Elon Musk: এবার সুগন্ধি বেচে ট্যুইটার কেনার আর্জি ইলোন মাস্কের! এক বোতলের দাম জানেন কি?
Burnt Hair Perfume: পারফিউমের নাম ‘মাস্ক’ নয়। ইলোন মাস্কের সুগন্ধির নাম ‘বার্নট হেয়ার’। বাংলা করলে দাঁড়াচ্ছে অগ্নিদগ্ধ কেশ বা পোড়া চুল! মাস্কের সংস্থার তৈরি এক বোতল সুগন্ধির দাম প্রায় ১০০ ডলার।
বিশ্বের সবচাইতে ধনী মানুষ ইলোন মাস্ক (Elon Musk)। এহেন ইলোন মাস্কের সাম্প্রতিক কাজকর্ম দেখে মনে হচ্ছে ২০২২ সালটি তাঁর জন্যই নিবেদিত। একর পর এক ঘোষণায় তিনি বিস্মিত করছেন বিশ্ববাসীকে। ‘মাইক্রো ব্লগিং’ প্ল্যাটফর্ম ট্যুইটার কিনে ফেলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া, আবার চুক্তি থেকে সরে আসার মতো সিদ্ধান্ত নেওয়া। ফের মামলা জড়িয়ে পড়া। লাগাতার সংবাদের শীর্ষেই রয়েছেন ইলোন মাস্ক। এর মধ্যেই তিনি মেতে উঠেছেন নতুন এক ব্যবসায়। সেই ব্যবসা সুগন্ধির (Perfume)! তিনি নিজের সংস্থার পারফিউম বের করে ফেলেছেন। না, পারফিউমের নাম ‘মাস্ক’ নয়। ইলোন মাস্কের সুগন্ধির নাম ‘বার্নট হেয়ার’ (Burnt Hair)। বাংলা করলে দাঁড়াচ্ছে অগ্নিদগ্ধ কেশ বা পোড়া চুল! মাস্কের সংস্থার তৈরি এক বোতল সুগন্ধির দাম প্রায় ১০০ ডলার। ভারতীয় মুদ্রায় দাম পড়বে প্রায় ৮,৪০০ টাকা! ‘পৃথিবীর শ্রেষ্ঠ সুগন্ধি’— ট্যুইটারে নিজের সংস্থার তৈরি পারফিউমকে এমনই আখ্যা দিয়েছেন ৫১ বর্ষীয় মাস্ক।
বিশেষজ্ঞরা বলছেন, পুরো প্রক্রিয়াটি আসলে মার্কেটিং স্ট্রাটেজি। ইলোন মাস্ক তাঁর নিজের নামের মাহাত্ম্য জানেন। তাঁর ফ্যান ও ফলোয়ারের সংখ্যা সম্পর্কেও তিনি অবগত। এই কারণেই বিলিওনেয়ার মাস্ক ট্যুইটারকে পারফিউম বিক্রির মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন। ঠাট্টার সুরে তিনি আসলে পারফিউম ব্যবসায় প্রবেশ করার কথাই ঘোষণা করেছেন।
‘সুগন্ধির ব্যবসায় প্রবেশ করা অনিবার্য ছিল। আমি কেন এতদিন যুদ্ধ করলাম?’— নিজের নতুন পারফিউম বার্নট হেয়ারের সম্পর্কে ঘোষণা করে ট্যুইটারে লিখেছেন মাস্ক। মাস্ক জানিয়েছেন তাঁর সংস্থার নতুন সুগন্ধি পুরুষ ও মহিলা উভয়েই ব্যবহার করতে পারেন! ইলোন মাস্কের সংস্থার তৈরি সুগন্ধির সুবাসকে বর্ণনা করা হয়েছে— ‘বিদ্বেষপূর্ণ ইচ্ছার নির্যাস’ হিসেবে!‘বিশ্বে যে পরিবর্তন দেখতে চাও তা করে দেখাও’— ট্যুইটারে নিজের সংস্থার তৈরি এক বোতল সুগন্ধির ছবি দিয়ে ট্যুইট করেছেন মাস্ক। শোনা যাচ্ছে দ্রুত এই সুগন্ধি বিকোচ্ছে বাজারে। ইতিমধ্যেই নাকি ১০ হাজার বোতল বিক্রি হয়েছে। শোনা যাচ্ছে, ভারতীয় মুদ্রায় প্রায় ৮ কোটি টাকারও বেশি ব্যবসা করে ফেলেছে সুগন্ধি!
মাস্কের ‘দি বোরিং কোম্পানি’-এর ওয়েবসাইটে গিয়ে যে কেউ ওই সুগন্ধি কিনতে পারেন। টেসলা প্রধান এবং স্পেসএক্সের কর্ণধার ট্যুইটারে নিজের পরিচয় পরিবর্তন করে লিখেছেন— ‘সুগন্ধি বিক্রয়কারী’! তিনি পরে সুগন্ধি বিক্রি নিয়ে ঠাট্টাও করেছেন ও নিজের ফ্যানেদের উদ্দেশ্যে সুগন্ধি কেনার আর্জি জানিয়েছেন। তিনি লিখেছেন, পারফিউম কিনুন যাতে আমি ট্যুইটার কিনতে পারি!
আদালতে এমনিতেই ইলোন মাস্কের ট্যুইটার কেনা নিয়ে মামলায় চলছে। শোনা যাচ্ছে আদালতের নির্দেশ অনুসারে ২৮ অক্টোবরের মধ্যে ৪,৪০০ কোটি ডলারের বিনিময়ে ট্যুইটার কেনার চুক্তি পূর্ণ করতে হবে ইলোন মাস্ককে। তামাম দুনিয়া খন তাকিয়ে রয়েছে ইলোন মাস্কের পরবর্তী পদক্ষেপের দিকে। কারণ কয়েকদিন আগেই গুজব রটেছিল ট্যুইটারের পরে ইউটিউবও নাকি কিনতে পারেন মাস্ক!