
নিজের বিয়ে বা নিটকাত্মীয়ের বিয়ের অনুষ্ঠান ছাড়া ভারি গয়নার ব্যবহার প্রায় নেই বললেই চলে। হাল্কা ওজনের গয়না এখন ফ্য়াশন দুনিয়ায় নয়া ট্রেন্ড। একটার পর একটা হালকা গয়নার ডিজাইন ও ব্র্যান্ডের সেগমেন্ট লঞ্চ হচ্ছে তার ইয়োত্তা নেই। জীবনযাত্রায় যাঁরা সিম্পলিসিটিকেই বেছে নিয়েছেন, তাঁরা জন্য এই হালকা ডিজাইন ও ওজনের গয়নাই বেশি পছন্দ করেন । এই হালকা গয়না কেবল সস্তায় পুষ্টিকর মোটেই নয়, এতে রয়েছে আধুনিকতার ঐতিহ্য়ের একি মেলবন্ধন। যে কোনও পোশাকের সঙ্গেই মানানসই হালকা গয়না স্টাইল করে পরতে পারবেন, এমন কিছু টিপস দেওয়া রইল এখানে…
লেয়ারিং একধরনের আর্ট। আর এটি যদি আপনি পোশাকের সঙ্গে ক্যারি করতে পারেন, তাহলে আপনিই হবেন সকলের চোখের মণি। হালকা ওজনের নেরপিস, চেইনের একটি স্তর ভাগ করে নিতে পারেন। রিং ও ব্রেসলেটগুলির মধ্যেও একটি লেয়ার তৈরি করে পরতে পারেন। তাতে দেখতে যেমন ভাল লাগে, তেমনি গয়না পরে নিজের আত্মবিশ্বাসও ফিরে পাবেন।
হালকা ওজনের গয়না শুধু ওয়েস্টার্ন পোশাকের জন্যই , তা একেবারেই নয়। ভারতীয় ঐতিহ্যবাহী যে কোনও পোশাকের সঙ্গেই হালকা ডিজাইন ও ওজনের গয়না পরা যেতে পারে।
হালকা গয়না যখন বেছে নিয়েছেন, সেক্ষেত্রে মেকআপেরদিকেও বিশেষ নজর দিতে হবে। বর্তমানে মিনিমালিজমের যুগ। সাধারণ বা ন্যুড মেকআপের সঙ্গে হেয়ারস্টাইলও হতে হবে সাধারণ। সিম্পলিসিটিই আধুনিকতার একটি অন্য়পিঠ। বিয়ের পোশাক বা ঘরোয়া অনুষ্ঠানে হালকা পোশাক, হালকা ওজনের গয়নার পাশাপাশি মেকআপ ও হেয়ারস্টাইলও হতে হবে মানানসই।