Parno Mittra: শীত এখনও অধরা, তবে ধূসর-সাদায় সেজে আদর্শ উইন্টার ফ্যাশন শুট পার্নোর

Winter Fashion: বরাবর শীতকে বুড়ো, রুক্ষ্ম, ধূসর এসব বিশেষণেই ডাকা হয়। আর শীতের জামাকাপড়ের মধ্যে কালো, ধূসর, সাদা, প্যাস্টেল শেড এসব রঙের আধিক্য বেশি। শীত না পড়লেও শীতের পোশাকে দারুণ ফটোশ্যুট সারলেন পার্নো মিত্র

Parno Mittra: শীত এখনও অধরা, তবে ধূসর-সাদায় সেজে আদর্শ উইন্টার ফ্যাশন শুট পার্নোর
পার্নোর শীতের ফ্যাশন

| Edited By: রেশমী প্রামাণিক

Dec 06, 2023 | 5:18 PM

ডিসেম্বর পড়ে গিয়েছে, এদিকে নিম্নচাপের গেরোয় শীত এখনও অধরা। অন্যবার ডিসেম্বরের শহরে বেশ কাঁপুনি ধরা শীত থাকে, এবার এখনও মাঝে মাঝে ফ্যান চালাতে হচ্ছে। দেশের দক্ষিণ প্রান্তে চলছে তুমুল ঝড় বৃষ্টি, তৈরি বানভাসি অবস্থা। রৌদ্রজ্জ্বল শীতের দিন যত ভাল লাগে এই মেঘলা দিন দেখলে মনটা একটু খারাপই হয়। এমন দিনে কাজে এনার্জি পাওয়া কঠিন হয়ে পড়ে। বরাবর শীতকে বুড়ো, রুক্ষ্ম, ধূসর এসব বিশেষণেই ডাকা হয়। আর শীতের জামাকাপড়ের মধ্যে কালো, ধূসর, সাদা, প্যাস্টেল শেড এসব রঙের আধিক্য বেশি। শীত না পড়লেও শীতের পোশাকে দারুণ ফটোশ্যুট সারলেন পার্নো মিত্র। পার্নোর ফ্যাশন বরাবরই অন্যরকম, টিনএজদের কাছে তাঁর ফ্যাশন খুবই জনপ্রিয়।

ডিসেম্বর মানেই কেক-পায়েস আর পার্টি-উৎসবের মাস। এই সময় বাড়িতে বাড়িতে কেক, বিভিন্ন রকম পায়েস, পিঠেপুলি, কচুরি এসব বানানোর ধুম পড়ে যায়। সঙ্গে নিমন্ত্রণ লেগেই থাকে। বন্ধুদের সঙ্গে পার্টি, বড়দিনের সেলিব্রেশন, বর্ষবরণ উৎসব…লাইন দিয়ে চলতেই থাকে। কোন দিন কেমন পোশাক পরা হবে এই নিয়েই সকলে নাজেহাল। আর এর মধ্যেই পার্নো দিলেন দারুণ ফ্যাশন গোল। কখনও কালো রঙের ডিজাইনার কো-অর্ড সেট, কখনও সাদা ওভারসাইজড শার্টের সঙ্গে ডেনিম আবার কখনও সাদা কুর্তা সবেতেই তাঁকে দেখতে লাগছে দারুণ। কখনই পার্নো বেশি মেকআপ করেন না। এক্ষেত্রেও ঠিক তাই। সাদামাটা মেকআপ, কাজল, কখনও লিপস্টিক কখনও বা গ্লস ব্যবহার করেছেন। অ্যাকসেসরিজের মধ্যে তিনি বিভিন্ন দুল পরেছেন। কখনও স্টাড, কখনও হুপ ইয়াররিং বেছে নিয়েছেন পার্নো।

এই রকম পোশাকের সঙ্গে চুল খোলা বা একটা পনিটেল করলেই দেখতে ভাল লাগে। পার্নোও তাই করেছেন। সব মিলিয়ে পার্নোকে দেখতে লাগছে খুবই সুন্দর। পোশাক আর মেকআপে ফুটে উঠেছে তাঁর ব্যক্তিত্ব। শীতের দিনের কোনও পার্টিতে এমন সাজ বেছে নিতে পারেন আপনিও।