AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ishaa Saha: সাদা-কালো মিডি ড্রেসে ট্রেন্ডি ফটোশুট ইশার, পুজোর আড্ডায় এমন পোশাকে কুল লাগবে আপনাকেও

Fashion And Style: ইশার ফ্যাশান বরাবরই ছক ভাঙা। কখনও রিপড জিন্সের সঙ্গে শাড়ি পরেন তো কখনও লং কোটের সঙ্গে

Ishaa Saha: সাদা-কালো মিডি ড্রেসে ট্রেন্ডি ফটোশুট ইশার, পুজোর আড্ডায় এমন পোশাকে কুল লাগবে আপনাকেও
কুল লুকে ইশা
| Edited By: | Updated on: Aug 23, 2022 | 10:13 PM
Share

টলিউডে ফ্যাশানিস্তা খুব কমজনই আছেন। যে কয়েকজন অভিনেত্রী ফ্যাশান নিয়ে ভাবেন কিংবা নিয়মিত ভাবে নিজেকে আপডেটেড রাখেন তাঁদের মধ্যে অন্যতম হলেন ইশা সাহা। ইশার ফ্যানফলোয়িং হলেন টিনএজ মেয়েরা। সোজা বাংলায় বলতে গেলে কলেজ পড়ুয়াদের মধ্যে ইশার ফ্যাশান এবং স্টাইল নিয়ে প্রচুর গবেষণা চলে। সেই সঙ্গে সদ্য যাঁরা কলেজ পাশ করে কর্মজগতে প্রবেশ করেছেন তাঁদেরও পছন্দ ইশার স্টাইল। ওয়েস্টার্ন থেকে ইন্ডিয়ান যে কোনও পোশাকই দারুণ ভাবে ক্যারি করতে পারেন তিনি।

ইশার ফ্যাশান বরাবরই ছক ভাঙা। কখনও রিপড জিন্সের সঙ্গে শাড়ি পরেন তো কখনও লং কোটের সঙ্গে। তাঁর ড্রেস, শাড়ি রঙের মধ্যেও থাকে ভীষণ রকম আভিজাত্য। শর্ট হেয়ার আর ছোট্টখাট্টো ইশার সঙ্গে যা ভীষণ রকম মানানসই।

ফ্লোরাল প্রিন্ট এখন বেশ জনপ্রিয়। আর সেই কথা মাথায় রেখেই কিছুদিন আগে সাদা-কালো ফুলছাপ প্রিন্টের মিড লেন্থের একটি ড্রেস পরেছিলেন ইশা। ফুল স্লিভ সেমি ফ্লেয়ারড হাতা, ডিপ ভি নেক আর সোমরে নট। এই ড্রেসে খুব সিন্দর মানিয়েছে ইশাকে। শরীরের কোথাও বাড়তি মেদ নেই। ফলে ড্রেসের প্লিটটিও দারুণ পড়েছে। নখ রাঙিয়েছেন স্টিল রঙে। গলায় ছোট্ট পেনডেন্ট। সেই সঙ্গে স্টেট শর্ট হেয়ার। ন্যুড আই মেকআপ, ঠোঁটে পেঁয়াজ রঙা লিপস্টিক। সব মিলিয়ে এই সাজে দারুণ মানিয়েছে ইশাকে। এই পোশাকে ইশার ব্যক্তিত্বও স্পষ্ট।

ইশা সম্ভবত এই পোশাকে কোনও একটি নৈশ পার্টিতে গিয়েছিলেন। রাতের পার্টিতে বরাবরই কালো পোশাকের কদর রয়েছে। ইশার এই পোশাকটি যেরকম দেখতে সুন্দর তেমনই যে কোনও অনুষ্ঠানে মানানসই। জন্মাষ্টমী মানেই বাঙালির উৎসবের ঢাকে কাঠি পড়া। এরপর পুজো, গণেশ চতুর্থী, দীপাবলি পরপর সব চলতে থাকে। সঙ্গে জন্মদিন, বিয়েবাড়ি এসব তো লেগেই রয়েছে। অফিস পার্টি কিংবা বন্ধুদের সঙ্গে কোনও আউটিং-এর পরিকল্পনা থাকলে ইশার মত এমন পোশাক বেছে নিতে পারেন আপনিও। যে কোনও চেহারাতেই মানিয়ে যাবে এমন ড্রেস। ফ্রন্ট কাট যদি ডিপ ভি হয়- সেইরকম ড্রেসে যে কোনও কাউকেই দেখতে লাগে ভারি চমৎকার। অফিস থেকে বেরিয়ে সরাসরি যদি কোনও অনুষ্ঠানে যেতে হয় সেখানেও এই জামা গলিয়ে সহজেই চলে যাওয়া যায়। এমন পোশাকের সঙ্গে মেকআপের কোনও রকম ঝক্কি নেই। একেবারে হালকা টাচআপেই লাগে ফ্রেশ। সঙ্গে ফ্যাশানিস্তাও।

পুজো তো হাতে গোনা আর মাত্র কয়েকদিন। নবমীর রাতে কিংবা ষষ্ঠীর সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে গেটটুগেদারে এমন পোশাক বেছে নিতে পারেন আপনিও। এছাড়াও উইকএন্ড ট্রিপে যদি কোথাও যান তাহলে মনের মানুষের সঙ্গে ডিনার ডেটের জন্য এমন পোশাক বাছতে পারেন। কলেজ পড়ুয়া, অতিব্যস্ত কর্মরতাদের এই পোশাক চোখ আর মন থেকেও দেবে দারুণ আরাম।