AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Deepika Padukone: সস্তার কালো স্লিভলেস স্লিট ড্রেসেও লাইমলাইটে দীপিকা! দাম কত জানেন?

Trendy Fashion News: সম্প্রতি মুম্বই শহরে সাধারণ কালো সাইড-স্লিট পোশাকে দেখা গেল এই বিউটি কুইনকে। যে কোনও ডে-আউটের জন্য দীপিকার মত লুক একদম পারফেক্ট ম্যাচিং।

Deepika Padukone: সস্তার কালো স্লিভলেস স্লিট ড্রেসেও লাইমলাইটে দীপিকা! দাম কত জানেন?
| Edited By: | Updated on: Oct 29, 2022 | 6:56 PM
Share

রেড কার্পেট বা তারায় ভরা কোনও ইভেন্ট, সকলের নজর থাকে দীপিকা পাড়ুকোনের উপর। সেরা ফ্যাশনের ঝলক কিন্তু শো-স্টপারের মতই আবির্ভাব হোন। সেরা ফ্যাশন সেন্স ও বিউটি কুইনের স্টাইল নতুন প্রজন্ম ব্যপকভাবে প্রভাবিত করে। তবে সবসময়ই যে ইভেন্ট বা পার্টি কিংবা রেড কার্পেটেই শুধু তারকাদের স্থান, তা কিন্তু নয়। সেলেব্রিটিদেরও রয়েছে নিজস্ব ব্যক্তিগত জীবন। সাধারণের মত না হলেও নিজেদের মত করে জীবন চালাতে পছন্দ করেন। দীপিকা সেই তালিকার অন্তর্ভক্ত। মুম্বই বিমানবন্দরেও ফ্লাইট ধরার সময়ও দীপিকার পরনে কী রয়েছে, কো-অর্ড সেট না জগার সেট নাকি কালো সুন্দর পোশাকে নিজেকে সাজিয়েছেন। সম্প্রতি মুম্বই শহরে সাধারণ কালো সাইড-স্লিট পোশাকে দেখা গেল এই বিউটি কুইনকে। যে কোনও ডে-আউটের জন্য দীপিকার মত লুক একদম পারফেক্ট ম্যাচিং।

বৃহস্পতিবার দীপিকা পাড়ুকোন শহরের বুকে কোনও এক কাজে বাইরে গিয়েছিলেন। আর সেখানেই ক্যামেরায় ধরা পড়ল স্টাইলিশ দীপিকাকে। মিডিয়ার সামনে উজ্জ্বল ও মনভোলানো হাসিতে পোজ দেন। তারকারা ক্যামেরা দেখে পোজ দেবেন, এটা তো স্বাভাবিক। কিন্তু সকলের চোখে যেটি ধরা পড়েছে, তা হল দীপিকার ক্লাসি লুক। অ্যাথলিজার স্টাইল স্টেটমেন্টে তাঁর লুক ছিল একদম সাধারণ, কিন্তু নজরকাড়া। মন ভাল করতে আউটিং, বাড়িতে সন্ধ্যের আড্ডায় বা প্রেমিকের সঙ্গে ব্রাঞ্চ ডেটে গেলে কী পোশাক পরবেন , তা ভেবে কূল পান অনেকেই। পোশাক দামি হলেই তা সুন্দর হবে, তা নয়। সস্তার পোশাকও সঙ্গীর মনকে জাগিয়ে তুলতে পারে। সঙ্গীই নয়, এমন সাধারণ ও সুন্দর পোশাক কর্পোরেট অফিসের জন্যও বেশ ফ্যাশনেবল।

সস্তা বললেও তারকাদের কাছে সস্তার ব্যাখ্যা নানা রকম। সাধারণ মানুষের কাছে সস্তার মূল্য অন্য হলে সেলেব্রিটিদের কাছে তার মানে আলাদা। তবে বর্তমানে শপিং মলে ফ্যাশনেবল পোশাক ও অ্যাকসেসারিজের যে মূল্য তাতে দীপিকার এই পোশাক ব্র্যান্ডেড হলেও তা কম দামি। অ্যাডিডাস ওয়েবসাইটে খুঁজলেই পাবেন এমন কালো স্টাইলিস ড্রেস। স্পোর্টসওয়্যার যদি আপনার পছন্দের হয়, তাহলে এমন পোশাক নিসন্দেহে আপনার জন্য পারফেক্ট। ভারতীয় মূল্যে এর দাম মাত্র ৪.৬২০টাকা।

দীপিকার এই স্পোর্টসওয়্যারটি দেখতে অত্যন্ত স্টাইলিশ। কালো স্লিভলেস সাইড-স্লিট ড্রেসে রয়েথে রেসারব্যাক কাটআউটও রয়েছে। গোল গলার ফিগার-স্কিমিং সিলুয়েট ও মিডি ড্রেসে এই সপ্তাহের সেরা ক্যাজুয়াল ড্রেসের তকমা জিতে নিয়েছেন।

স্টাইলিস ড্রেসের সঙ্গে কালো ফ্রেমের সানগ্লাস, হোয়াইট লে-আপ স্নিকার্স ও কানের সোনার দুল, এই ছিল দীপিকার সাজ। সাধারণ, নিখুঁত এই সাজেই যেন পরিমিত লেগেছে বলিউড সুন্দরীকে। নো-মেকআপ লুক ও বান হেয়ারস্টাইলেই ফ্যাশনের ট্রেন্ডি লুক ফলো করেছেন।

প্রসঙ্গত ২০২৩ সালের ২৫ জানুয়ারি, বহু প্রতীক্ষিত পাঠান সিনেমা বড়পর্দায় মুক্তি পাবে। দীপিকা পাডুকোন ছাড়াও রয়েছেন শাহরুখ খান ও জন আব্রাহাম। এছাড়া বর্তমানে প্রভাসের সঙ্গে প্রজেক্ট কে -তেও কাজ করছেন। হাত রয়েছে হৃত্বিক রোশনের সঙ্গে ফাইটার সিনেমাও।