পুজোর কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। আকাশ যদিও মাঝেমধ্যেই প্রতারণা করছে তবুও ইতিমধ্যো পাড়ার মোড়ে বাঁশ পড়তে শুরু করেছে। দোকানে-অনলাইনে চলছে সেল-ডিসকাউন্ট। পুজোর শপিংও যে জোরদমে শুরু হয়েছে তা টের পাওয়া যায় সপ্তাহের শেষের ভিড় দেখে। দোকানে-শপিং মলে উপচে পড়ছে ভিড়। পছন্দের জামা, টপ, স্কার্ট, শাড়ি, জিন্স খুঁজে নিতে সকলেই ব্যস্ত। পুজোর পাঁচটা দিন সকলেই নিজের মত করে সাজতে চান। সেই সঙ্গে চান সবার চোখ যেন তাঁর দিকেই থাকে। নিজেকে ফিট করবে এমন সেরা জামা খুঁজতে থাকে জহুরির চোখ। পুজোর দিনগুলোর মধ্যে অন্তত ২ দিন সব মেয়েই শাড়ি পরে। বাকি দিনগুলো ওয়েস্টার্ন, জিনস, ইন্দো-ওয়েস্টার্ন- মোটকথা যে যার পছন্দসই পোশাকে নিজেকে সাজিয়ে নেন। আজকাল মেয়েদের জীবনে জিন্স যে কতটা অপরিহার্য তা একমাত্র তাঁরাই জানেন। টপ, কুর্তি, টি-শার্ট সবের সঙ্গে দিব্য মানাসই পোশাক হল জিন্স।
জিন্সের মধ্যে ইদানিং কালে স্কিনি জিন্সের চাহিদাই সবচেয়ে বেশি। তবে বাজার কাঁপাতে এখন এসেছে আরও কয়েক রকম জিন্স। জানেন কি?
ফ্যাশানের তালিকায় একেবারে উপরের দিকে রয়েছে ব্ল্যাক স্কিনি জিন্স। সকলের ওয়ার্ড্রোবে একটা করে এই জিন্স আছেই। এছাড়াও যে সব জিন্স এখন তাক লাগাচ্ছে তার মধ্যে প্রথমেই রয়েছে বয়ফ্রেন্ড জিন্স। ঢিলেঢালা এই জিন্স এখন সকলেরই বেশ পছন্দের। ক্রপ টপের সঙ্গে এই বয়ফ্রেন্ড জিন্স দেখতেও লাগে বেশ কুল। অনেকে আবার বয়ফ্রেন্ড টি-শার্টের সঙ্গে এই জিন্স পরেন। রোগা এবং লম্বাদের এই জিন্স বেশি মানায়।
তালিকায় রয়েছে সিগারেট প্যান্টও। জিন্সের এই সিগারেট প্যান্ট সবাইকে মানায়। ফিটিংস ভাল হওয়ায় তুলনায় রোগা লাগে দেখতে।
বুটকাট জিন্স আবারও ফিরে এসেছে ফ্যাশানের আঙিনায়। জিন্স যখন মেয়েরা প্রথম পরা শুরু করেন তখন কিন্তু সবচেয়ে বেশি চাহিদা ছিল এই জিন্সেরই। ছেলেরা এই জিন্স বেশি পরলেও ইদানিং কালে মেয়েরাও পরছেন।
ফ্লেয়ারড প্যান্টও কিন্তু বেশ আরামদায়ক এবং হাল আমলে জনপ্রিয়। একাধিকজনকে আজকাল দেখা যাচ্ছে এই ফ্লেয়ারড প্যান্টে। পুজোয় এমন জিন্স আপনিও রাখতে পারেন বাকেট লিস্টে।
বছর পাঁচেক হল ফ্যাশানে ইন জেগিংস। জেগিংস দেখতে যেমন সুন্দর তেমনই আরামদায়ক। কাচা-শুকোতে দেওয়ার ঝামেলা নেই। যাঁরা জিন্সে স্বচ্ছন্দ নন তাঁরা সহজেই গলিয়ে নিতে পারেন জেগিংস।
লো-রাইজের দিন শেষ। এখন বাজারে শুধুই হাই-রাইজ জিন্স। ক্রপ টপ কিংবা ব্রালেট দিয়ে পরলে এই জিন্সের কেতাই আলাদা। যাঁরা ফ্যাশান সচেতন তাঁরা সহজেই গলিয়ে নিয়ে পারেন এই জিন্স। পুজোয় এবার স্টাইল করুন এমন জিন্সের সঙ্গেই। সলিড রঙের ক্রপ টপের সঙ্গে ডেনিম হাই-রাইজ পরলে হলফ করে বলা যায় সবার চোখ থাকবে আপনার দিকেই।