Madhumita Sarcar: গোলাপি রঙের কোট-প্যান্টে ‘পিঙ্কি পাখি’ মধুমিতা, ‘ছবি পোস্টে দেরি কেন’ প্রশ্ন ফ্যানেদের

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Jun 01, 2023 | 7:14 PM

Co-Ords Fashion: মধুমিতার এই গোলাপি রঙের মনোক্রম ভেঙেছে কোটের বেল্টে। হাউস কোটের স্টাইলে যে নট রয়েছে তাতে দেখতেও বেশ লাগছে। এমন পোশাকের মধ্যে দিয়ে উঁকি দিচ্ছে মধুমিতার ক্লিভেজ

Madhumita Sarcar: গোলাপি রঙের কোট-প্যান্টে পিঙ্কি পাখি মধুমিতা, ছবি পোস্টে দেরি কেন প্রশ্ন ফ্যানেদের
কেমন লাগছে মধুমিতাকে

Follow Us

স্কুলের শেষের দিকে তিনি এন্ট্রি নেন ইন্ডাস্ট্রিতে। এর আগে অবশ্য বেশ কিছুদিন মডেল হিসেবেও কাজ করেছেন।  সিরিয়ালের মাধ্যমেই যাত্রা শুরু। এরপর একের পর এক হিট সিরিয়াল, সিনেমা, ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। দর্শকের খুবই খাছের পাখি। তিনি মধুমিতা সরকার। নিজ অভিনয় গুণেই পাকা জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে। অভিনয় ছাড়াও মধুমিতা ভীষণ রকম ঘুরতে যেতে ভালবাসেন। সময় পেলেই বেরিয়ে পড়েন সোলো ট্রাভেলে। এছাড়াও কঠোর শরীরচর্চা করেন। যে কারণে মধুমিতার শরীরে কোথাও মেদের ছিটেফোঁটাও নেই। বরাবরই চাবুকের মত তিনি সোজা। নিয়মমাফিক শরীরচর্চা, গান শোনা, বই পোড়া, প্রচুর প্রচুর সিনেমা দেখার ফাঁকে একাধিক ফটোশ্যুট করতেও দেখা যায় তাঁকে। আর মধুমিতার হিট অ্যান্ড বোল্ড লুকের জন্য অপেক্ষায় থাকেন ভক্তরা। আর তার প্রমাণ মিলল তাঁর সম্প্রতির এই পোস্ট থেকে।

কো-অর্ডস ( Co-Ords) সেট পরতে ভীষণ ভালবাসেন মধুমিতা। এর আগেও একাধিক এমন পোশাকে দেখা গিয়েছে তাঁকে। এবার গোলাপি রঙের দারুণ একটি কো-অর্ডস সেটে দেখা গেল তাঁকে। গোলাপি রঙের ডিপ ক্লিভেজ কোট আর স্ট্রেট প্যান্টে লেন্সের সামনে মারকাটারি সব পোজ দিলেন তিনি। এই পোশাকের সঙ্গে সিলভারের একটি পয়েন্টেড হিল পরেছেন মধুমিতা আর কানে সিলভার স্টোন সেটিং দুল। সাধারণ সাজ আর তাতেই অসাধারণ লাগছে তাঁকে। বর্তমানে ফ্যাশনে ভীষণ রকম ইন এই কো-্অর্ডস সেট। বিশেষত এয়ারপোর্টে আজকাল মেয়েদের দেখা যাচ্ছে এই কো-অর্ডস সেটে।

মধুমিতার এই গোলাপি রঙের মনোক্রম ভেঙেছে কোটের বেল্টে। হাউস কোটের স্টাইলে যে নট রয়েছে তাতে দেখতেও বেশ লাগছে। এমন পোশাকের মধ্যে দিয়ে উঁকি দিচ্ছে মধুমিতার ক্লিভেজ। সব মিলিয়ে খুবই সুন্দর দেখতে লাগছে তাঁকে। অফিস কিংবা জন্মদিনের পার্টিতে এমন পোশাকে দেখতে খুব ভাল লাগে। আর এমন সাজ পোশাকের সঙ্গে মেকআপও বিশেষ লাগে না। আর তাই পছন্দ হলে মধুমিতার লুক ট্রাই করতে পারেন আপনিও।

Next Article