Raima Sen: বয়স তো কবেই ৪০ ছাড়িয়েছে, এবার নো-কাজল লুকে তাক লাগালেন রাইসুন্দরী… আপনি ট্রাই করবেন না?

Puja Fashion: সোশ্যাল মিডিয়াতে ভীষণ রকম সক্রিয় না হলেও মাঝে মধ্যে নিজের নানা ছবি তিনি শেয়ার করেন নেট দুনিয়ায়। সেখানে কখনও তাঁকে দেখা যায় শাড়িতে, কখনও সালোয়ারে, কখনও জাম্পস্যুট, ড্রেস- যে কোনও পোশাকে সুন্দরী রাইমা। রাইসুন্দরীকে সেরা লাগে শাড়িতে

Raima Sen: বয়স তো কবেই ৪০ ছাড়িয়েছে, এবার নো-কাজল লুকে তাক লাগালেন রাইসুন্দরী… আপনি ট্রাই করবেন না?
কেমন লাগছে রাইমাকে

| Edited By: রেশমী প্রামাণিক

Sep 26, 2023 | 4:18 PM

ইন্ড্রাস্ট্রিতে কিছু নায়িকা আছেন যাঁদের কোনওদিন বয়স বাড়ে না আর সেই তালিকায় রয়েছেন রাইমা সেনও। অনেক দিন আগেই চল্লিশের কোঠা তিনি পেরিয়ে এসেছেন। টলিউডের Most Eligible Bachelor-দের তালিকায় অনায়াসে ফেলা যায় রাইমা সেনকে। দিদা সুচিত্রা সেনের সঙ্গে অনেকেই মিল খুঁজে পান রাইমার। রাইমারও প্রথম হাতেখড়ি বাংলা সিনেমাতে। এখন অবশ্য চুটিয়ে কাজ করছেন ওটিটি-তে। মধ্যিখানে তিনি বলিউডেও কাজ করেছেন। কাজ করেছেন দক্ষিণের সিনেমাতেও। রাইমার স্টাইল আর পোশাক বরাবরই তাক লাগানো। যে কোনও পোশাকেই তাঁকে দেখতে ভাল লাগে। তা হতে পারে শাড়ি বা অন্য কোনও ওয়েস্টার্ন, কো-অড সেট। তাক লাগিয়ে দিতে রাইমার জুড়ি মেলা ভার। কখনই খুব বেশি মেকআপ করতে দেখা যায় না তাঁকে। খুব সাধারণ মেকআপেই তিনি অসাধারণ হয়ে উঠতে জানেন।

সোশ্যাল মিডিয়াতে ভীষণ রকম সক্রিয় না হলেও মাঝে মধ্যে নিজের নানা ছবি তিনি শেয়ার করেন নেট দুনিয়ায়। সেখানে কখনও তাঁকে দেখা যায় শাড়িতে, কখনও সালোয়ারে, কখনও জাম্পস্যুট, ড্রেস- যে কোনও পোশাকে সুন্দরী রাইমা। রাইসুন্দরীকে সেরা লাগে শাড়িতে। অধিকাংশ সময় তিনি সিল্কের শাড়ি পরতেই দেখা যায় তাঁকে। সম্প্রতি রাইমা তাঁর ইনস্টাগ্রামে দারুণ কিছু ছবি শেয়ার করেছেন আর সেখানে তাঁকে দেখা যাচ্ছে একেবারে নো-মেকআপ লুকে।

চোখে সামান্য কাজলটুকুও নেই। অবশ্য গত বছর ধরেই ট্রেন্ডিং-এ রয়েছে এই কাজল ছাড়া মেকআপ। কালো রঙের লেদার জ্যাকেট আর সাধারণ একটি  প্যান্টে একদম কুল ক্যাজুয়াল লুকে রাইমা। চুল খোলা, সকালের ফ্রেশনেস রয়েছে চোখে মুখে, খুব সাধারণ ভাবেই ছবিটি ক্লিক করেছেন রাইমা। মেকআপের ছিটে ফোঁটাও নেই, লিপস্টিকের ধারপাশ দিয়েও যাননি। কানে ছোট্ট স্টাড ইয়াররিং। আর এতেই যে চোখ ফেরানো যাচ্ছেন না রাই সুন্দরীর থেকে। শরীরে কোথাও অতিরিক্ত মেদের ছিটেফোঁটাও নেই। এখনও একেবারে মিষ্টি একুশের তরুণী। রাইমার ছবি দেখলে আপনিও কোনও ভাবেই বুঝতে পারবেন না যে ৪০ তিনি ইতিমধ্যে পেরিয়ে এসেছেন। নিয়মিত ভাবে কঠোর ডায়েটের মধ্যে থাকেন তিনি, করেন শরীরচর্চাও। ভাল থাকার পাসওয়ার্ড খুঁজে নেন নিজের থেকেই। সব সময় মেকআপ করলেই যে দেখতে ভাল লাগে এরকমটা একেবারেই নয়। একদম হালকা সাজে থাকুন, প্রয়োজনে কাজলটুকু লাগানোরও দরকার নেই আর এতেই লাগবে পরীর মত সুন্দর।