Paoli Dam: সাদা-কালো শাড়ি আর আলো-আঁধারিতে কবিতা আঁকলেন পাওলি, ছবি দেখে ভালবাসা উজাড় ভক্তদের

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Jul 26, 2023 | 5:21 PM

Monsoon Party Dress: ব়্যাপআপ পার্টিতে পাওলি খুব সুন্দর করে সেজেছিলেন। সাদা-কালো কম্বিনেশনে একটি শাড়ি পরেছিলেন তিনি। সাদা রঙের একটি সিল্ক শাড়ি বেছে নিয়েছিলেন পাওলি। সাদার সঙ্গে কালো ব্রাশের প্রিন্ট আর শাড়ির পাড়-বডিতে কবিতা লেখা

Paoli Dam: সাদা-কালো শাড়ি আর আলো-আঁধারিতে কবিতা আঁকলেন পাওলি, ছবি দেখে ভালবাসা উজাড় ভক্তদের
কেমন লাগছে পাওলিকে

Follow Us

নিজের অভিনয়ের জেরেই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন পাওলি দাম। একটা সময় তাঁর শ্যামবর্ণের জন্য অনেক জায়গা থেকে প্রত্যাখিত হতে হয়েছে। কখনই হাল ছাড়েননি তিনি। বরাবরই অন্য রকমের চরিত্রে দেখা গিয়েছে পাওলিকে। কমলেশ্বর মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘একটু সরে বসুন’-এ দেখা যাবে পাওলিকে। সেই সিনেমার শ্যুটিংও হয়ে গিয়েছে। শ্যুটিং শেষ এর পর যে ব়্যাপআপ পার্টি ছিল সেখানেই পাওলিকে দেখা গেল দারুণ একটি শাড়িতে। ফ্যাশনের ক্ষেত্রে পাওলির প্রথম পছন্দ শাড়ি। আর শাড়ি তিনি নানা কায়দা করে পরতে ভালবাসেন। তবে  পাওলির পছন্দ করা শাড়ি বরাবরই বড় ক্লাসিক।  সেই শাড়ির ডিজাইন, রং সবই সুন্দর হয়। হ্যান্ডলুম বা সিল্কের শাড়িই বেশি রয়েছে তাঁর ওয়ার্ড্রোবে।

ব়্যাপআপ পার্টিতে পাওলি খুব সুন্দর করে সেজেছিলেন। সাদা-কালো কম্বিনেশনে একটি শাড়ি পরেছিলেন তিনি। সাদা রঙের একটি সিল্ক শাড়ি বেছে নিয়েছিলেন পাওলি। সাদার সঙ্গে কালো ব্রাশের প্রিন্ট আর শাড়ির পাড়-বডিতে কবিতা লেখা। কবিগুরুর বেশ কিছু পরিচিত কবিতার লাইন রয়েছে শাড়িতে। এই শাড়ির সঙ্গে একদম সরু স্লিভের কালো রঙের একটি ব্লাউজ পরেছেন তিনি। গলায় অক্সিডাইজের চোকার তার মধ্যে রয়েছে পুঁথির কাজ। চুল খোলা, চোখে গাড় করে কাজল পরেছেন সেই সঙ্গে ছোট্ট একটা কালো টিপ পরতেও কিন্তু ভোলেননি। বরাবরই শাড়ির সঙ্গে টিপ পরেন পাওলি।

এই শাড়িটি পাওলি একপ্লিট করেই পরেছেন। পাওলি লম্বা, তাঁর শরীরে কোথাও মেদের ছিটেফোঁটাও নেই। যে কারণে এই একপ্লিটের শাড়িতে তাঁকে বেশি সুন্দর লাগছে। পাওলি ছবি গুলো তুলেছেন একেবারে আলো আঁধারি পরিবেশে। সব কিছু মিলে মিশে যেন আরও বেশি সুন্দর লাগছে। এই সব ছবি সুন্দর ক্যাপশন দিয়ে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন পাওলি। সবাই ছবিগুলোতে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন। যে কোনও শাড়ি লুকেই পাওলিকে দারুণ লাগে। পাওলির চাহনি আর সাজে পুরনো দিনের নায়িকাদের একটা ছাপ রয়েছে। এই শাড়ি সাজ যেমন স্নিগ্ধ তেমনই আভিজাত্যপূর্ণ। আর তাই কোনও অনুষ্ঠানে যদি শাড়ি পরে যেতে চান তাহলে পাওলির এই টিপস আপনি মেনে চলতে পারেন।

Next Article