ফ্যাশনের প্রতি কৌতূহল কার না থাকে। বলিউড সুন্দরীদের অফিসিয়াল ইন্সটাগ্রাম পেজগুলি ফ্যাশন ও মেকআপের জন্য সেরা গন্তব্যস্থল বলা যেতে পারে। গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ির জন্য আলিয়া ভাটের প্রোমোশনের লুক বা করিনা কাপুরের ক্যাজুয়াল লুক, কোনও কিছুই ফ্যাশন থেকে আলাদা কিছু নয়। বর্তমানে বলি-তারকারা ছোট খোঁপায় মজেছেন। যে কোনও পোশাকের সঙ্গেই খোঁপা এখন মাস্ট। তাতে গোলাপ বা বাহারি ফুল গুঁজে দিলেই অনন্য স্টাইলে পরিণত হয়েছে।
ছোট কিন্তু সুন্দর , সহজ ও সরল এই খোঁপার স্টাইল। যে কোনও পোশাকেপ সঙ্গে এই ধরনের খোঁপা বেশ মানানসই। হেয়ারস্টাইল কেমন হবে তা নিয়ে বাছাই পর্বের শেষ থাকে না। যদি ঝামেলা ছাড়াই কোনও হেয়ারস্টাইল করতে চান তাহলে বলি ডিভাদের মত ছিপছাপ এই ছোট খোঁপা করে নিতে পারেন। ফুলের সঙ্গে আলিয়ার মত ট্রেন্ডি খোঁপা থেকে শুরু করে পার্টি লুকের জন্য দীপিকা পাড়ুকোনের সহজ ও ট্রেডমার্ক হেয়ারস্টাইলে সকলের নজর কাড়তে পারেন।
নিরাপদ হেয়ারস্টাইল যদি করতেই হয় তাহলে ছোট বানের একপাশে সুন্দর ফুল দিয়ে দিতে পারেন। গাঙ্গুবাই আলিয়ার চুলের স্টাইল সকলকে মুগ্ধ করেছে আর এই স্টাইলই এখন ট্রেন্ডি।
শুধু শাড়ি বা সালোয়ার স্যুটেই নয়, খোঁপাগুলি পশ্চিমী পোশাকের সঙ্গেও স্টাইলের জন্য় করা যেতে পারে। দীপিকা পাড়ুকোন কীভাবে এই ছোট্ট খোঁপায় ফ্যাশনেবল লেগেছে দেখুন একবার।
গরমের দিনে খোঁপার মত আরামদায়ক হেয়ারস্টাইল আর হয় না। ফ্যাশনের দিক থেকে আপনি যদি অলস ও অগোছালো হোন, তাতেও ঘাবড়ানোর কিছু নেই। এই অগোছালো হেয়ারস্টাইলেও করিনা কাপুরের লুক বেশ আকর্ষণীয়।