Harnaaz Sandhu: কালো শাড়ি, স্লিভলেস ব্লাউজ আর মিস ইউনিভার্স মুকুটে গ্ল্যামারাস হারনাজ! দেখুন ছবিতে….

সম্প্রতি নিউ ইয়র্কে নিজের ফ্ল্যাট কিনেছেন হারনাজ। তবে সেটা এখানে খবর নয়। কারণ সম্প্রতি একটি ফটোশ্যুটে মিস ইউনিভার্স দুরন্ত সিমারি কালো শাড়ি বেছে নিয়েছিলেন। দেশি গার্লের এমন ফটোশ্যুটে মুগ্ধ প্রায় সকলেই।

Harnaaz Sandhu: কালো শাড়ি, স্লিভলেস ব্লাউজ আর মিস ইউনিভার্স মুকুটে গ্ল্যামারাস হারনাজ! দেখুন ছবিতে....
মিস ইউনিভার্স হারনাজ সান্ধু।

| Edited By: দীপ্তা দাস

Jan 23, 2022 | 9:52 PM

ঝলমলে কালো শাড়ি ও স্লিভলেস ব্লাউজ আর মিস ইউনিভার্সের মুকুট পরেই আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ২১ বছর পর মিস ইউনিভার্সের মুকুট জিতেছেন পঞ্জাবের হারনাজ সান্ধু কৌর। আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় দেশের মুখ উজ্জ্বল করে কোটি কোটি মানুষের হৃদয় জিতে নিয়েছেন তিনি। সম্প্রতি নিউ ইয়র্কে নিজের ফ্ল্যাট কিনেছেন হারনাজ। তবে সেটা এখানে খবর নয়। কারণ সম্প্রতি একটি ফটোশ্যুটে মিস ইউনিভার্স দুরন্ত সিমারি কালো শাড়ি বেছে নিয়েছিলেন। দেশি গার্লের এমন ফটোশ্যুটে মুগ্ধ প্রায় সকলেই।

ওই ফটোশ্যুটে কালো সিমারি সিক্যুইনড শাড়ির পাশাপাশি ম্যাচিং ব্লাউজ পরেছিলেন। শাড়ির পুরোটাই রুপালী পুঁতি দিয়ে কাজ করা রয়েছে। আঁচলের দিকটি হেমের প্যাটার্নে আরও বেশ আকর্ষণীয় হয়েছে। শ্যুটের জন্য এমন ভারতীয় শাড়ি বেছে নিয়েছিলেন, তা বোঝা যাচ্ছে। সঙ্গে আরও একটি জিনিস রয়েছে, যা আরও বেশি করে বিউটি কুইনকে মিস ইউনিভার্স হিসেবে উজ্জ্বল দেখাচ্ছিল। ফটোশ্য়ুটে গ্ল্যামারাস লুকের সঙ্গে মাথায় রেখেছিলেন বিশ্বসুন্দরীর খেতাব জেতা অসাধারণ দেখতে ওই হিরের মুকুটটি।

সুস্মিতা সেন ও লারা দত্তের পর তৃতীয় ভারতীয় হিসেবে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার মুকুট জিতেছেন হারনাজ। ইজরায়েলের এলিয়েটে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হারনাজ সব দেশকে ছাপিয়ে বিশ্বের দামি মুকুটটি হাসিল করেন নিজের সৌন্দর্যে ও প্রতিভায়। ১৯৯৪ সালে প্রথম ভারতীয় হিসেবে মিস ইউনিভার্সের খেতাব জেতেন বঙ্গতনয়া সুস্মিতা সেন। প্যারাগুয়ে ও দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে জয়ের মুকুট ছিনিয়ে নেন পঞ্জাবের এক অখ্যাত গলির এই তরুণী। বিশ্বব্যাপী লাইভ-স্ট্রিম হওয়া ওই জনপ্রিয় ইভেন্টে মেক্সিকো থেকে প্রাক্তন মিস ইউনিভার্স ২০২০ আন্দ্রেয়া মেজা তাঁকে মুকুটটি পরিয়ে দেন।

আরও পড়ুন: Miss Universe 2021: হারনাজ সান্ধুর সৌন্দর্যের পিছনে রয়েছে মর্নিং স্কিনকেয়ার রুটিন! গ্লোয়িং স্কিনের রহস্যটা কী?