রিহার্সাল আর অভিনয়ের আবহেই তাঁর বেড়ে ওঠা। রক্তে অভিনয়। ছোট থেকেই মন দিয়ে পড়াশোনা করলেও একরকম জেদের বশেই অভিনয় দুনিয়ায় পা রাখেন অনুষা বিশ্বনাথন। পড়াশোনার পাশাপাশি একাধিক ছবি, ওয়েব সিরিজে কাজ করেছেন। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে অপরাজিত ছবিতে উমার চরিত্রে। কম বয়সেই সাফল্য এসেছে অনুষার ঝুড়িতে। শুধু অভিনয় নয় পড়াশোনাতেও ভীষণ ভাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রী। কাজ, পড়াশোনার পাশাপাশি ইন্সটাগ্রাম তাঁর ‘অবসেশন’। অনুষার নিত্য নতুন ফটোশ্যুটের দেখা মেলে সেই ইন্সটার পাতাতেই। ইয়ং জেনরেশনের মধ্যে বিশেষত কলেজ পড়ুয়াদের মধ্যে তাঁকে নিয়ে উত্তেজনা তুঙ্গে। অনুষার পোশাক, স্টাইল ভীষণই নজর কাড়ে এই স্কুল-কলেজের পড়ুয়াদের।
অনেক কম বয়স থেকেই অভিনয় করছেন অনুষা। ছোট-খাটো চেহারার জন্য বেশিরভাগ ক্ষেত্রে পাশির বাড়ির মেয়ের চরিত্রেই তাঁকে ভাবা হয়েছে। অনুষার অভিনয় রীতিমতো শক্তিশালী। দাদু-বাবার পারিবারিক ঐতিহ্য সসম্মানের সঙ্গে বহন করে চলেছেন তিনি। নিজের এই ভাল মেয়ের ইমেজ ভাঙতেই বোল্ড লুকে ধরা দিলেন অনুষা। ফ্যাশান ফটোগ্রাফার তথাগত ঘোষের লেন্সে পোজ দিলেন তিনি। ফ্রন্ট ওপেন কালো ব্লেজার, লাল লিপস্টিক, খোলা চুল আর উন্মুক্ত বিভাজিকায় বর্ষার দুপুরে উত্তাপ ছড়াচ্ছেন নায়িকা। যদিও খামখেয়ালী আবহাওয়ায় দরদরিয়ে ঘামতে হচ্ছে বর্ষাতেও। অনুষার এই বোল্ড লুক নতুন করে নেশা ধরিয়েছে তরুণ-যুবদের মনে। শুধুমাত্র ছেলেরাই নন, মেয়েরাও তাঁর এই নতুন ফ্যাশান লুকে ‘ক্লিন বোল্ড’।
তথাগতর ক্যামেরায় এর আগেও সাহসী লুকে ধরা দিয়েছেন একাধিক অভিনেত্রী। ইদানিং অনুশার ইন্সটাগ্রাম প্রোফাইলকে নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছেন তথাগত। অনুষার এই শ্যুটের স্টাইলিংও করেছেন তিনি। ব্লেজার, মেকআপ সবই তাঁর পছন্দের। আর অনুশার এই সিরিজের সব ছবিতেই ফিদা নেটিজেনরা। উন্মুক্ত বক্ষ, কালো ইনারলাইন প্যান্টিতে ফ্যাশনিস্তার তকমা সহজেই আদায় করে নিয়েছেন তিনি। তবে এই ফটোশুটটি প্রায় দেড় বছর আগের। কথাসূত্রে জানালেন তথাগত। ফটোগ্রাফার হিসেবে তাঁর পরিচয় তো ছিলই, স্টাইলিং হিসেবে এটি তাঁর দ্বিতীয় কাজ। অনুষার এই স্টাইলিংটিও দারুণ ভাবে ম্যানেজ করেছেন তথাগত। ফ্যাশান ফটোশুট হিসেবে প্রতিটি ছবিই দারুণ নজর কাড়ে ফ্যাশান-সচেতনদের। প্রতিটি ছবির ক্যাপশনেও মন উজাড় করে দিয়েছেন নায়িকা। ‘চোখে চোখ রেখে কথা বলতে তিনি প্রস্তুত, ভুয়ো কোনও কিছুই তাঁর কাছে তুচ্ছ। বরং নিজেকে এই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে আরও সাহসী হতে তিনি এবার পুরোপুরি তৈরি’-এমন বার্তাই রয়েছে তাঁর এই ছবি সিরিজে।
ছবি- তথাগত ঘোষ