Kiara-Sidharth: শহর জুড়ে যখন প্রেমের মরশুম, ভালবাসার হলুদে মুহূর্তের উদযাপন সিড-কিয়ারার 

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Feb 15, 2023 | 8:27 AM

Newlywed Kiara And Sidhartha: ভালবাসার মরশুমে হলুদে সোহাগে-আদরে মাখামাখি সিদ্ধার্থ-কিয়ারা...

Kiara-Sidharth: শহর জুড়ে যখন প্রেমের মরশুম, ভালবাসার হলুদে মুহূর্তের উদযাপন সিড-কিয়ারার 
সিড-কিয়ারার প্রাক বিবাহ

Follow Us

বলিউডের যে কোনও বিয়ে মানেই ঠিক যেন সিনেমার সেট। প্রতিটা অনুষ্ঠান, প্রতিটি আচার, পোশাক সবই থাকে নিখুঁত। শুধু নেই ক্যামেরা, লেন্সের হাঁকডাঁক। থিম থাকে, নিজের মত স্ক্রিপ্ট থাকলেও ক্যামেরা-লাইট অ্যাকশন কেউ বলেন না। চারপাশে ঘিরে থাকেন শুধুই প্রিয়জনেরা। আর সবার সঙ্গে থেকেই নিজেদের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত ভাগ করে নেন তাঁরা। গত সপ্তাহেই হলুদ সুতোয় বাঁধা পড়েছেন সিদ্ধার্থ মালহোত্রা-কিয়ারা আডবানি। গোধূলি বেলায় বিয়ে সারলেও ছবি বেশ রাতের দিকেই পোস্ট করেছেন। মুম্বইতে ধুমধাম করে হয়েছে রিসেপশনের অনুষ্ঠানও। মেহেন্দি থেকে গায়েহলুদ- প্রতিটি অনুষ্ঠানই যে ধুমধাম করে হয়েছে তা আগেই শোনা গিয়েছিল কিন্তু কোনও ছবি প্রকাশ্যে আসেনি। অবশেষে প্রেমদিবসে নিজেদের গায়েহলুদের ছবি প্রকাশ্যে আনলেন কিয়ারা।

সোহাগে আদরে মাখামাখি সিড-কিয়ারার গায়ে হলুদের অনুষ্ঠান। একে অন্যকে জড়িয়ে রয়েছেন, হাসছেন। সকালের নরম আলোয় হলুদ পোশাকে সেই সব মুহূর্ত যেন আরও বেশি স্নিগ্ধ। যেখানে ভালবাসায় কোনও খুঁত নেই। মনীশ মালহোত্রা সিড-কিয়ারার বিয়ে উপলক্ষ্যে মোট ১৫০ টি আউটফিট ডিজাইন করেছেন। গায়ে হলুদের জন্য কিয়ারা বেছে নিয়েছিলেন ক্লাসিক অফ-হোয়াইট চিকনকারি লেহঙ্গা, সঙ্গে গোল্ডেন বর্ডার। পুরো লেহঙ্গা জুড়েই মুক্তোর কাজ। রত্নখচিত ব্লাউজও। দামি Swarovski ক্রিস্টাল আর মুক্তোর কাজ রয়েছে ব্লাউজে। হলুদ-গোল্ডেন দোপাট্টাতেও হ্যান্ড এমব্রয়ডারি করা। গয়না হিসেবে পরেছিলেন কুন্দনের ম্যাচিং নেকলেস। কিয়ারার লেহঙ্গা সুন্দর ভাবে তাঁকে পরিয়ে দিয়েছেন বিখ্যাত ড্রেপিং আর্টিস্ট ডলি জৈন। কম যান না সিদ্ধার্থও। বৌয়ের সঙ্গে পাল্লা দিয়েছেন তিনিও। মাস্টার্ড ইয়লো রঙের গলাবন্ধ স্যুট পরেছেন তিনি। সঙ্গে কাশ্মীরী শাল। সিদ্ধার্থরও পোশাকের দায়ভার ছিল মনীশ মালহোত্রার উপর।

মধুমাসের সঙ্গে মিলিয়েই পোশাক ডিজাইন করেছেন মনীশ। আর সেই সব ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে কিয়ারা লিখলেন- ‘প্যায়ার কা রঙ চড়া হ্যায়’ ( ভালবাসার রং ছড়িয়ে পড়ছে চারিদিকে)। ৭ ফেব্রুয়ারি মহাসমারোহে জয়সলমেরের সূর্যগড় দূর্গে বসেছিল রাজকীয় বিয়ের আসর। ধূমধাম করে বিয়ে, রিসেপশনের পর অবশেষে হাতে আসল গায়ে হলুদের ছবি। অন্য সব তারকাদের মতই প্রত্যেকের নজর কেড়েছে সিড-কিয়ারার বিয়ের আউটফিট। প্রেমদিবসেই তাই ভাগ করে নিলেন প্রাক-বিবাহের কিছু ছবি।

Next Article