Janhvi Kapoor: রূপকথাকেও হার মানায়! ‘বোল্ড’ মারমেড গাউনে উষ্ণতার পারদ চড়ালেন শ্রীদেবী-কন্যা

Disney Princess Look: ওই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ছিল তারার মেলা। দীপিকা, শোভিতা থেকে শুরু করে বলিউডের প্রথম সারির নায়িকারা।

Janhvi Kapoor: রূপকথাকেও হার মানায়! 'বোল্ড' মারমেড গাউনে উষ্ণতার পারদ চড়ালেন শ্রীদেবী-কন্যা
দাপটের সঙ্গে নয়, আমার মায়ের ঐতিহ্য বজায় রেখেই কাজ করতে চাই। যখন সত্যি অনেক প্রজেক্ট একসঙ্গে পেয়ে যাই, তখন মনে হয়, এটা আমার জন্য ডিসঅ্যাডভান্টেজ, এমনটাই জানান তিনি।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 18, 2022 | 6:53 PM

সোশ্যাল মিডিয়ায় (Social Media) বোল্ড লুক ও ফ্যাশনেবল পোশাকের দ্যুতিতে উষ্ণতার পারদ চড়ালেন জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)। জাহ্নবীর সেক্সি আউটফিট নিয়ে চর্চার শেষ নেই। সম্প্রতি ইন্সটাগ্রামে ডিজনি প্রিন্সেসের বেশে কতকগুলি বোল্ড লুকের ছবি পোস্ট করেছেন শ্রীদেবী-কন্যা। এলে বিউটি অ্যাওয়ার্ডসে (ELLE Beauty Awards)  আকাশী নীল রঙের গাউনে নিজেকে রাজকন্যে লুক বেছে নিয়েছিলেন। সিকুইনড মারমেড গাউনের সঙ্গে জাহ্নবী ম্যাচিং গ্লাভস পরেছিলেন। রাজকন্যে কেনই বা লাগবে না। সত্যিই তো তিনি একজন পিতার চোখে ফুটফুটে সুন্দর প্রিন্সেস। জুয়েলারির কোনও বালাই নেই। কিন্তু যে আউটফিটে তিনি বেছে নিয়েছেন, তাতে কেউই চোখ ফেরাতে পারবেন না।

নিখুঁত সুন্দর মেকআপ, প্রিন্সেস ড্রেসে জাহ্নবীর লুক ছিল অনবদ্য। ওই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ছিল তারার মেলা। দীপিকা, শোভিতা থেকে শুরু করে বলিউডের প্রথম সারির নায়িকারা। সেই তারার ভিড়ে নিজের ফ্যাশন সেন্সকে লাইমলাইট দেওয়া কোনও মুখের কথা নয়। সোশ্যাল মিডিয়ায় তো বটেই, বলিপাড়াতেও জাহ্নবীর অসাধারণ প্রিন্সেস লুক নিয়ে শুরু হয়েছে চর্চা।

সিকুইনড নীল গাউন , ম্যাচিং ও ট্রান্সপারেন্ট গ্লাভস পরে মনে হতেই পারে তিনি ডিজনিল্যান্ডের প্রিন্সেসের লুকে নিজেকে সাজিয়েছেন। সম্প্রতি আসন্ন সিনেমার প্রচারকে কেন্দ্র করে সিকুইনড. ডিপ নেকলাইনের ড্রেসে সকলের নজর কেড়েছিলেন। ফ্যাশনের দিক থেকে বরাবরই সাহসী জাহ্নবী। চকচকে বডিকন ড্রেসেও তিনি সমান স্বাচ্ছন্দ। ফ্যাশনের দুনিয়ায় জাহ্নবীর ফ্যাশন সেন্স নিয়ে বেশ জনপ্রিয়তা রয়েছে। আর সেই উদাহরণ ইন্সটাগ্রামের পাতায় ধরা পড়ে বারবার।

দেশের অন্যতম বিখ্য়াত ডিজাইনার ফাল্গুনি ও শেন পিকক এই সুন্দর ডিজাইনের পোশাকটি তৈরি করেছেন। পোশাকের গ্ল্যামারের কথা মাথায় রেখে জাহ্নবীর মেকআপেও আনা হয়েছে অভিনত্ব। কারণ মারমেড লুকে ম্যাট ফিনিশিং মেকআপ যায় না। তাই উজ্জ্বল লিপশেড, ফ্লাটারি ল্যাশেস, গ্ল্যামারাস মেকআপই বেছে নিয়েছিলেন।

প্রসঙ্গত, বনি কাপুর প্রযোজিত মিলি ছবিতে মূখ্য চরিত্রে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর। পাশাপাশি রাজকুমার রাও অভিনীত মিস্টার অ্যান্ড মিসেস মাহি সিনেমাতেও অভিনয় করতে দেখা যাবে। এছাড়া বাওয়াল সিনেমায় বরুণ ধাওয়ানের বিপরীতে দেখা যাবে তাঁকে।