Gita Prakash: ৬৭ বছরের চিকিৎসক রাজ করছেন ফ্যাশন দুনিয়ায়! কে এই ‘সুন্দরী’?

Fashion Model: পেশায় চিকিৎসক হলেও, আজ নামী-দামি ফ্যাশন ডিজাইনারের পোশাকে দেখা মেলে গীতা প্রকাশের। ভেঙে দিয়েছেন সব রকম 'স্টেরিওটাইপ'...

Gita Prakash: ৬৭ বছরের চিকিৎসক রাজ করছেন ফ্যাশন দুনিয়ায়! কে এই সুন্দরী?
গীতা প্রকাশImage Credit source: Instagram

| Edited By: megha

Apr 04, 2022 | 7:35 AM

বয়স সংখ্যা মাত্র! এই যেন সিনেমার কথা। কারণ বাস্তব জীবনে এমন মানুষ কই, যিনি বয়সের গন্ডি পেরিয়ে পূরণ করেছেন নিজের স্বপ্ন। তাছাড়া সবার জীবনে তো সেই সুযোগও আসে না। তবে গীতা প্রকাশের জীবনে এসেছিল সেই সুযোগ। আর সেই সুযোগের সৎব্যবহার করে আজ ফ্যাশনে দুনিয়ায় (Fashion World) নিজের জায়গা করে নিয়েছেন ৬৭ বছরের গীতা প্রকাশ (Gita Prakash)। পেশায় চিকিৎসক হলেও, আজ নামী-দামি ফ্যাশন ডিজাইনারের (Fashion Designer) পোশাকে দেখা মেলে গীতা প্রকাশের। এমনকি ফ্যাশন ম্যাগাজিনের (Fashion Magazine) কভারেও জায়গা করে নিয়েছেন তিনি। ভেঙে দিয়েছেন সব রকম ‘স্টেরিওটাইপ’…

মডেল হওয়ার ক্ষেত্রে বেশ কয়েকটি বিষয় নিয়ে মাথা ঘামান অনেকেই। বয়স কত, উচ্চতা কত, চেহারা কেমন, পোর্টফোলিয়া ঠিক আছে কি না ইত্যাদি, ইত্যাদি। সেই ক্ষেত্রে ধরা-বাঁধা ছকের বাইরে গিয়ে ‘মডেল’ হয়ে দেখিয়েছেন গীতা প্রকাশ। তবে মডেল হিসাবে পেশাদার জীবন শুরু করেননি। পেশায় আজও তিনি একজন চিকিৎসক। ভারতীয় সেনাবাহিনী ও জাতিসঙ্ঘের সঙ্গে দীর্ঘদিন ধরে রোগীর সেবা করে আসছেন তিনি। এমনকি কোনওদিন ভাবেননি যে ফ্যাশন মডেল হবেন। কীভাবে শুরু হল এই যাত্রা?

এই প্রসঙ্গে টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, “কম বয়সেও কোনওদিন ভাবিনি যে মডেলিং করব। বরং সব সময় মনে হয়েছে, মডেল হওয়ার কোনও যোগ্যতাই আমার মধ্যে নেই। ডাক্তারি করে সন্তুষ্ট ছিলাম। কখনও ভাবিনি যে ৫৭ বছর বয়সে পৌঁছে মডেল হয়ে যাব।” যদি এই মডেলিংয়ের শুরুর পিছনে তাঁর এক রোগীর বেশ অবদান রয়েছে বলে জানিয়েছেন গীতা প্রকাশ। এক ইতালীয় ফটোগ্রাফার ছিলেন তাঁর রোগী। ১০ বছর আগে তিনি গীতাকে জিজ্ঞাসা করেন মডেলিং করবেন কি না। তার পরেই জীবনে প্রথম ব্রেক আসে ফ্যাশন দুনিয়ায়।

এখন দেশের নামী-দামি ফ্যাশন ডিজাইনার ও ব্র্যান্ডের হয়ে মডেলিং করছেন ৬৭ বছরের গীতা। তরুণ তাহিলিয়ানি, অঞ্জু মোদী এবং গৌরব গুপ্তের মত খ্যাতনামী ফ্যাশন ডিজাইনারের পোশাকে দেখা গিয়েছে তাঁকে। এর পাশাপাশি ‘বাজার’ নামক ফ্যাশন ম্যাগাজিনের কভার পেজও দখল করেছেন তিনি। তবে কোনওদিন অবহেলা করেননি রোগীদের সেবায়। এখনও সারা সপ্তাহ তিনি রোগী দেখেন। সপ্তাহান্তে যে ছুটি পান, সেখানেই সেরে ফেলেন যাবতীয় মডেলিংয়ের কাজ। যে বয়সে অবসর নেন অন্যান্যরা, সেই বয়সেই ফ্যাশন দুনিয়ায় রাজ করছেন গীতা প্রকাশ।

আরও পড়ুন: ভূস্বর্গের ফ্যাশন নজর কাড়ল সারা দেশের! ডাল লেকের তীরে প্রথমবার অনুষ্ঠিত হল ফ্যাশন উইক