ভাদ্র পড়তেই চারিদিকে হই হই রব। গত এক সপ্তাহ ধরে রাখীর বাজার ছিল জমজমাট। আজকাল রাখীও একেবারে উৎসবে পরিণত হয়েছে। আগে ভাইদের হাতে রাখী পরিয়ে মিষ্টি খাওয়ানো আর ভাই-দাদারা বোনেদের হাতে একটি চকোলেট দিতেন উপহার হিসেবে এমনটাই ছিল। বাঙালি বিয়েবাড়িতে এখন যেমন মেহেন্দি এসেছে তেমনই রাখী পরানোর সঙ্গে সঙ্গে উপহার দেওয়া, সিঁদুর-প্রদীপ-চাল-দূর্বার আর্শীবাদ যুক্ত হয়েছে। উপহারের তালিকাও এখন লম্বা। যার মধ্যে বই থেকে শুরু করে পোশাক সবই রয়েছে। সামনেই জন্মাষ্টমী, তারপর গণেশ চতুর্থী, দুর্গাপুজো। প্রচুর জনের বাড়িতে পুজো হয়। আর এই বিশেষ দিনে সকলেই চান সুন্দর করে সাজতে। পুজো-পার্বণে এথনিক পোশাকই দেখতে সবচেয়ে বেশি ভাল লাগে। দুর্গা পুজোর জন্য অপেক্ষা থাকে বছরভর। কোন দিন কেমন পোশাক পরা হবে তার কাউন্টডাউনও শুরু হয়ে যায় অনেক দিন আগে থেকে। তারপরই শুরু হয়েছে বাঙালির অঘ্রাণ মাস, অর্থাৎ বিয়ের মরশুম। সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন ছবির বহরও বেড়েছে। ফলে আগে থেকে প্ল্যানিং না করা থাকলে খুবই মুশকিল। দোকানে, শপিং মলে, অনলাইনে এখন প্রচুর স্টক এসেছে। কেনাকাটা করতে যাওয়ার আগে জানুন কেমন পোশাক এখন ট্রেন্ডিং ফ্যাশনে।
বিয়ে হোক বা বিয়েবাড়ি শাড়ি কখনও পুরনো হয় না। বরং ফ্যাশনে তা নানা ভাবে ফিরে আসছে। ফ্যাশনে এখম মনোক্রোমের ট্রেন্ড চলছে। ধরা যাক এবার পুজোয় একটা সাদা আর একটা কালো ঢাকাই কিনেছেন। এর সঙ্গে কালো রঙের ব্লাউজ দিয়ে পরুন, দেখতে ভাল লাগবে। আবার একরঙা র সিল্কের থান কিনে ওই একই রঙের ব্লাউজ বানিয়ে পরুন। কানে থাক অক্সিডাইজের ঝুমকা, চুল খোলা, চোখে কাজল আর কপালে একটা কালো টিপ থাকলেই কাজ চলে যাবে এবং দেখতেও লাগবে খুব সুন্দর।
হ্যান্ডলুমের শাড়ি দিনের পর দিন ফ্যাশনে নতুন সংজ্ঞা যোগ করছে। আর এই হ্যান্ডলুমের শাড়ি যেবাবে খুশি পরাও যায়। হাকোবার শাড়ি-ব্লাউজ এখন ট্রেন্ডিং। আবার হ্যান্ডলুম ইন্ডিগো প্রিন্টের শাড়ির সঙ্গে শার্ট স্টাইলের কোনও ব্লাউজ দিয়েও পরতে পারেন। বিয়ের দিন সকালের অনুষ্ঠানে বেছে নিন ট্র্যাডিশন্যাল হ্যান্ডলুমের শাড়ি। গায়ে হলুদের অনুষ্ঠানে এই সব ট্র্যাডিশন্যাল শাড়ি দেখতেও খুব ভাল লাগে।
সিল্ক বরাবর এভারগ্রীন। সিল্কের শাড়িতে যে কোনও কাউকে দেখতে সুন্দর লাগে আর সব বয়সেই পরা যায় এই শাড়ি। সিল্কের শাড়িতে সুন্দর করে সাজুন। চুলে খোঁপা করে একটা মালা দিন, ট্র্যাডিশন্যাল গয়না পরে সাজুন সিল্কের শাড়িতে। বেনারসি শাড়িতেও এখন রকমফের হয়। পুজো-বিয়ে দুটো অনুষ্ঠানেই পরতে পারেন।
ককটেল শাড়ি, ডিজাইনার শাড়ি, রেডি টু ওয়্যার শাড়ি, ধোতি শাড়ি এসবও এখন ফিউশন ফ্যাশনে বেশ চলছে। নবমীর রাত, পুজোর পার্টি বা বন্ধুর রিসেপশনে এমন শাড়ি পড়তে পারেন। হাতেক সামনে অপশন অনেক। কী ভাবে নিজেকে দেখতে চান তা আগে ঠিক করে নিন। এরপর পছন্দ আপনার।