সোশ্যাল মিডিয়াতে তিনি সক্রিয় তবে সারাক্ষণ সেই নেশাতেই বুঁদ হয়ে আছেন এমনটা একেবারেই নয়। তবে ফ্যাশন আর স্টাইল নিয়ে তিনি বেশ সচেতন। বরাবরই বোল্ড আর সাহসী হিসেবেই পরিচিত পার্নো মিত্র। ফ্যাশন নিয়েও তিনি প্রচুর এক্সপেরিমেন্ট করেন। শাড়িতে যেমন তাঁকে দেখা যায় ঠিক তেমনই ওয়েস্টার্নেও দেখা যায় তাঁকে। পার্নোর অভিনীত চরিত্রগুলিও একটু ছকভাঙা। সেই সব চরিত্রে অিনয়ের মাধ্যমেই তিনি সকলের মন কেড়ে নিয়েছেন। পার্নোর পোশাক আর স্টাইল সবসময় কুল অ্যান্ড ক্যাজুয়াল। ঢিলে ঢোলা টিশার্ট, রিপড জিন্স এসব তো আছেই। তবে সম্প্রতি পার্নো তাঁর ফ্যাশন শ্যুটের দারুণ কিছু ছবি আপলোড করেছেন সোশ্যাল মিডিয়াতে। আর সেই সব ছবি দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন সকলে।
কালো রং ফ্যাশনে সব সময় ইন। যে কালো ড্রেস হোক বা শাড়ি। বিশেষত যে কোনও পার্টিলুকে খুব ভাল লাগে দেখতে। কালো লেসের ককটেল গাউন আর সিগনেচার কোর্সেটে খুব সুন্দর দেখতে লাগছে পার্নোকে। তাঁর এই লুকের মধ্যে সুন্দর একটা বলিউড টাচও রয়েছে। এমন বোল্ড আউটফিটের সঙ্গে পার্নো যে কিলার লুক দিয়েছেন তা দেখেই ছিটকে গিয়েছেন সকলে। চিত্রি বাই পিয়ালি গাঙ্গুলির কালেকশন থেকে কাস্টমাইজড করা কালো লেসের ককটেল গাউন পরেছেন অভিনেত্রী। সঙ্গে রোহন পারিয়ার ডিজাইন করা একটি সিগনেচার কোর্সেট। মিডল পার্ট করে খোঁপা করেছেন। আইলাইনার দিয়ে চোখ সুন্দর করে এঁকেছেন, ঠোঁটে লাল লিপস্টিক- সব মিলিয়ে রূপটান শিল্পী প্রসেনজিৎ বিশ্বাসের ছোঁয়ায় পার্নো হয়ে উঠেছেন মোহময়ী। পার্নোর জন্য স্টাইলিং করেছেন বংমুন্ডা পুষ্পক সেন। অভিনেত্রী মধুবালার মত একটা লুক তিনি রিক্রিয়েট করতে চেয়েছিলেন এই পাশ্চাত্য পোশাকের মেলবন্ধনে। এই পোশাকের সঙ্গে অ্যাকসেসরিজ হিসেবে পার্নো পরেছেন পাবলো চাঙ্কি চেইন। এই পুরো লুকটি দারুণ ভাবে মানিয়েছে পার্নোকে। আর পার্নোর চোখে মুখে ফুটে উঠেছে সেই সব এক্সপ্রেশন। ছবিগুলো এতই সুন্দর যে সেখান থেকে চোখ সরানো দায়।
পার্নোর এমন ফ্যাশন আর স্টাইল থেকে দারুণ কিছু আইডিয়া পেতে পারেন আপনিও। তবে এমন পরিপাটি করে সুন্দর সাজে আপনাকেও তখন লাগবে সুন্দর যখন আপনার নিজের মধ্যে আত্মবিশ্বাস থাকবে ভরপুর।