শাড়ি হলে এমন একটি পোশাক যা টক্কর দিতে পারে সবরকম পোশাককে। সুন্দরভাবে শাড়ি পরলে কেউ চোখ ফেরাতে পারে না। তাছাড়া শাড়ির যে ধরনের বৈচিত্র্য রয়েছে, তা অন্য কোনও পোশাকে খুঁজে পাওয়া একটু কঠিন। তাই তো আন্তর্জাতিক রেড কার্পেটেও ভারতীয় নারীদের শাড়িতে দেখা যায়। শাড়ি এমন এক পোশাক যা দেশের সীমারেখা পেরিয়ে সারা বিশ্বে জনপ্রিয়। হাল ফ্যাশনে নারীদের পাশাপাশি অ্যান্ড্রোজিনাস স্টাইলিংয়ে পুরুষেরাও শাড়িতে সাজছেন। তবু ৯০ শতাংশ মানুষ শাড়ি পরার বিষয়ে ছোট ছোট অনেক ভুল করে বসেন। সেই ভুলের মধ্যে একটি হল সঠিক পেটিকোট চয়ন।
শাড়ির সঙ্গে শুধু ব্লাউজ় ম্যাচ করে পরলে চলে না। তার সঙ্গে পেটিকোটের কথাও মাথায় রাখা দরকার। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, শাড়ির সঙ্গে রং মিলিয়ে পেটিকোট পরেন। কিন্তু পেটিকোটের ফ্যাব্রিকের উপর বেশি জোর দেন না। আবার অনেকে লাল, কালো, সাদা, নীল, হলুদের মতো সাধারণ কয়েকটি রঙের পেটিকোট কিনে রাখেন। সেই সায়াগুলো দিয়েই দিনের পর দিন বিভিন্ন রঙের শাড়ি পরেন। এমনটা করলে আর চলবে না।
আগেরকার দিনে ছয় কাটের সায়া বা গোল আমব্রেলা কাট পেটিকোটের চল বেশি ছিল। এছাড়া অনেকে টিকন কাজের পেটিকোট পরতেন। এখন যেমন ফ্যাশানবল শাড়ি ও ডিজ়াইনার ব্লাউজ়ের সম্ভার তেমনই বিভিন্ন ধরনের পেটিকোটও পাওয়া যায়। সঠিক রঙের সায়ার সঙ্গে সঠিক পেটিকোট বেছে নেওয়া জরুরি। কারণ এতে আপনার লুক ফুটে উঠবে। যেমন ধরুন অরগেঞ্জা শাড়ির সঙ্গে ছ’কাটের সায়া বেমানান। এতে শাড়ি পরলে সঠিক বডিশেপ পাবেন না। আবার অনেক শাড়ি রয়েছে যেখানে সুতির সায়া পরলে শাড়ি ফুলে থাকে, মোটা দেখায়। তাই সঠিক সায়া বেছে জরুরি।
অরগেঞ্জা, জর্জেট, শিফনের শাড়ি পরলে সুতির পেটিকোট চলবে না। সেক্ষেত্রে শাড়ির সঙ্গে রং মিলিয়ে আপনাকে সার্টিনের পেটিকোট পরতে হবে। অনেক সময় শাড়ির রঙের সায়া বাজারে পাওয়া যায় না। সেক্ষেত্রে ফ্যাব্রিক কিনে দোকানে পেটিকোট বানিয়ে নিতে পারেন। এতে আপনার মাপেরও সায়া পেয়ে যাবেন। একইভাবে, আপনি সিল্কের শাড়ির সঙ্গে সার্টিনের পেটিকোট পরতে পারেন। এক্ষেত্রে সার্টিনের পেন্সিল কাট পরলে বেশি ভাল। যে কোন হালকা শাড়ির সঙ্গে আপনি সার্টিনের সায়া পরতে পারেন।
বিয়ের মরশুম চলছে। সুতরাং, বেনারসি পরাও হচ্ছে। কিন্তু বেনারসির সঙ্গে কেমন ধরনের পেটিকোট পরছেন? বেনারসি ভারী শাড়ি হয়। তাই এক্ষেত্রে ভুলেও সার্টিনের পেটিকোট পরবেন না। এক্ষেত্রে ছ’কাটের সুতির সায়াই ভাল। আমব্রেলা কাটের সায়া বেনারসি কিংবা যে কোনও ভারী শাড়ির সঙ্গে মানানসই। এছাড়া যে কোনও সুতির শাড়ি কিংবা হ্যান্ডলুমের শাড়ির সঙ্গেও আপনি ছ’কাটের সুতির সায়া পরতে পারেন।