AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vic-Kat wedding: রণথম্ভোরের গোধূলি বেলায় মিলল লাল-সাদা রং, সৌজন্যে ভিক্যাট

Vikat: তাঁদের বিয়ে নিয়ে বহুদিন ধরেই চলছিল জল্পনা। বিয়ের দিন থেকে ভেন্যু... সব কিছু নিয়েই উত্তেজনা ছিল চূড়ান্ত। সংবাদ সংস্থা মারফত নানা রকম খবর সামনে আসলেও ভিকি এবং ক্যাটরিনা টুঁ শব্দটিও করেননি। ৬ ডিসেম্বর থেকেই রাজস্থানের সিক্স সেন্সের ফোর্টে শুরু হয়েছিল অনুষ্ঠান। মেহেন্দি থেকে সংগীত সবই হয়েছে সেখানেই। ৯ ডিসেম্বর বিকেলেই চার হাত এক হয়ে গেল ভিকি-ক্যাটরিনার।

| Edited By: | Updated on: Dec 09, 2021 | 9:32 PM
Share
সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা বেনারসি লাল লেহঙ্গায় সেজেছিলেন ক্যাটরিনা কইফ। মাথায় সাবেকি লাল ওড়না।

সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা বেনারসি লাল লেহঙ্গায় সেজেছিলেন ক্যাটরিনা কইফ। মাথায় সাবেকি লাল ওড়না।

1 / 4
কুন্দনের চওড়া টায়রা টিকলি আর বড় নথে নজর কেড়েছেন ক্যাট সুন্দরী।

কুন্দনের চওড়া টায়রা টিকলি আর বড় নথে নজর কেড়েছেন ক্যাট সুন্দরী।

2 / 4
সেই সঙ্গে হাত ভর্তি মেহেন্দি। সাবেকি চূড়া, হাতবন্ধ আর জড়োয়ার ক্যাটরিনা তখন রাজরানীর থেকে কোনও অংশে কম নন।

সেই সঙ্গে হাত ভর্তি মেহেন্দি। সাবেকি চূড়া, হাতবন্ধ আর জড়োয়ার ক্যাটরিনা তখন রাজরানীর থেকে কোনও অংশে কম নন।

3 / 4
সব্যসাচীর ডিজাইন করা অফ হোয়াইট শেরওয়ানিতে রাজপুতের বেশে হাজির ভিকি কৌশল। মাথায় পাগড়ি , কপালে টিকা, আর পশমিনার শাল গায়ে ভিকির ভরসার হাত তখন ক্যাটরিনার হাতে। বেলকুঁড়ির মালা আর চারপাশের আবহে মাধোপুরের সিক্স সেন্সের দুর্গ তখন যেন রূপকথার স্বর্গরাজ্য।

সব্যসাচীর ডিজাইন করা অফ হোয়াইট শেরওয়ানিতে রাজপুতের বেশে হাজির ভিকি কৌশল। মাথায় পাগড়ি , কপালে টিকা, আর পশমিনার শাল গায়ে ভিকির ভরসার হাত তখন ক্যাটরিনার হাতে। বেলকুঁড়ির মালা আর চারপাশের আবহে মাধোপুরের সিক্স সেন্সের দুর্গ তখন যেন রূপকথার স্বর্গরাজ্য।

4 / 4