‘বড়লোকের বিটি লো…’ সুপারহিট মিউজিক ভিডিয়োর আবার র্যাপার বাদশার সঙ্গে জুটি বাঁধলেন বলি-সুন্দরী জ্যাকলিন ফার্নান্ডেজ। কস্টিউম সিনেমাটোগ্রাফির খেলায় সেই ভিডিয়োও এই মুহূর্তে ভাইরাল। কালো লেহেঙ্গা-চোলিতে গ্ল্যামারাস জ্যাকালিনের লুকে বিভোর ফ্যানেরা। কাঁচের শৌখিন কাজ ও টাসেলের ব্যবহারও রয়েছে পোশাকে। ভিডিয়োতে একটি দৃশ্যে দেখা গিয়েছে, লেহেঙ্গা-চোলিতে ঘোড়ার চড়ে সেট দাপিয়ে বেরিয়েছেন। মিউজিক ভিডিয়োয় জ্যাকলিনের কস্টিউম ডিজাইনার ও ওয়্যারডোর্ব কনসালট্যান্ট হিসেবে ছিলেন লিপাক্ষ্মী ইলাওয়াড়ি।
গোটা মিউজিট ভিডিয়োতে পুরোপুরি ভারতীয় ফ্যাশনকেই আগলে রাখা হয়েছিল তা তো বলাই বাহুল্য। ব্যাকড্রপে মরুরাজ্য ও ভারতীয় পোশাকে মেলবন্ধন অসাধারণ আইডিয়া। ভিডিয়োতে দেখা গিয়েছে, মাত্র তিনবার পোশাক বদলে ক্যামেরার সামনে এসেছেন জ্যাকি, আর প্রত্যেকটিতেই রয়েছে ভরপুর ভারতীয় সংস্কৃতির ছোঁয়া।
আরও পড়ুন: বলি-নায়িকাদের সঙ্গে টক্কর! ফটোশ্যুটে সকলের নজর কাড়লেন সাংসদ মহুয়া মৈত্র
কাঁচের কাজ করা মাথা পট্টি ও শিষফুল কালো লেহেঙ্গার লুককে আরও গ্ল্যামারাস করে তুলেছিল। দ্বিতীয় লুকে, নীল রঙা কাফতান ও সুন্দর চাঙ্কি গলার হার যেন আরও মোহময়ী করে তুলেছিল। অন্যদিকে হেয়ার স্টাইলে ঢেউ খেলানো লুক যেন আরও কয়েক ইঞ্চি সৌন্দর্যে বাড়িয়ে তুলেছিল।
তৃতীয় লুকে, জ্যাকলিনের পরনে ছিল সিক্যুইনড ক্রপ টপ ও ম্যাচিং হাই-ওয়েস্টেড স্কার্ট, থাই-হাই-স্লিট। সেটে উত্তাপ ছড়ানোর পাশাপাশি ভিডিয়োতেও সুপার হট ছিলেন বলিউডের অন্যতম তারকা জ্যাকলিন।
‘বড়লোকের বিটি লো…’ সুপারহিট মিউজিক ভিডিয়োর আবার র্যাপার বাদশার সঙ্গে জুটি বাঁধলেন বলি-সুন্দরী জ্যাকলিন ফার্নান্ডেজ। কস্টিউম সিনেমাটোগ্রাফির খেলায় সেই ভিডিয়োও এই মুহূর্তে ভাইরাল। কালো লেহেঙ্গা-চোলিতে গ্ল্যামারাস জ্যাকালিনের লুকে বিভোর ফ্যানেরা। কাঁচের শৌখিন কাজ ও টাসেলের ব্যবহারও রয়েছে পোশাকে। ভিডিয়োতে একটি দৃশ্যে দেখা গিয়েছে, লেহেঙ্গা-চোলিতে ঘোড়ার চড়ে সেট দাপিয়ে বেরিয়েছেন। মিউজিক ভিডিয়োয় জ্যাকলিনের কস্টিউম ডিজাইনার ও ওয়্যারডোর্ব কনসালট্যান্ট হিসেবে ছিলেন লিপাক্ষ্মী ইলাওয়াড়ি।
গোটা মিউজিট ভিডিয়োতে পুরোপুরি ভারতীয় ফ্যাশনকেই আগলে রাখা হয়েছিল তা তো বলাই বাহুল্য। ব্যাকড্রপে মরুরাজ্য ও ভারতীয় পোশাকে মেলবন্ধন অসাধারণ আইডিয়া। ভিডিয়োতে দেখা গিয়েছে, মাত্র তিনবার পোশাক বদলে ক্যামেরার সামনে এসেছেন জ্যাকি, আর প্রত্যেকটিতেই রয়েছে ভরপুর ভারতীয় সংস্কৃতির ছোঁয়া।
আরও পড়ুন: বলি-নায়িকাদের সঙ্গে টক্কর! ফটোশ্যুটে সকলের নজর কাড়লেন সাংসদ মহুয়া মৈত্র
কাঁচের কাজ করা মাথা পট্টি ও শিষফুল কালো লেহেঙ্গার লুককে আরও গ্ল্যামারাস করে তুলেছিল। দ্বিতীয় লুকে, নীল রঙা কাফতান ও সুন্দর চাঙ্কি গলার হার যেন আরও মোহময়ী করে তুলেছিল। অন্যদিকে হেয়ার স্টাইলে ঢেউ খেলানো লুক যেন আরও কয়েক ইঞ্চি সৌন্দর্যে বাড়িয়ে তুলেছিল।
তৃতীয় লুকে, জ্যাকলিনের পরনে ছিল সিক্যুইনড ক্রপ টপ ও ম্যাচিং হাই-ওয়েস্টেড স্কার্ট, থাই-হাই-স্লিট। সেটে উত্তাপ ছড়ানোর পাশাপাশি ভিডিয়োতেও সুপার হট ছিলেন বলিউডের অন্যতম তারকা জ্যাকলিন।