VicKat wedding: সব্যসাচীর পোশাকেই রাজকীয় বিয়ে সারলেন ভিকি-ক্য়াটরিনা! দেখুন ছবিতে

রাজস্থানের মাধোপুরে বিলাসবহুল হোটেলে বিবাহ সম্পন্ন হয়েছে ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলের। বৃহস্পতিবার রাজস্থানের সওয়াই মাধোপুরের সিক্স সেন্স ফোর্ট বারওয়ারায় একসূত্রে বাঁধা পড়লেন বলিউডের নতুন তারকা দম্পতি। বিয়ের পর্ব সেরে দুই তারকা নিজেদের সোশ্যাল অ্যাকাউন্টে বিয়ের বেশ ঝলক সুমধুর মুহূর্ত শেয়ার করেছেন। আর সেই ছবি পোস্ট হতেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে ভাইরাল হয়ে যায়। লাল […]

VicKat wedding: সব্যসাচীর পোশাকেই রাজকীয় বিয়ে সারলেন ভিকি-ক্য়াটরিনা! দেখুন ছবিতে
Follow Us:
| Edited By: | Updated on: Dec 10, 2021 | 9:53 PM

রাজস্থানের মাধোপুরে বিলাসবহুল হোটেলে বিবাহ সম্পন্ন হয়েছে ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলের। বৃহস্পতিবার রাজস্থানের সওয়াই মাধোপুরের সিক্স সেন্স ফোর্ট বারওয়ারায় একসূত্রে বাঁধা পড়লেন বলিউডের নতুন তারকা দম্পতি। বিয়ের পর্ব সেরে দুই তারকা নিজেদের সোশ্যাল অ্যাকাউন্টে বিয়ের বেশ ঝলক সুমধুর মুহূর্ত শেয়ার করেছেন। আর সেই ছবি পোস্ট হতেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে ভাইরাল হয়ে যায়।

লাল রঙের রাজস্থানী স্টাইলের পোশাকের বধূবেশে ক্য়াটরিনা ও সাদা বেইজ রাজপুত সাজে সেজেছিলেন ভিকি কৌশল। সূত্রের খবর, প্রাচীন এই দূর্গের ভিতর রয়েছে অসাধারণ একটি বিরাট খোলা বাগান। সেখানেই বসেছিল বিয়ের আসর। বিয়ের মতো জীবনের স্পেশাল দিনে ক্যাটরিনা ও ভিকি পোশাকের জন্য বিখ্যাত ফ্যাশন ডিজাইনার সব্য়সাচী মুখোপাধ্যায়ের ডিজাইনড পোশাককেই বেছে নিয়েছিলেন। ইন্সটাগ্রামে সেই ছবি দুই তরফ থেকেই পোস্ট করা হয়েছে।

রাজস্থানী সাজ মানেই ভারতীয় ঐতিহ্যের মধ্যে মগ্ন হয়ে যাওয়া। রাজকীয় এই বিয়েতে সব্যসাচীর তৈরি করা মখমলে লাল বেনারসি জারদৌসি লেহেঙ্গায় সেজেছিলেন ক্যাটরিনা। সঙ্গে অবশ্যই সাবেকি লাল ওড়না। ছিল কুন্দনের জাড়োয়া, মাংটিকা, ব্যাঙ্গেলস, চূড়া, নথ, টায়রা। সব্যসাচীর হেরিটেজ জুয়েলারির সংগ্রহ থেকেই অসাধারণ দেখতে কন্দন, পান্না-রুবি বসানো নেকপিস ও কানের দুল পরেছিলেন ক্যাটরিনা। ২২ ক্যারেট সোনার মুক্তো, হিরে বসানো জুয়েলারির পাশাপাশি হাতের চুড়িতেও ছিল অভিনবত্বের ছোঁয়া। পাশাপাশি বৈবাহিক জীবনের বিশেষ লক্ষণ হিসেবে সব্যসাচীর ডিজাইন করে বেঙ্গল টাইগার মঙ্গলসূত্র পড়েছিলেন তিনি।

রূপকথার বিয়েতে ক্যাটে পাশে সব্যসাচীর ডিজাইন করা অফ হোয়াইট শেরওয়ানিতে ভিকিকে রাজপুত রাজার মতোই লাগছিল। উল্লেখ্য, সব্যসাচীর আইকনিক সোনার বেঙ্গল টাইগার বোতাম ছিল আইভরি সিল্ক শেরওয়ানিতে। মাথায় সুন্দর করে বাধা পাগড়ি, কপালে মঙ্গল টিকা, হাতের কাজ করা পশমিনার শাল গায়ে একজন দায়িত্বশীল স্বামীর মতোই ক্যাটের হাত ধরেছিলেন ভিকি।

পরিবারের লোকজন ও বিশেষ কিছু বন্ধুদের উপস্থিতিতে বিয়ে সারলেন ভিকি ও ক্যাটরিনা। বিয়ে মিটলেই হনিমুন। কোথায় মধুচন্দ্রিমায় যাবেন দুই তারকা? শোনা যাচ্ছে, মলদ্বীপেই মধুচন্দ্রিমা সারতে চলেছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। যদিও কোনও তথ্যই কোনও পক্ষ থেকে ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন:  Vic-Kat wedding: রণথম্ভোরের গোধূলি বেলায় মিলল লাল-সাদা রং, সৌজন্যে ভিক্যাট