AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Raima Sen: আতসকাচও ধরতে পারে না রাইমা সেনের বয়স, ফ্যাশন আর স্টাইলে তাঁকে গোল দিতে তরুণীরাও লজ্জা পাবেন

Raima Sens Birthday: সাধারণ এই পোশাকেই রাইমা এত সুন্দর করে তাকিয়েছেন তাতেই তাঁকে লাগছে অসাধারণ।  নিয়মিত জিম, ডায়েট আর শরীরচর্চার মধ্যে থাকেন তিনি। ফলে শরীরে কোথাও মেদের ছিটেফোঁটাও নেই তার। যে কারণে বিভিন্ন পোশাকে নিজের চেহারাকে ফ্লন্ট করতেও ভোলেন না তিনি

Raima Sen: আতসকাচও ধরতে পারে না রাইমা সেনের বয়স, ফ্যাশন আর স্টাইলে তাঁকে গোল দিতে তরুণীরাও লজ্জা পাবেন
রাইমার বোল্ড লুক
| Edited By: | Updated on: Nov 07, 2023 | 7:37 PM
Share

দেহের বয়স বাড়লেও মনের বয়স বাড়তে দিতে নেই, একথা বারবার মনে করিয়ে দেন রাইমা সেন। ছবি দেখে কোনও ভাবেই বোঝা সম্ভব নয় যে রাইমা চল্লিশের গণ্ডি পার করে ফেলেছেন। কথায় বলে, চল্লিশে চালশে। কিন্তু সেন বাড়ির এই কন্যে যাবতীয় মিথ ভেঙে দিয়েছেম। মা-দিদিমা ডাকসাইটে সুন্দরী, আর রাইমার সঙ্গে দিদিমা সুচিত্রা সেনের মুখের আদলের মিল পান অনেকেই। রাইমারবোল্ড স্টাইলিং আর আকর্ষণীয় ব্যক্তিত্ব বরাবর নজর কাড়ে সকলের। রাইমার ব্যক্তি জীবন নিয়েও কম আলোচনা হয় না। কবে রাইমা বিয়ে করছেন এই প্রশ্ন তাঁকে অন্তত সকলে কোটিবার করে ফেলেছেন। এমনকী রাইমার চর্চিত প্রেমিককে নিয়েও কম আলোচনা হয়নি। ক্যালেন্ডার বলছে আজ রাইমার জন্মদিন। গতকালই তিনি একটি সাক্ষাৎকারে TV9 বাংলা-কে জানিয়েছিলেন, “আমি মুম্বইয়ে থাকব। কোনও ছুটি নেই, শুটিংয়েই থাকব।” বলিউড আর টলিউডে এখন সমান তালে অভিনয় করছেন রাইমা।

রাইমার অভিনয় বরাবরই অন্যদের থেকে একেবারে আলাদা। তেমনই রাইমার স্টাইল, ছবি বরাবর তাক লাগায় তাঁর অনুগামীদের। শাড়ি, জিন্স, বোল্ড লুক যে ভাবেই তিনি ফটোশ্যুট করেন না কেন তাঁর চেহারায় অসম্ভব একটা আভিজাত্যের ছাপ রয়েছে। কখনই অতিরিক্ত মেকআপ করেন না, পোশাকের রং থেকে স্টাইল সবটাই এতটা সুন্দর যে চোখ কাড়তে বাধ্য। রাইমার চাহনির মধ্যেও অদ্ভুত একটা মুগ্ধতা রয়েছে। রাইমার ইনস্টাগ্রাম ঘাঁটলে দেখা যাবে কিছুদিন আগেই নিজের খুব সুন্দর কয়েকটা ছবি শেয়ার করেছেন তিনি। সাদা টিউব টপ, জ্যাকেট আর বেল বটমস জিনস পরে আরাম কেদারায় বসে রয়েছেন। কানে স্টাড ইয়াররিং।

সাধারণ এই পোশাকেই রাইমা এত সুন্দর করে তাকিয়েছেন তাতেই তাঁকে লাগছে অসাধারণ।  নিয়মিত জিম, ডায়েট আর শরীরচর্চার মধ্যে থাকেন তিনি। ফলে শরীরে কোথাও মেদের ছিটেফোঁটাও নেই তার। যে কারণে বিভিন্ন পোশাকে নিজের চেহারাকে ফ্লন্ট করতেও ভোলেন না তিনি। খুব সাধারণ পোশাক, অল্প গয়না আর মার্জিত লুকে যে এতটা অসাধারণ হয়ে ওঠা যায় তা বারবার প্রমাণ করে দিয়েছেন রাইমা। ৪৪-এ পা দিলেন এভারগ্রিন অভিনেত্রী। ছবি দেখে আপনি বুঝতে পেরেছেন কি? এমনকী রাইমার এই সৌন্দর্যে লজ্জা পাবেন তরুণীরাও। তাঁর সঙ্গে টেক্কা দেওয়ার আগে দু’বার ভাবতে হবে।