Fashion tips for winter: শীতকালে কোন পাঁচ জিন্সে আপনাকে স্মার্ট দেখাবে জানেন?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 03, 2023 | 8:58 PM

ফ্যাশানের কথা উঠলে বলতেই হয়, পুরুষ ও মহিলাদের সারা বছরের ফ্যাশানের সঙ্গী হল জিন্স। সহজেই জিন্সের একটা টি-শার্ট বা শার্ট গলিয়ে নিলেই কাজ চলে যায়। প্রায় সকলের ওয়ার্ড্রোবেই একটি নয় একাধিক জিন্স থাকে।

Fashion tips for winter: শীতকালে কোন পাঁচ জিন্সে আপনাকে স্মার্ট দেখাবে জানেন?
শীতকালে কোন পাঁচ জিন্সে আপনাকে স্মার্ট দেখাবে জানেন?

Follow Us

বছর শুরুতেই তাপমাত্রার পারদ নেমেছে বেশ কিছুটা। ঠান্ডা পড়তেই  ঘোরাফেরা, খাওয়া দাওয়া, পার্টি করতেই মন চাইছে! কী তাই তো?। পার্টি হবে আর স্টাইল হবে না? তা আবার হয় নাকি। আর শীতকালই হলো জমিয়ে ফ্যাশান করার জন্য মোক্ষম সময়। ফ্যাশানের কথা উঠলে বলতেই হয়, পুরুষ ও মহিলাদের সারা বছরের ফ্যাশানের সঙ্গী হল জিন্স। সহজেই জিন্সের একটা টি-শার্ট বা শার্ট গলিয়ে নিলেই কাজ চলে যায়। প্রায় সকলের ওয়ার্ড্রোবেই একটি নয় একাধিক জিন্স থাকে। আর শীতকালে জিন্সের জ্যাকেটও ফ্যাশানে খুব ইন। শীতকালে এই পাঁচটি জিন্সের সঙ্গে নিজেকে ফ্যাশানিস্তা করে তুলবেন কী ভাবে তা জেনে নিন…

ডেনিমের উপর ডেনিম: শীতের নিত্য সঙ্গী হল ডেনিম জ্যাকেট। জিন্সের এই জ্যাকেটে পুরুষ মহিলা উভয়কেই ভীষন স্মার্ট দেখায়। শার্ট কিংবা টি-শার্টের উপর জিন্সের জ্যাকেট আর নীচে যদি একটু অন্য শেডের জিন্স পড়েন তবে দারুণ দেখাবে। আবার চাইলে জ্যাকেটের রঙের সঙ্গে মিলিয়ে জিন্সও পড়তেই পারেন। মন্দ লাগবে না।

স্কিনি জিন্স: বাজারে এখন বেশ অনেক ধরনের জিন্স আসলেও স্কিনি জিন্স তার বাজার ধরে রেখেছে। ব্ল্যাক স্কিনি জিন্সের সঙ্গে হালকা শেডের ডেনিম জ্যাকেট কিংবা লেদার জ্যাকেট সবসময়ই একটা দারুণ লুক তৈরি করে। স্কিনি জিন্সের সঙ্গে টি-শার্ট, কুর্তি যা কিছু একটা গলিয়ে নিলেই হয়। কুর্তির সঙ্গে একটা স্টোল নিয়ে নিন। ঠান্ডাও মানবে আর স্টাইলও বজায় থাকবে।

ফ্লেয়ারড জিন্স: বাকি সব জিন্সকে পিছনে ফেলে ইদানিং ফ্লেয়ারড জিন্সের বাজার কিন্তু রমরমা। এই জিন্স বেশ আরামদায়ক। শীতের মধ্যে হালকা রঙের ফ্লেয়ারড জিন্সের সঙ্গে ভি-নেক সোয়েটার বেশ সুন্দর দেখাবে। পারলে গলায় একটা স্কার্ফও নিতেই পারেন।

বয়ফ্রেন্ড জিন্স: এই জিন্স বর্তমানে ভীষন ট্রেন্ডিং। ঢিলেঢালা এই জিন্সের সঙ্গে ক্রপ টপ কিংবা টি-শার্ট, বেশ কুল দেখায়। আর শীতকালে বয়ফ্রেন্ড জিন্সের সঙ্গে হালকা একটা সোয়েট শার্ট বা সোয়েটার গলিয়ে নিলেই হয়। রোগা ও লম্বাদের এই লুকে বেশি মানায়।

লাইট ওয়াসড জিন্স: এই জিন্স সারাবছরই ফ্যাশানে ইন। লাইট ওয়াসড জিন্সের সঙ্গে জমকালো প্রিন্টের টি শার্ট ইন করে নিলেই দুর্দান্ত একটা ক্যাজুয়াল লুক তৈরি হয়। আর শীতকালে? টি শার্টের বদলে সোয়েটার কিংবা সোয়েট শার্টকে ইন করে পরে নিলেই তৈরি আপনার স্মার্ট ও ক্যাজুয়াল লুক।

Next Article