ফ্যাশন নিয়ে নানা রকম এক্সপেরিমেন্ট করতে ভালবাসেন মনামী ঘোষ। কখনও মেটাল, কখনও ওয়েস্টার্ন আবার কখনও চোখ ধাঁধানো শাড়িতে ফ্যানেদের মনোরঞ্জন করতে হাজির হন তিনি। বরাবরই নৃত্যে ভীষণ রকম পারদর্শী মনামী। তাঁর নিজস্ব একটি ইউটিউব চ্যানেলও রয়েছে। সোনে তাঁর জীবনের রোজনামচা থেকে নাচ, ভ্রমণ সবই তুলে ধরেন তিনি। অভিনয়, নাচের পাশাপাশি মনামীর আরও একটি শখ রয়েছে। তা হল ঘুরে বেড়ানো। সময় আর সুযোগ হলেই ব্যাগ প্যাক করে বেরিয়ে পড়েন তিনি। কিছুদিন আগেই জন্মদিন উদযাপন করতে চলে গিয়েছিলেন থাইল্যান্ড। আর এরবার কয়েকদিনের ছুটি মিলতেই উড়ে গেলেন দক্ষিণ কোরিয়াতে। সেখানে গিয়ে মিশে গেলেন তাঁর কিছু কোরিয়ান বন্ধুর সঙ্গে। নাচে-ফ্যাশনে জমজমাট মনামীর কোরিয়া ভ্রমণ।
তাঁর কোরিয়া ভ্রমণের নানা ছবি তুলে ধরেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। সেই ছবি দেখে বেশ কিছুজন যেমন কটাক্ষ করেছেন আবার তেমনই অনেকেই ভরিয়ে দিয়েছেন ভালবাসায়। ফ্যাশান নিয়ে নানা রকম এক্সপেরিমেন্ট করতে ভালবাসেন মনামী। ঘুরতে গেলেও বজায় থাকে সেই প্রথা। কোরিয়াতে ঘুরতে গিয়ে একেবারে কোরিয়ান স্টাইলেই ফ্যাশনে মাতলেন তিনি। ট্রিপ জুড়ে তেমনই কিছু পোশাক বেছে নিয়েছেন মনামী। গত ১৬ বছর ধরে ইন্ডাস্ট্রি, সমাজে একাধিক বদল আসলেও মনামীর চেহারায় তার কোনও প্রভাব পড়েনি। তিনি একই রকম সুন্দরী রয়ে গিয়েছেন। শরীরের কোথাও অতিরিক্ত মেদের চিহ্ন পর্যন্ত নেই। মনামীর শরীরী গঠনের সঙ্গে বেশ খানিকটা মিল রয়েছে কোরিয়ান মেয়েদের। বর্তমানে কোরিয়ার ঝড় বিশ্বজুড়ে। কোরিয়ান সিরিজ, মেকআপ থেকে শুরু করে ডায়েট -মজেছেন এই প্রজন্মের মেয়েরা। আর সেই স্রোতে গা ভাসালেন মনামীও। কোরিয়ায় নতুন বন্ধুদের সঙ্গেই ওলিতে-গলিতে ঘুরে বেড়াচ্ছেন মনামী।
অধিকাংশ ছবিতেই মনামীকে দেখা গিয়েছে খোলা চুলে। কখনও বয়ফ্রেন্ড জিন্স ক্রপ টপ, আবার কখনও ট্র্যাডিশন্যাল কোরিয়ান পোশাকে আবার কখনও কো-অড শর্টসে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। কখনও লম্বা ঝুলের গোলাপি শার্ট, লাল রঙের বডিকন টপের সঙ্গে ডেনিম শর্টস, ডাংরি, সানগ্লাস সব মিলিয়ে জমজমাট মনামীর দক্ষিণ কোরিয়া ট্রিপ। যদি যদি এখনও না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসুন। বেড়াতে গেলে এমন ফ্যাশান করতে পারেন আপনিও।