অফিস, শপিং, স্কুল থেকে উইকএন্ড ট্রিপ- পছন্দের পোশাকের সঙ্গে চাই মানানসই ব্যাগ। নইলে দেখতে মোটেও ভাল লাগে না। শাড়ি সঙ্গে একরকমের ব্যাগ ভাল লাগে, জিনসের সঙ্গে একরকম ব্যাগ ভাল লাগে। বাজারে এখন ব্যাগের ছড়াছড়ি। কাপড়, জুট, পলিয়েস্টার নানা রকম মেটেরিয়ালের ব্যাগ পাওয়া যায়। তবে এই হরেক ব্যাগের ভিড়ে তুঙ্গে চাহিদা কিন্তু লেদারের ব্যাগেরই। যত রকমের ব্যাগ বাজারে থাকুক না কেন আভিজাত্যর দিক থেকে এই লেদারের ব্যাগের কোনও তুলনা নেই। আসল চামড়ার ব্যাগের দাম বেশি আর তা বহুদিন চলেও। কিন্তু ব্যবহার না করে দিনের পর দিন যদি আলমারিতে এই ব্যাগ ফেলে রাখেন তাহলে ব্যাগ নষ্ট হয়ে যেতে বাধ্য। আর তাই এই ব্যাগের ঠিকমতো যত্ন নিতে হবে। কী ভাবে নেবেন? রইল টিপস।
চামড়ার ব্যাগ কখনই জল দিয়ে ধোবেন না। এই ব্যাগ ঠিক রাখতে বাজারে বিশেষ ধরনের কন্ডিশনার পাওয়া যায়। চামড়ার ব্যাগ ঠিক যত্নে না রাখতে পারলে এই চামড়া ফেটে যায়, কুঁচকে যায়। এই কন্ডিশনার তুলোয় নিয়ে ব্যাগে ভাল করে লাগিয়ে রাখুন। এরপর সুতির কাপড় দিয়ে তা মুছে নিন। বছরে তিন বার লাগালে ব্যাগ একদম ঠিক থাকে। এতে ব্যাগ দীর্ঘদিন পর্যন্ত নরম থাকে।
কোভিডের পর থেকে সব সময় স্যানিটাইজার ব্যাগেই থাকে। তবে এই স্যানিটাইজার চামড়ার ব্যাগে ভুল করেও স্প্রে করবেন না। এতে ব্যাগ অনেক দ্রুত নষ্ট হয়ে যায়।
চামড়ার ব্যাগ আলমারিতে রাখলে একটি সুতির কাপড়ে মুড়ে রাখুন। এতে ব্যাগ অনেকদিন পর্যন্ত ভাল থাকে। এছাড়াও ব্যাগের মধ্যে সিলিকা জেলের প্যাকেট রাখুন। আর চামড়ার ব্যাগে ছাতা পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই ব্যাগ কিছুক্ষণ খোলা হাওয়ায় রাখুন, এতে ছত্রাক পড়বে না। এছাড়াও সব ব্যাগ ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করুন। এতেই সব ব্যাগ ভাল থাকবে। আসল লেদার হলে সেই ব্যাগ কিন্তু বছরের পর বছর বাল থাকে না।