প্রেম-প্রস্তাব প্রথম এসেছিল বর সৌম্য মুখোপাধ্যায়ের তরফে। তারপর অবশ্য হ্যাঁ বলতে বেশ কিছুটা সময় নিয়েছিলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। একত্রে তাঁদের বেশ কয়েকবার দেখা গিয়েছে তারপর। জনসমক্ষে নিজের প্রেমের কথা সন্দীপ্তা শিকার করেন গত বছর জুনে। এরপর দু’জনকে দেখা গিয়েছে কলকাতার একাধিক অনুষ্ঠানে। এরপর তাঁরা দু’জন একসঙ্গে বেড়াতেও গিয়েছেন। পুজোর পর পরই শোনা গিয়েছিল সৌম্য-সন্দীপ্তার বিয়ের কথা। সন্দীপ্তা আগেই জানিয়েছিলেন বিয়র দিন ফুশিয়া পিংক রঙের বেনারসিতে সাবেকি সাজেই তিনি সাজবেন। এনগেজমেন্ট, রিং সেরেমনির দিন পরবেন ডিজাইনার লেহঙ্গা। তেমনটাই হল। ২ ডিসেম্বর সন্দীপ্তা-সৌম্যর বিয়ের অনুষ্ঠান ছিল রূপকথার মত। দক্ষিণ কলকাতার এক বাগানবাড়িতে হয়েছিল এই অনুষ্ঠানের আয়োজন। বিকেলের অনুষ্ঠানে সন্দীপ্তার পরনে সেদিন ছিল প্যাস্টেল শেডের লেহঙ্গা। বাগদান অনুষ্ঠানের পর জমিয়ে নাচা-গানাও করেন তাঁরা।
৬ ডিসেম্বর অভিনেত্রীর বাড়িতেই হয় আইবুড়োভাতের আয়োজন। তার আগে অবশ্য বন্ধু-আত্মীয়দের কাছে অনেক আইবুড়োভাত খেয়েছেন দুজনে। বুধবার বাড়িতে মা-বাবার কাছে পছন্দের খাবারে আইবুড়োভাত খান সন্দীপ্তা। সেদিনও তাঁর পরনে ছিল একেবারে সাদামাটা পিংক রঙের হ্যান্ডলুমের শাড়ি। অন্য কোনও রকম মেকআপও ছিল না। আইবুড়োভাতের অনুষ্ঠানে অনেকেই এখন প্রচুর সাজগোজ করেন, ফুলের গয়না পরেন। অতিরিক্ত সাজ বা খুব বেশি শাড়ি ভাল লাগে না আইবুড়োভাতের অনুষ্ঠানে। একদম হালকা সিল্কের শাড়ি, হ্যান্ডলুমের শাড়ি আইবুড়োভাতের অনুষ্ঠানে দেখতে সবচাইতে বেশি ভাল লাগে। সন্দীপ্তাও তাই করেছেন।
গায়েহলুদের দিন সকালে হলুদ রঙের খুব সাধারণ শিফন শাড়ি পরেছিলেন সন্দীপ্তা। সঙ্গে সিলভার রঙের সিলভার ব্লাউজ। সাবেকি লালচেক গামলায় দারুণ দেখতে লাগছিল তাঁকে। হাতভরে মেহেন্দি নয়, আলতার মত হাতে গোল করে সামান্যই মেহেন্দি পরেছেন সন্দীপ্তা। বিয়ের রাতে অভিষেক রায়ের ডিজাইন করা ফুশিয়া পিংকের বেনারসিতে সেজেছিলেন সন্দীপ্তা। সঙ্গে সাবেকি সোনার গয়না, মাথায় শোলার মুকুট, গোলাপি ওড়না। বৈদিক মতে সৌম্য-সন্দাপ্তার বিয়ে দিলেন নন্দিনী ভৌমিক। তার আগে শুভদৃষ্টি, মালাবদল সবই হয়। একে অপরের কপালে সিঁদুর ছুঁইয়ে সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠান। বেবি পিংক রঙের ধুতি-পাঞ্জাবি পরেছিলেন বর সৌম্য। দুজনের সাজেই ছিল অসম্ভব স্নিগ্ধতা। বিয়ের দিনে এমন সাজেই দেখতে ভাললাগে সকলকে। যত সাধারণ থাকা যায়, যত সাধারণ সাজা যায় তাতেই বেশি খোলতাই হয় সাজ। সামনে যদি আপনারও বিয়ে থাকে তাহলে এভাবে সাজতে পারেন আপনিও।