ফ্যাশন নিয়ে এক্সপেরিমেন্ট করতে সকলেই ভালবাসেন। আর ফ্যাশনের মধ্যে কেউ যেমন পোশাক কিনতে ভালবাসেন তেমনই কেউ জুতো কিনতে ভালবাসেন, কেউ ব্যাগ কিনতে আবার কেউ জুয়েলারি কিনতে ভালবাসেন। গয়না মানেই সব সময় সোনা নয়, অনেকেই রুপোর গয়না পছন্দ করেন। কেউ জাঙ্ক জুয়েলারি পছন্দ করেন। এবার অনেকের কাছে ব্যাগ খুব প্রিয়। যেখানেই যান সেখান থেকে ব্যাগ কিনে আনেন। ছোট পার্স হোক বা টোটে ব্যাগ কিংবা স্টাইলিশ ব্যাগ প্যাক সবই থাকে সেই তালিকায়। আর ব্যাগ আমাদের খুবই কাজে লাগে। সুন্দর পোশাক সেজে বাড়ির বাইরে বেরোলেই হয় না। সঙ্গের পার্স, ছাতা, মোবাইল, আর প্রয়োজনীয় জিনিসগুলো রাখার জন্য ব্যাগের প্রয়োজন তো হয়ই। সব পোশাকের সঙ্গে আবার সব রকম ব্যাগ যায় না।
ওয়েস্টার্নের সঙ্গে একরকম, জিন্সের সঙ্গে একরকম, শাড়ির সঙ্গে একরকম – সবক্ষেত্রেই আলাদা আলাদা ব্যাগের প্রয়োজন থাকে। বিশ্বজুড়ে ব্যাগপ্রেমীর সংখ্যা নেহাত কম নয়। সেই মত বিশ্বজোড়া বিলাস বহুল ব্র্যান্ডও রয়েছে। এক একটি ব্যাগের দাম ২০ হাজার টাকা থেকে শুরু করে কয়েক লক্ষণ পর্যন্ত হতে পারে। সব সময় চাইলেই এই দামি ব্র্যান্ডের ব্যাগ কেনা যায় না। আবার যতই প্রিয় হোক না কেন ২ লক্ষ টাকার একটা ব্যাগ কিনতে গেলে অনেকবার ভাবতে হয়। আর তাই চিন্তা নেই, বরং সাধ্যের মধ্যে পছন্দের ব্যাগ কিনে আনুন কলকাতার এই সব মার্কেট থেকে। এতে পছন্দের ব্যাগ পাবেন আর শখও মিটবে। যাঁরা কলেজ পড়ুয়া তাঁরাও যেমন পকেট মানি বাঁচিয়ে কিনতে পারবেন তেমনই যাঁরা কর্মরত তাঁরাও কিনতে পারবেন।
এসপ্ল্যানেড থেকে শুরু করে বিকে মার্কেট, মেট্রো প্লাজা এই সব জায়গায় দারুণ সব ব্যাগ পেয়ে যাবেন। আর একবার দেখলেই এই ব্যাগ আপনার পছন্দ হবেই। Michael Kors, Louis Vuitton থেকে শুরু করে নামী দামী ব্র্যান্ডের ব্যাগ পেয়ে যাবেন একেবারে কম দামে। ৪০ হাজার টাকার ব্যাগ পাবেন মাত্র ৩৫০ টাকায়। সস্তায় পুষ্টিকর হিসেবে এই ব্যাগ খুবই ভাল।