাপেরই। পাহাড় থেকে পাহাড়ে ট্রেক করতে ভালবাসেন তিনি। কিছুদিন আগেই শেষ হয়েছে চিনি-২ এর কাজ। জাতিস্মর ওয়েব সিরিজেও দেখা গিয়েছে তাঁকে। আপাতত তিনি ছুটির মেজাজে। এবার মাকে সঙ্গে করে গেলেন পাহাড়ে। তিন মাস আগে অবশ্য গোয়া থেকে ঘুরে এসেছেন অভিনেত্রী। আর গোয়া ঘুরতে যাওয়ার বেশ কিছু ছবি-ভিডিয়ো শেয়ার করেছেন তিনি। পাহাড় থেকেও করলেন ছবি পোস্ট। পাহাড়ের ঠিক কোথায় গিয়েছেন তা খোসলা করে বলেননি তিনি। তবে পাহাড়, কুয়াশা, মেঘ আর জঙ্গলে মাখামাখি মধুমিতার প্রতিটি ছবিই অসাধারণ।
ঘুরতে গেলে কখনও ফ্যাশান নিয়ে এক্সপেরিমেন্ট করেন না মধুমিতা। আর এবারও ঠিক তাই হল। সাধারণ জিন্স-়টপেই সারলেন মনসুন ফ্যাশন। বেড়াতে যাওয়া নিজের মনের আনন্দের জন্য। বিশ্রাম, রিলাক্সের জন্য। আর তাই এমন পোশাক পরবেন না যাতে নিজেরই অস্বস্তি হয়। এমন পোশাক বাছুন যাতে আপনি নিজে স্বচ্ছন্দ্য। পাহাড়ে এখন বৃষ্টি সেই সঙ্গে ঠান্ডা তো আছেই। আর তাই এমন পোশাক নেবেন যাতে ঠান্ডা সহজেই আটকানো যায়। মধুমিতাও তাই করেছেন। যেহেতু নায়িকার শরীরে কোথাও মেদের লেশমাত্র নেই তাই ক্রপ টপ, জিন্স আর সোয়েটারেই ফ্যাশন সেরেছেন তিনি। কখনও পিংক জিন্সের সঙ্গে সাদা ক্রপ টপ আবার কখনও জিন্সের সঙ্গে লং কোট- ব্যাস মধুমিতার ফ্যাশন কমপ্লিট। চুল তিনি খোলাই রেখেছেন, পরেননি সামান্য কাজলও। এতেই প্রকৃতির মাঝে খুব ফ্রেশ লাগছে তাঁকে। পাইনের জঙ্গলে অরণ্যের পাখি দেখা দিলেন সাদা রঙের দারুণ একটি স্টাইলিশ সোয়েটারে।
বর্ষার প্রকৃতি এমনিই সুন্দর। আর এমন দিনে কোনও রকম মেকআপ ছাড়াই সুন্দর লাগে দেখতে। শ্রাবণের দিনে মহাকাল পর্বতে গিয়ে পুজোও দিয়েছেন তিনি। সব মিলিয়ে জমজমাট মধুমিতার পাহাড় সফর। আপনিও কি বর্ষায় পাহাড়ে যাচ্ছেন? সঙ্গে ছাতা, রেইনকোট, ভাল জুতো, জ্যাকেট আর জিন্স নিতে কিন্তু ভুলবেন না।