যতই ওয়েস্টার্ন পছন্দের হোক না কেন সময় বিশেষে শাড়িই প্রথম পছন্দ মিমির। বাড়ির পুজো বা যে কোনও অনুষ্ঠানে শাড়ি পড়তেই তিনি বেশি পছন্দ করেন। নিদেনপক্ষে সালোয়ার। শাড়ির থেকে ভাল পোশাক আর কিছুই হয় না। সম্প্রতি মিমি তাঁর নিজের শাড়ি পরা কিছু ছবি শেয়ার করে এই কথাটিই লিখেছেন। আর শাড়ি লুকে মিমিকে যে খুব সুন্দর লাগছে তা বলাই বাহুল্য। আকাশি রঙের একটি বেনারসি শাড়ি পরেছেন মিমি। শাড়ির পাড়ে রয়েছে সুন্দর কপার জরির কাজ রয়েছে। শাড়ি জুড়ে ছোট ছোট ফুল রয়েছে। রুপোলি জরি আর গোলাপি ফুলে এমন ফুল দেখতে খুব সুন্দর লাগছে। এই ফুলের সঙ্গে মিলিয়েই গোলাপি রঙের থ্রি-কোয়ার্টার হাতা একটি ব্লাউজ পরেছেন। ডিপ নেকের এই ব্লাউজ আর শাড়িতে মিমিকে অপূর্ব দেখতে লাগছে।
একপ্লিট করেই শাড়িটি পরেছেন মিমি। কুঁচি, আঁচলে একই রকম কাজ রয়েছে। মিমির শরীরে কোথাও অতিরিক্ত মেদ নেই। মিষ্টি খেতে খুবই ভালবাসেন ফিটনেস ফ্রিক মিমি। আর তাই কোনওদিন দুটি মিষ্টি বেশি খেলেই একটানা ওয়ার্কআউট করেন। মিমির হাইট, শরীরী গঠনে শাড়িটি ভীষণভাবে তাঁর সঙ্গে জড়িয়ে রয়েছে। যে কারণে দেখতে আরও অপূর্ব লাগছে। এই শাড়ির সঙ্গে সবুজ কুন্দনের গয়না পরেছেন যা শাড়িটিকে আরও বেশি কমপ্লিট করেছে। ভারী কুন্দনের গয়না, কানের দুল, চুলের খোঁপা সব মিলিয়ে খুব সুন্দর লাগছে তাঁকে। যে কোনও পুজো বা বিশেষ অনুষ্ঠানে এমন ভাবে সাজলে যে কোনও কাউকে খুব সুন্দর লাগে দেখতে। মিতান ঘোষের কালেকশন থেকে এই সুন্দর বেনারসিটি বেছে নিয়েছেন মিমি। তাঁর স্টাইলিং করেছেন অভিষেক রায়। মিমির টিমই তাঁকে সুন্দর করে সাজিয়েছেন।
দেশ-বিদেশের ফ্যাশন নখদর্পণে থাকে মিমির। টলিউডে ফ্যাশনিস্তাদের মধ্যে একেবারে উপরের দিকে রয়েছেন মিমি। নিয়মিত ভাবে তাঁর সোশ্যাল মিডিয়াতে ছবিও আপলোড করেন তিনি। মিমি বরাবরই মিনিমাল মেকআপ পছন্দ করেন। ম্যাট ফিনিশের মেকআপে তাঁদে দেখতেও লাগে ভাল। এছাড়াও মিমি যে রঙের পোশাক নির্বাচন করেন তাও খুব সুন্দর। যে কোনও অনুষ্ঠানে এমন শাড়ি গয়নায় সাজতে পারেন আপনিও।