সমানেই রাখী উৎসব। ভারতীয়দের কাছে রাখি বন্ধন হয় একটি পবিত্র উৎসব। জাতি-ধর্ম-নির্বিশেষে সাম্প্রদায়িকতা মেটাতে কবিগুরু রাখি বন্ধন প্রচলন করলেও এর পিছনে রয়েছে কিছু পৌরাণিক কাহিনি । প্রতিবছর শ্রাবণ মাসের পূর্ণিমার দিন পালিত হয় ভাইবোনের স্বর্গীয় সম্পর্কের মিলন উত্সব । ভ্রাতৃত্ব, সম্প্রীতি, বন্ধুত্ব, মানুষের প্রতি মানুষের গভীর ভালোবাসার অন্যতম প্রতীক হল এই পবিত্র উত্সব । আগামী ২২ অগস্ট, এ বছর পালিত হবে রাখি বন্ধন উৎসব।
“রক্ষা বন্ধন” শব্দটির অর্থ “সুরক্ষা, বাধ্যবাধকতা বা যত্নের বন্ধন”। আর এই পবিত্র দিনের জন্য এখন থেকে মানুষ গর সাজাতে, নতুন পোশাক কিনতে ব্যস্ত হয়ে উঠেছে। ভারতীয়দের যে কোনও অনুষ্ঠানেই মিষ্টির একটি বিশেষ কদর থাকে। এদিন ঘেউর, বরফি-সহ আরও দুর্দান্ত মিষ্টি তৈরি করা হয় বাড়িতেই। পাশাপাশি, বোনেরা সুন্দর সুন্দর ডিজাইন করা মেহেন্দি পরতে ভালোবাসেন।
মেহেন্দি হল এমন এক ধরনের সাজসজ্জা যা মেহেদি গাছের গুঁড়ো শুকনো পাতা গুঁড়ো করে তা পেস্ট বানানো হয়। সেই পেস্ট হাতে বা পায়ে সুন্দর ডিজাইন করলে পরবর্তী সময়ে বাদামী বা লাল রঙের নকসা ফুটে ওঠে। এই ধরনের শিল্পকর্ম সাধারণত কয়েকটি হিন্দু উৎসবে করা হয়। তার মধ্যে রাখী বন্ধন অন্যতম উৎসব।
রাখী বন্ধনের দিন কেমন হবে আপনার হাতের মেহেন্দি, মেহেন্দি প্যাটার্নের জন্য কী ধরনের ট্রেন্ড চলছে, তা জেনে নিন এখানে…
সুন্দর ফ্লোরাল ডিজাইন
যে কোনও নকসায় ফুলের ব্যবহার করা যেমন সহজ, তেমনি আকর্ষণীয় বটে। পারফেক্ট রাখী বন্ধনের নকসা তৈরির সময় এই ধরণের ডিজািন ফছন্দ করতে পারেন।
মিনিম্যালিস্ট লুক
অনেকেই খুব সাধারণ মেহেন্দির ডিজাইন পছন্দ করেন। খুব সহজ ও কম সময়ের মধ্যে মেহেন্দি পরচতে চাইলে এই মিনিম্যালিস্ট ডিজাইন বেছে নিতে পারেন।
আদর্শ মেহেন্দির ডিজাইন
যদি মেহেন্দি পরতে পছন্দ করেন, ও সকলের নজর কাড়তে চান তাহলে এমন মেহেন্দির ডিজাইন পছন্দ করতে পারেন অনায়াসে। সুন্দর ও শৌখিন নকসায় হাত রাঙিয়ে তুলেত হাতের তালুর মাঝখানে ফ্লোরাল বা উত্সবের মূল ধারা ফুটিয়ে তুলে এই ধরনে নকসা একদম আদর্শ।
আরও পড়ুন: Raksha Bandhan: এদিন হনুমান ও গণেশকেও রাখি বাঁধা হয়? কেন জানেন?