Ushasi Ray: পুজোয় এবার ট্রেন্ডে রয়েছে ইক্কত, দেখুন তো ঊষসীর মতো এমন ড্রেস আপনার পছন্দ কি না!

Ikat Fashion: প্রচুর মানুষ আছেন যাঁরা এখনও পছন্দের ছিট কাপড় কিনে নিজে ডিজাইন দিয়ে দর্জির কাছে জামা বানিয়ে নেয়। সেই সব মেটেরিয়ালের তাকেও এবছর শোভা বাড়াচ্ছে ইক্কত

Ushasi Ray: পুজোয় এবার ট্রেন্ডে রয়েছে ইক্কত, দেখুন তো ঊষসীর মতো এমন ড্রেস আপনার পছন্দ কি না!
ফ্যাশানে ট্রেন্ডিং ইক্কত

| Edited By: রেশমী প্রামাণিক

Sep 08, 2022 | 8:31 PM

গত বছর থেকেই ফ্যাশানে ট্রেন্ডে রয়েছে ইক্কত। এই বছর ইক্কতের ব্যবহার যেন আরও খানিকটা বেড়েছে। ইক্কত শাড়ি তো ছিলই, এবছর পছন্দের তালিকায় রয়েছে ইক্কতের ব্লাউজ, ড্রেস, পালাজো, ফ্লেয়ারড প্যান্ড থেকে শুরু করে বিকিনি। ইক্কতের প্রেমে মজেছেন বলিউডের তারকারাও। ইক্কত ভারতের প্রচুর পুরনো একটি প্রিন্ট। মূলত ইক্কত প্যার্টানের জন্যই এর কদর। ভেষজ রঙে সুতো রাঙিয়ে প্রথমে মাটিতে শুকনো হয়। এরপর তা বোনা হয়। ওয়েফ্ট ইক্কত, ওয়ার্প ইক্কত, কম্পাউন্ড ইক্কত এবং ডাবল ইক্কত এই চার ধরনের বুনোট থাকে। এর মধ্যে ডাবল ইক্কতেরই প্রচলন বেশি। তেলেঙ্গনার এক ছোট গ্রামেই প্রথম তাঁতিরা এই ইক্কত বোনেন। ৩০ বছরেরও বেশি সময় ধরে এই গ্রামের তাঁতি পরিবারেই একমাত্র বোনা হত ইক্কতের সুতো। বর্তমানে বিশ্বজুড়েই কদর ইক্কতের। কিছু জায়গায় তা পচমপল্লী নামেও পরিচিত। তেলেঙ্গানার ঐতিহ্যবাহী শাড়ি এই পচমপল্লী। গুজরাট এবং ওড়িশাও প্রাচীন ইক্কতের বয়ন কেন্দ্র হিসেবে সুপরিচিত।

দোরগোড়ায় পুজো। কেনাকাটায় দোকানে দোকানে উপচে পড়ছে ভিড়। প্রচুর মানুষ আছেন যাঁরা এখনও পছন্দের ছিট কাপড় কিনে নিজে ডিজাইন দিয়ে দর্জির কাছে জামা বানিয়ে নেয়। সেই সব মেটেরিয়ালের তাকেও এবছর শোভা বাড়াচ্ছে ইক্কত। ইক্কত জ্বর থেকে টেলি তারকারাও যে পিছিয়ে নেই সেই ছবি ধরা পড়ে তাঁদের ইন্সটাগ্রাম দেখলেই। কিছুদিন আগেই নীল রঙের অফ শোল্ডার স্লিট গাউনে ছবি পোষ্ট করেছেন অভিনেত্রী ঊষসী রায়। ড্রেসটির ফ্রন্টে রয়েছে বোতামের ডিটেলিং। থ্রি কোয়াটার হাতা, অফ শোল্ডারের সঙ্গে রয়েছে সরু স্ট্র্যাপও। ড্রেসটির ডিজাইন যেমন অভিনব তেমনই স্মার্ট। অভিষেক রয় ( বহুরূপী) -এর  স্পেশ্যাল কালেকশন থেকে এই ড্রেসটি বেছে নিয়েছেন। ইক্কতের এই ড্রেসটির সঙ্গে মানানসই মেকআপও করেছেন তিনি। ব্যাক ব্রাশ করে পনিটেল করেছেন, কানে স্টাড ইয়ার রিং। ঠোঁটে ম্যাট লিপস্টিক। আই মেকআপও খুব জাঁকজমক নয়। সাধারণ লাইনারেই কাজ সেরেছেন।

ঊষসীর এই ড্রেসটি জুড়েই রয়েছে এথনিক টাচ। পুজোর দিনে সপ্তমী হোক বা নবমী সন্ধ্যের আড্ডায় বেশ দেখতে লাগবে এই পোশাক। পুজোর দিনে পরতে পারেন অফিসেও। কিংবা মহালয়ার দিন যদি বিশেষ কোনও পরিকল্পনা থাকে তাহলে গঙ্গার পাড়ে ইক্কতের এমন ড্রেসে স্পেশ্যাল কিছু ক্লিকও করে নিতে পারেন।  সেই ছবি যে সকলকেই তাক লাগাবে তা বলাই বাহুল্য। এই শুটে ঊষসীর ছবি তুলেছেন দেবর্ষি সরকার। এমন সুন্দর কাটের ইক্কত ড্রেস পুজোতে বানিয়ে নিতে পারেন আপনিও। শুধু পায়ে রাখুন পয়েন্টেড হিল।